মৌজা ম্যাপ ডাউনলোড সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। একটা সময় ছিল যখন মৌজা ম্যাপ উত্তোলন করা জন্য বিভিন্ন সময়ে ভূমি অফিসে যেতে হতো এবং বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হতো। কিন্তু ভূমি সেক্টর ডিজিটাল হওয়ার কারনে অনেক কাজ সহজ হয়ে গিয়েছে এবং ঘরে বসে অনলাইনে মাধ্যমে করা যাচ্ছে। আজকের পোস্টে আমরা আলোচনা করব কিভাবে অনলাইনে মাধ্যমে মৌজা ম্যাপ ডাউনলোড করা যায়।
মৌজা ম্যাপ ডাউনলোড করার উপায়
Mouza map ডাউনলোড করার জন্য প্রথমে আপনার মোবাইল কিংবা কম্পিউটার ডাটা সংযোগ চালু করুন। তারপর মোবাইল কিংবা কম্পিউটারে থাকা যেকোনো একটি ব্রাউজার ওপেন করুন এবং সার্চ বারে land.gov.bd লিখে সার্চ করুন অথবা এখানে ক্লিক করুন। তাহলে আপনাকে মৌজা ম্যাপ ওয়েবসাইটে নিয়ে যাবে। সেখানে অনেক গুলো অপশন দেখতে পাবেন। যেমন:
- নামজারি ভূমি মন্ত্রণালয়
- ভূমি উন্নয়ন কর
- স্মার্ট ভূমি রেকর্ড ও ম্যাপ
- স্মার্ট ভূমি নকশা
- মর্টগেজ তথ্য যাচাই এবং
- স্মার্ট ভূমি পিডিয়া
এখন ‘স্মার্ট ভূমি রেকর্ড ও ম্যাপ’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে eporcha.gov.bd ওয়েবসাইটে নিয়ে যাবে। সেখানে আপনি অনেক গুলো অপশন দেখতে পাবেন। যেমন:
- নির্দেশিকা
- সার্ভে খতিয়ান
- নামজারি খতিয়ান
- মৌজা ম্যাপ
- আবেদনের অবস্থা
আরোও পড়ুন: অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্স আবেদন A to Z
এখন আপনি চাইলে নির্দেশনা অপশন ক্লিক করে নির্দেশনা গুলো দেখতে পাবেন। তাছাড়া সকল অপশনে ক্লিক করে সকল তথ্য দেখতে পারবেন। এখন থেকে আপনি চাইলে সার্ভে খতিয়ান এবং নামজারি খতিয়ান অনলাইনের মাধ্যমে ১০০ টাকার বিনিময়ে ডাক যোগাযোগের মাধ্যমে নিতে পারবেন এবং মোবাইল মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।
এখন মৌজা ম্যাপ ডাউনলোড করার জন্য ‘মৌজা ম্যাপ’ অপশন ক্লিক করুন। তাহলে আপনার সামনে একটি পেইজ চলে আসবে। এখন প্রথমে ‘বিবরণ অপশন’ থেকে আপনি যে বিভাগের মৌজা ম্যাপ ডাউনলোড করতে চাচ্ছেন সেই বিভাগটি সিলেক্ট করুন। তারপর ক্রমান্বয়ে বাকি তথ্যগুলো সিলেক্ট করে নিন যেমন:
- জেলা
- উপজেলা
- সার্ভে টাইপ
- মৌজা
- সিটি নং
উপরের সকল তথ্য সঠিকভাবে সিলেক্ট করা হয়ে গেলে সিটি নং এ আপনার মৌজা ম্যাপটি দেখতে পাবেন। এখন আপনার সৌজা ম্যাপ গুলোর উপরে দুইবার ক্লিক করলে আপনার সামনে মৌজা ম্যাপ পেইজ চলে আসবে।
মৌজা ম্যাপ সার্টিফাইড কপি ডাউনলোড
এখন আপনাকে Certified copy মৌজা ম্যাপ ডাউনলোড করার জন্য আবেদন করতে হবে। সেজন্য ‘আবেদন করুন’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনার সামনে একটি ফর্ম চলে আসবে। যেমন:
- জাতীয় পরিচয়পত্রের নম্বর
