HomeE-Serviceঅনলাইনে ১০০ টাকায় খতিয়ান সার্টিফাইড কপি উত্তোলন ২০২৪

অনলাইনে ১০০ টাকায় খতিয়ান সার্টিফাইড কপি উত্তোলন ২০২৪

অনলাইনে ১০০ টাকায় খতিয়ান সার্টিফাইড কপি উত্তোলন সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। এখন থেকে খতিয়ান উত্তোলন করার জন্য আপনাকে বারবার ভূমি অফিসে দৌড়াদৌড়ি করতে হবে না। ভূমি সেক্টর ডিজিটাল হওয়ার কারণে এখন অনেক কাজ সহজ হয়েছে। এখন আপনি চাইলে ঘরে বসে অনলাইনের মাধ্যমে মোবাইল ব্যাংকিং সাহায্যে ১০০ টাকা পেমেন্ট করে খতিয়ান সার্টিফাইড কপি উত্তোলনের জন্য আবেদন করতে পারবেন।

তাছাড়াও সেই খতিয়ানের অনলাইন কপি, সার্টিফাইড কপি কুরিয়ার সার্ভিস অথবা ডাক যোগাযোগের মাধ্যমে গ্রহণ করতে পারবেন। আজকের পোস্টে আলোচনা করব কিভাবে ঘরে বসে অনলাইনে ১০০ টাকায় খতিয়ান সার্টিফাইড কপি উত্তোলন করতে পারবেন। 

 

অনলাইনে ১০০ টাকায় খতিয়ান সার্টিফাইড কপি উত্তোলন

অনলাইনে ১০০ টাকায় খতিয়ান সার্টিফাইড কপি উত্তোলনের জন্য প্রথমে আপনার মোবাইল কিংবা কম্পিউটার ডাটা সংযোগ চালু করুন। তারপর মোবাইল কিংবা কম্পিউটারের যে কোন একটি ব্রাউজার ওপেন করুন এবং সার্চ অপশন eporcha লিখে সার্চ করুন। এখন সার্চ রেজাল্ট এর আশা ওয়েবসাইটে প্রবেশ করুন। তাহলে আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে। যেমন:

  • নির্দেশিকা 
  • সার্ভে খতিয়ান 
  • নামজারি খতিয়ান 
  • মৌজা ম্যাপ 
  • আবেদনের অবস্থা

অনলাইনে ১০০ টাকায় খতিয়ান সার্টিফাইড কপি উত্তোলন ২০২৪

এখন আপনি সার্ভে খতিয়ান/নামজারি খতিয়ান যেকোনো একটি সিলেক্ট করুন। উদাহরণস্বরূপ, আপনি নামজারি খতিয়ান সিলেক্ট করলেন। এখন প্রথমে অপশনে আপনি আপনার বিভাগ, জেলা এবং উপজেলা সিলেক্ট করুন। এখন নিচে মৌজা নামে একটি অপশন দেখতে পাবেন সেখানে আপনি কোন মৌজার খতিয়ান উত্তোলন করতে চান সেটি সিলেক্ট করুন। উদাহরণস্বরূপ, আপনি ‘চকপাড়া’ সিলেক্ট করলেন।

আরোও পড়ুন: মৌজা ম্যাপ ডাউনলোড করার উপায় ২০২৪

তাহলে পাশের অপশনে ‘খতিয়ানের নং’ একটা অপশন দেখতে পাবেন। এখন আপনার কাছে যদি খতিয়ান নং থেকে থাকে তাহলে সেটি দিয়ে সার্চ করলে সাথে সাথে পেয়ে যাবেন। এবং খতিয়ান নং যদি না থাকে তাহলে এখানে চকপাড়া নামজারি খতিয়ান সকল কিছু দেখতে পাবেন। এখন আপনার খতিয়ান নামটি সিলেক্ট করুন। তাহলে আপনার সামনে একটি পেইজ ওপেন হবে। সেখানে আপনার খতিয়ানের বিস্তারিত সকল তথ্য দেখতে পাবেন। 

এখন আপনি চাইলে নিচে ‘খতিয়ান আবেদন’ করুন অপশনে ক্লিক করে খতিয়ানের জন্য আবেদন করতে পারবেন। এখন খতিয়ানের জন্য আবেদন করুন অপশনে ক্লিক করলে আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে। যেমন:

  • উপজেলা/সার্কেল 
  • মৌজা 
  • খতিয়ান নং 
  • জাতীয় পরিচয় পত্র নং (ইংরেজি) 
  • জন্ম তারিখ 
  • নাম (ইংরেজি) জাতীয় পরিচয়পত্র অনুযায়ী 
  • মোবাইল নম্বর এবং 
  • ক্যাপচা

