আনঅফিসিয়াল মোবাইল ফোন চেক করার নিয়ম ২০২৪

আনঅফিসিয়াল মোবাইল ফোন চেক করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। আনঅফিসিয়াল মোবাইল ফোন বন্ধ করে দেওয়ার জন্য পদক্ষেপ গ্রহণ করছে BTRC। গেল 2021 সাল পহেলা জুলাই প্রথমবারের মতো চালু হলো national equipment identity register। 

যার সাহায্যে সকল সচল বৈধ ও অবৈধ মোবাইল ফোন চেক করবে বিটিআরসি। এবং চেক করা পর অনিবন্ধিত মোবাইল ফোন গুলো বন্ধ করে দেওয়ার নোটিশ প্রকাশ করে BTRC। তাই অবশ্যই আপনার জেনে নেওয়া উচিত আপনার মোবাইল ফোনটি অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল। 

 

আনঅফিসিয়াল মোবাইল ফোন চেক করার নিয়ম

আপনি চাইলে দুইটি পদ্ধতিতে আপনার হাতে থাকা স্মার্ট ফোনটি অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল সেটি চেক করতে পারবেন। যেমন:

  • SMS এর মাধ্যমে ও
  • NEIR ওয়েবসাইটের মাধ্যমে

 

SMS এর মাধ্যমে আনঅফিসিয়াল মোবাইল ফোন চেক করার নিয়ম

আপনি চাইলে খুব সহজে একটি মাত্র এসএমএস দিয়ে খুব সহজে জেনে নিতে পারেন আপনার হাতে থাকে স্মার্টফোনটি অফিশিয়াল নাকি আনঅফিসিয়াল। SMS মাধ্যমে আনঅফিসিয়াল মোবাইল চেক করার জন্য প্রথমে আপনার মোবাইলের ডায়াল প্যাড থেকে ডায়াল করুন *#06# । তাহলে দেখতে পাবেন আপনার মোবাইল ফোনের ‘IMEI’ নম্বর চলে আসবে। এখন আপনি ‘IMEI’ নম্বরটি নোট করে বা স্কিনশর্ট নিয়ে রাখুন। 

আরোও পড়ুন: মৌজা ম্যাপ ডাউনলোড বাংলাদেশ ২০২৪

এখন আপনি আপনার মোবাইল Message apps টি Open করুন এবং নিচে থেকে Start Chat অপশন ক্লিক করুন। তারপর type name, phone number or email এর স্থলে টাইপ করুন ১৬০০২ তারপর ওকে অপশনে ক্লিক করুন। তাহলে আপনি Masses typing অপশনে পেয়ে যাবেন।

আনঅফিসিয়াল মোবাইল ফোন চেক করার নিয়ম

এখন Text অপশনে Type করুন। KYD<Space>Your IMEI number (অর্থাৎ স্কিনশর্ট দেওয়া IMEI নম্বর) লিখে Send করুন। তাহলে ফেরত SMS BTRC থেকে জানানো হবে আপনার ফোনটি নিবন্ধিত নাকি অনিবন্ধিত। ( (এক্ষেত্রে অবশ্যই সিমে কম পক্ষে ২ টাকার বেশি থাকতে হবে)

এভাবে খুব সহজে এসএমএসের মাধ্যমে মাত্র কয়েক মিনিটের ভিতরে আপনি আনঅফিসিয়াল মোবাইল ফোন চেক করতে পারবেন। কিন্তু যদি BTRC থেকে রিপ্লাই আসতে দেরি হয় অথবা ফেরত SMS না আসে। তাহলে চিন্তার কোন কারণ নেই। এক্ষেত্রে আপনি চাইলে ‘NEIR’ ওয়েবসাইট থেকে সরাসরি আনঅফিসিয়াল  মোবাইল ফোন চেক করতে পারবেন।

 

NEIR ওয়েবসাইট থেকে আনঅফিসিয়াল মোবাইল ফোন চেক করার নিয়ম

ওয়েবসাইটের মাধ্যমে আনঅফিসিয়াল মোবাইল ফোন চেক করার জন্য প্রথমে আপনার মোবাইল ডাটা সংযোগ চালু করুন। তারপর মোবাইল থাকা যেকোনো একটি ব্রাউজার ওপেন করুন এবং সার্চ অপশনে neir.btrc লিখে সার্চ করুন। তাহলে আপনে সার্চ রেজাল্টে NEIR (Citizen) অর্থাৎ  ‘বাংলাদেশে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন’ ওয়েবসাইট দেখতে পাবেন। 

