অনলাইনে বেতন বিল দাখিলের নিয়ম ২০২৪

অনলাইনে বেতন বিল দাখিলের নিয়ম সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্ট। আপনাদের মধ্যে যারা সরকারি চাকরিজীবী রয়েছেন তাদের চাকরির বয়স দুই বছর হলে GPF এ চাঁদা জমাদান বাধ্যতামূলক করেছে সরকার। তাঁরা কিভাবে অনলাইনে আইবাসে বেতন বিল দাখিল করবেন। তার নিয়ম শেয়ার করা হলো আজকের পোস্টে। 

 

অনলাইনে আইবাসে বেতন বিল দাখিলের নিয়ম

অনলাইনে আইবাসে বেতন বিল দাখিলের করার জন্য সর্বপ্রথম আপনার মোবাইল ফোন কিংবা কম্পিউটার থেকে ডাটা সংযোগ চালু করুন। তারপর মোবাইল কিংবা কম্পিউটারে থাকা যেকোন একটি ব্রাউজার ওপেন করুন এবং সার্চ অপশনে ‘ibas++’ লিখে সার্চ করুন। এখন সার্চ রেজাল্ট আশা প্রথম ওয়েবসাইটে প্রবেশ করুন।তাহলে আপনার সামনে একটি ফর্ম ওপেন হবে এবং সেখানে তিনটি অপশন দেখতে পাবেন। যেমন: 

  • User Id 
  • Password 
  • Captcha 

এখন উপরে উল্লেখিত অপশন গুলোতে আপনি আপনার ibas ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে দিন এবং নিচে ক্যাপচাটি সঠিকভাবে পূরণ করে login অপশনে ক্লিক করে আইডি লগইন করে নিন। 

অনলাইনে বেতন বিল দাখিলের নিয়মতাহলে বিতরে দুটি অপশন দেখতে পাবেন। যেমন: 

  • Budget Execution
  • Security 

এখন ‘Budget Execution’ অপশনে ক্লিক করুন। Budget Execution অপশনে ক্লিক করার পর আপনার সামনে একটি নোটিশ বোর্ড পেইজ ওপেন হবে এবং একটু নিচে নামলে দেখতে পাবেন ‘bill status’ অর্থাৎ পূর্বে আপনার আইডি থেকে যত বিল দাখিল করা হয়েছে সেই বিলের তালিকা। 

আরোও পড়ুন: আপনার সিম কার নামে রেজিস্ট্রেশন করা? জেনে নিন।

অনলাইনে নতুন বিল দাখিলের নিয়ম

এখন  নতুন বেতন বিল দাখিল করার জন্য মেনুবার থেকে (3 ডট থেকে) pay bill অপশনে ক্লিক করুন। তাহলে আপনার সামনে তিনটি অপশন চলে আসবে। যেমন:

  • Bill submission 
  • Festival Bill submission
  • Partial Bill submission

অনলাইনে বেতন বিল দাখিলের নিয়ম

এখন ‘Bill submission’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী অপশনে নিয়ে যাবে। সেখানে আপনি যে pay point আন্ডারে আছেন সেটি চলে আসবে। যেমন:

  • Pay point 
  • Name of the payee
  • Office 
  • Fiscal year of salary 
  • Month of salary 
  • Gross amount 
  • Net amount 

এখন আপনি Fiscal your of salary অপশনে যে বছরের যে মাসের বেতন নিতে চাচ্ছেন সেই মাস বা সাল সিলেক্ট করুন। এখানে বলে রাখা ভালো প্রতিমাসের ২১ তারিখের মধ্যে বেতন দেওয়া কার্যক্রম শুরু হয়ে যায়। মাস বা তারিখ সিলেক্ট করার পর Go বাটনে ক্লিক করুন। তাহলে নিম্নে আপনার Payment details দেখতে পাবেন এবং আরেকটু নিচে Deduction details দেখতে পাবেন। 

অর্থাৎ কর্তনের পরিমান। কোন কোন খাতে কত টাকা কর্তন হয়েছে তা দেখতে পাবেন। এখন আরেকটু নিচে Net payment অর্থাৎ সব খরচ গিয়ে মোট কত টাকা পেমেন্ট পাবেন তা দেখতে পাবেন। 

অনলাইনে বেতন বিল দাখিলের নিয়ম

এখন উপরে উল্লেখিত সকল তথ্য সঠিকভাবে থাকলে নিচে থেকে ‘Submit’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনার ফিক্সেশনে (Fixation) দেওয়া মোবাইল নাম্বারটিতে ৪ ডিজিটের একটি কোড বা OTP যাবে। কোর্ডটি বসিয়ে ok অপশনে ক্লিক করুন। তাহলে আপনার বিল নম্বর এবং পেমেন্ট একসেপ্ট কনর্ফামেশন বার্তা দেখতে পারবেন।

অনলাইনে বেতন বিল দাখিলের নিয়ম

এখন আপনি ok অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী অপশনে নিয়ে যাবে। সেখানে আপনার বিলের স্লিপ/তালিকা দেখতে পাবেন। এখন আপনি এই স্লিপটি প্রিন্ট করে আপনার একাউন্ট অফিসে সাবমিট করলে আপনার রানিং মাসের বেতটি পেয়ে যাবেন। এই পদ্ধতি ব্যবহার করে আপনি প্রত্যেক মাসে আপনার আইবাসে বেতন বিল দাখিল করতে পারবেন। 

অনলাইনে বেতন বিল দাখিলের নিয়ম

আরোও পড়ুনঃ জিপিএফ ব্যালেন্স চেক করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানুন

আশা করি, আর্টিকেলটি পড়ে আপনি অনলাইনে বেতন বিল দাখিলের নিয়ম সম্পর্কে জানতে পেরেছেন। এরকম আরোও গুরুত্বপূর্ণ কনটেন্ট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে। ধন্যবাদ!

Source of Info: Sojib Nehan 

Leave a Comment