অনলাইনে ১০০ টাকায় খতিয়ান সার্টিফাইড কপি উত্তোলন ২০২৪

উপরিক্ত সকল তথ্য সঠিকভাবে পূরণ করুন। ভূল হলে আপনার আবেদনটি রিজেক্ট করে দিবে এবং অনলাইনের মাধ্যমে খতিয়ান উত্তোলন করতে পারবেন না। এখন সঠিকভাবে সকল তথ্য এবং ক্যাপচাটি সঠিকভাবে পূরণ করা হয়ে গেলে ‘যাচাই করুন’ অপশনে ক্লিক করুন। তাহলে লেখা আসবে আপনার জাতীয় পরিচয় পত্র যাচাই হয়েছে। এখন নিচে আপনার ইমেইল এবং ঠিকানা দিন তারপর আবেদনের ধরন অপশনে দুটি অপশন দেখতে পাবেন। যেমন:

  • অনলাইন কপি 
  • সার্টিফাইট

এখন আপনি অনলাইন কপি অপশনে ক্লিক করলে আপনার অনলাইন কপিটি দেখতে পারবেন। কিন্তু আপনি এই অনলাইন কপিটি কোন কাজে ব্যবহার করতে পারবেন না। এর জন্য আপনার প্রয়োজন হবে সার্টিফাইট কপি। এখন আপনি সার্টিফাইট কপি অপশন সিলেক্ট করুন। সেখানে দুটি অপশন দেখতে পাবেন। যেমন: 

  • অফিস কাউন্টার এবং 
  • ডাকযোগ

এখন আপনি যদি অফিস কাউন্টার অপশন সিলেক্ট করেন তাহলে আপনাকে ভূমি অফিসে গিয়ে খতিয়ানটি আনতে হবে। এবং ডাগযোগ মাধ্যমে নিতে চাইলে ডাকযোগ সিলেক্ট করে সেখানে আপনার ঠিকানাটা দিয়ে দিলে ডাকযোগ মাধ্যমে খতিয়ানটি আপনার কাছে চলে আসবে।

আপনি চাইলে দেশের বাইরেও ডাকযোগের মাধ্যমে এই খতিয়ানটি নিতে পারবেন। এখন আপনি যদি দেশের বাইরে থেকে নিতে চান তাহলে সেবা প্রদানের স্থল অপশনে ‘দেশের বাইরে’ সিলেক্ট করে দেশের নামটি সিলেক্ট করুন। তাহলে আপনার দেওয়া ঠিকানা অনুযায়ী ডাকযোগের মাধ্যমে খতিয়ানটি চলে যাবে। আর দেশের ভিতরে থাকলে ‘দেশের অভ্যন্তরে’ সিলেক্ট করুন। এখন নিচে সেবা প্রদানের তথ্যদি দিয়ে অপশনে আপনার কত টাকা খরচ এবং সময় লাগবে সেটা দেখতে পারবেন। যেমন:

  • প্রদানের সময়সীমা ৭দিন
  • সম্ভাব্য প্রদানের তারিখ ১৮/০১/২০২৪
  • খতিয়ান ফি ১০০টাকা
  • পোস্ট ফি ৪০ টাকা 
  • মোট ফি ১৪০ টাকা 

খতিয়ান সার্টিফাইড কপি উত্তোলন ২০২৪

অনলাইনে ১০০ টাকায় খতিয়ান সার্টিফাইড কপি উত্তোলন ফি পরিশোধ

এখন নিচে ফি পরিশোধ করার জন্য অনেকগুলো অপশন দেখতে পাবেন। যেমন:

  • বিকাশ 
  • রকেট 
  • নগদ 
  • উপায় 
  • Ekpay

এখন আপনি আপনার পছন্দ অনুযায়ী যেকোনো একটি পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করুন। উদাহরণস্বরূপ, আপনি বিকাশ সিলেক্ট করলেন। তারপর নিচে যোগফল ক্যাপচাটি পূরণ করে ‘পরবর্তী ধাপ (ফি পরিশোধ)’ অপশনে ক্লিক করুন। তারপরে আপনার বিকাশ মোবাইল নম্বরটি দিয়ে :পরবর্তী’ অপশনে ক্লিক করুন। 

তাহলে আপনার মোবাইল একটি ভেরিফিকেশন কোড অথবা OTP যাবে। সেটি বসে আবারও ‘পরবর্তী’ অপশন ক্লিক করে বিকাশের পিন দিয়ে পেমেন্ট সম্পন্ন করুন। ফি পরিশোধ করা হয়ে গেলে আপনার আবেদনটি সাবমিট হয়ে যাবে। এবং আবেদনটি সাবমিট হওয়ার ৫ থেকে ৭ কর্ম দিবসের মধ্যে ডাক যোগাযোগের মাধ্যমে খতিয়ানের সার্টিফাইড কপিটি আপনার ঠিকানায় ডেলিভারি হয়ে যাবে।

আশা করি বুঝাতে পেরেছি কিভাবে কিভাবে অনলাইনে ১০০ টাকায় খতিয়ান সার্টিফাইড কপি উত্তোলন আবেদন করব ও সংগ্রহ করবেন। এরকম আরোও গুরুত্বপূর্ণ কনটেন্ট পেতে চোখ রাখুন Kothabarta24 ওয়েবসাইটে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular posts

My favorites