আরোও পড়ুন: কাগজপত্র ছাড়াই অনলাইনে লোন নিন ৫ লক্ষ টাকা।

এখন আপনি ওয়েবসাইটে প্রবেশ করুন। তাহলে আপনার সামনে একটি পেইজ চলে আসবে সেখান থেকে স্ক্রোল করে নিচে নামলে ‘Login’ নামে একটি অপশন দেখতে পাবেন। এখন আপনার যদি একাউন্ট থাকে তাহলে ব্যবহারকারী নাম, পাসওয়ার্ড এবং ক্যাপচা পূরন করে login করে নিন। আর যদি একাউন্ট না থাকে তাহলে ‘নিবন্ধন করুন’ অপশন ক্লিক করুন। 

আনঅফিসিয়াল মোবাইল ফোন চেক করার নিয়ম ২০২৪

নিবন্ধন করুন অপশনে ক্লিক করার পর আপনার সামনে অনেক গুলো অপশন চলে আসবে। যেমন:

  • ব্যবহারকারী নাম
  • মোবাইল নম্বর
  • জাতীয় পরিচয়পত্র শেষ চার সংখ্যা
  • পাসওয়ার্ড
  • পাসওয়ার্ড নিশ্চিত করণ ও
  • ক্যাপচা

এখন আপনি আপনার ডকুমেন্ট দিয়ে উপরোক্ত সকল তথ্য সঠিকভাবে পূরণ করুন। তারপর নিচে থেকে আবারও‘নিবন্ধন করুন’ অপশন ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী অপশনে নিয়ে যাবে। সেখানে আপনার মোবাইল নম্বরে আসা ভেরিফিকেশন কোড বসিয়ে দিন। তাহলে আপনার একাউন্ট তৈরি হয়ে যাবে। 

 

আনঅফিসিয়াল মোবাইল ফোন চেক করুন

এখন আপনি Username এবং password দিয়ে একাউন্ট login করে নিন। তাহলে আপনার সামনে তিনটি অপশন চলে আসবে। যেমন:

  • হ্যান্ডসেটের IMEI বাচাই করুন
  • নিখোঁজ এবং চুরি
  • নিখোঁজ এবং পাওয়া

এখন আপনি ‘হ্যান্ডসেটের IMEI বাচাই করুন’ অপশন ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী অপশনে নিয়ে যাবে। সেখানে‘হ্যান্ডসেটের IMEI স্ট্যাটাস’ নামে একটি অপশন দেখতে পাবেন। সেখানে আপনি আপনার মোবাইল IMEI নম্বরটি বসিয়ে ‘অনুসন্ধান অপশন’ ক্লিক করুন। 

অনলাইনে আনঅফিসিয়াল মোবাইল ফোন চেক করার নিয়ম

তাহলে নিচে ‘আপনার IMEI নম্বরটি NEIR ওয়েবসাইটে রেজিস্টার করা আছে কিনা দেখতে পাবেন। যদি রেজিস্ট্রেশন করা থাকে তাহলে আপনার চিন্তার কোন কারন নেই। আপনার মোবাইলটি বৈধ এবং BTRC ডাটা বেজে রেজিস্টার রয়েছে।

আর যদি লাল চিহ্ন অথবা লেখা আসে যে আপনার মোবাইল রেজিস্টার করা নেই। তাহলে আপনার মোবাইলটি অবৈধ এবং নেটওয়ার্ক বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া যে সকল মোবাইল BTRC ডাটা বেজে রেজিস্টার নেই, সেই সকল মোবাইল সিমে নেটওয়ার্ক সাপোর্ট করবে না।

আপনি চাইলে Wifi ব্যবহার করে মোবাইল ব্যবহার করতে পারবেন। তাছাড়া তারা যে মোবাইল গুলো রেজিস্টার করা নেই সেই সকল মোবাইল রেজিস্টার করার সুযোগ দিতে পারে। কিন্তু এখনও এ নিয়ে কোন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। যদি কোন আপডেট দেওয়া হয় তাহলে তা সবার আগে আমাদের ওয়েবসাইটে জানতে পারবেন। তাই সব সময় আমাদের সাথেই থাকুন।

আশা করি, আর্টিকেলটি পড়ে আপনি খুব সহজে আনঅফিসিয়াল মোবাইল ফোন চেক করতে পারবেন। এরকম আরোও দরকারি কনটেন্ট পেতে চোখ রাখুন kothabarta24.com ওয়েবসাইটে। ধন্যবাদ!

1 thought on “আনঅফিসিয়াল মোবাইল ফোন চেক করার নিয়ম ২০২৪”

Leave a Comment