- জন্ম তারিখ
- মোবাইল নম্বর
- নাম জাতীয় পরিচয়পত্র অনুযায়ী (ইংরেজি)।
সকল তথ্য সঠিকভাবে পূরণ করা হয়ে গেলে ‘যাচাই করুন’ অপশনে ক্লিক করুন। তাহলে লেখা আসবে আপনার NID card যাচাই করা হয়ে গেছে এখন নিচে যোগফল অপশন থেকে যোগফল করুন। এখন নিচে আপনার ঠিকানা এবং ইমেইল (অপশোনাল) দিয়ে দিন । এখানে ঠিকানা অপশন আপনার ঠিকানা না আসলে আপনার ঠিকানা দিয়ে দিন। যে ঠিকানায় আপনি আপনার মৌজ ম্যাপটি নিতে চাচ্ছেন।
তারপর নিচে ‘সাটিফাইট কপি’ অপশন আপনি ডাকযোগ সিলেক্ট করুন। কারন মৌজ ম্যাপ অফিসে গিয়ে কালেক্ট করতে পারবেন না। এটিকে ডাকযোগে সংগ্রহ করতে হবে। এখন নিচে সেবা প্রদানের স্থান অপশনে দুটি অপশন দেখতে পাবেন। যেমন:
- দেশের অভ্যন্তরে
- দেশের বাহিরে
এখন আপনি দেশের ভিতরে থাকলে ‘দেশের অভ্যন্তরে’ সিলেক্ট করুন আর দেশের বাহিরে থাকলে ‘দেশের বাহিরে’ অপশন সিলেক্ট করুন এবং যে দেশে আছেন সেই দেশটি সিলেক্ট করুন।
মৌজা ম্যাপ পেমেন্ট করার উপায়
মৌজা ম্যাপ পেমেন্ট করার জন্য এখন আপনি ‘সেবা প্রদানের তথ্যদি’ অপশনে মৌজা ম্যাপ জন্য কত টাকা খরচ হবে সেটি দেখতে পাবেন। যেমন:
- ম্যাপ ফি ৫২০ টাকা
- পোস্ট টি ১১০ টাকা
- মোট ফি ৬৩০ টাকা
এখন আপনি নিচে পেমেন্ট করার জন্য অনেক গুলো অপশন দেখতে পাবেন। যেমন:
- বিকাশ
- নগদ
- রকেট
- উপায়
- ekpay
আপনি আপনার পছন্দ অনুযায়ী পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করুন। উদাহরণ স্বরূপ, আপনি বিকাশ সিলেক্ট করলেন। তারপর নিচে যোগফল (ক্যাপচাটি) দিয়ে দিন। এখন উপরের সকল তথ্য সঠিক থাকলে পরবর্তী ধাপ (ফি পরিশোধ) অপশন ক্লিক করুন। তাহলে পেমেন্ট গেটওয়ে চলে আসবে সেখান বিকাশ নম্বর দিয়ে পরবর্তী অপশনে ক্লিক করুন।
তাহলে আপনার নম্বরে একটি ভেরিফিকেশন কোড যাবে। সেটি বসিয়ে ‘পরবর্তী ধাপ (ফি পরিশোধ)’ অপশনে ক্লিক করুন। তারপর আপনার বিকাশ একাউন্টের পিন নম্বর দিয়ে দিন। তাহলে আপনার পেমেন্ট সম্পূর্ন হয়ে যাবে এবং আপনার আবেদনটি সম্পন্ন হয়ে যাবে।
আবেদনটি দাখিল হয়ে যাওয়ার পর ৬/৭ কর্মদিবসের মধ্যে আপনার মৌজা ম্যাপটি আপনার কাছে ডাকযোগে চলে যাবে। এখন আপনি যদি এর ভিতরে আবেদন সর্বশেষ অবস্থা দেখতে চান তাহলে উপর থেকে ‘আবেদনের অবস্থা’ অপশন ক্লিক করে আবেদনের রেফারেন্স নম্বর দিয়ে অনুসন্ধান অপশন ক্লিক করুন। তাহলে আপনার আবেদনের সর্বশেষ অবস্থা দেখতে পাবেন।
আশা করি, আর্টিকেলটি পড়ে আপনি অনলাইনে মৌজা ম্যাপ ডাউনলোড সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। এরকম আরোও গুরুত্বপূর্ণ কনটেন্ট পেতে চোখ রাখুন kothabarta24.com ওয়েবসাইটে।
[…] আরোও পড়ুন: মৌজা ম্যাপ ডাউনলোড করার উপায় ২০২৪ […]
[…] আরোও পড়ুনঃ মৌজা ম্যাপ ডাউনলোড করার উপায় […]