পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করবেন যেভাবে ২০২৪

পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। আমাদের ভিতরে অনেকেই আছে যাদের বিভিন্ন সময়ে বিভিন্ন কাজে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রয়োজন হয়। কিন্তু আমার অনেকেই জানিনা কিভাবে অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য আবেদন করতে হয়। 

আজকের পোস্টে আমরা আলোচনা করব কিভাবে অনলাইনে মাধ্যমে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট জন্য আবেদন করতে হয় এবং কি কি ডকুমেন্টস লাগবে। কত টাকা লাগবে এবং কিভাবে পেমেন্ট করতে হবে। সকল বিষয়ে আলোচনা করবো আজকের পোস্টে।

 

পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করার নিয়ম

অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করার জন্য প্রথমে আপনার মোবাইল কিংবা কম্পিউটার থেকে ডাটা সংযোগ চালু করুন। তারপর মোবাইল কিংবা কম্পিউটারে থাকা যেকোনো একটি ব্রাউজার ওপেন করুন এবং সার্চ অপশনে Police Clearnce লিখে সার্চ করুন। এখন সার্চ রেজাল্টে আসা প্রথম ওয়েবসাইটে প্রবেশ করুন। তাহলে আপনার সামনে একটি পেইজ চলে আসবে সেখান থেকে Registration অপশনে ক্লিক করুন। তাহলে আপনার সামনে একটি ফ্রম চলে আসবে। যেমন: 

  • Name
  • Email Address 
  • Mobile Number
  • NID Number
  • Password
  • Confirm password এবং 
  • Captcha

এখন আপনি উপরিক্ত সকল তথ্য সঠিকভাবে পূরণ করা হয়ে গেলে Confirm অপশনে ক্লিক করুন। তাহলে আপনার সামনে একটি পেইজ ওপেন হবে এবং আপনার দেওয়া Email Address একটি ভেরিফিকেশন লিংক যাবে।

পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করার নিয়ম

এখন মেইলটি Open করে Verify অপশনে ক্লিক করুন। তাহলে আপনার ভেরিফাই সম্পন্ন হবে। একাউন্ট Verify করার পরে ওয়েবসাইটে ফিরে এসে My account অপশনে ক্লিক করুন।

তারপর Username এবং Password দিয়ে একাউন্ট Login করুন। তাহলে আপনাকে পরবর্তী অপশনে নিয়ে যাবে। সেখানে আপনার Name, mobile Number, Email Address এবং NID Number ইত্যাদি সকল তথ্য দেখতে পাবেন। 

আরোও পড়ুন: ফ্রি লটারী খেলে টাকা ইনকাম করার অ্যাপ বিকাশ পেমেন্ট 

তার ডানপাশে কিছু নিদর্শনাবলী দেওয়া আছে এখন আপনি চাইলে সেগুলো দেখতে পারেন। এখন পুলিশ ক্লিয়ারেন্স জন্য আবেদন করার জন্য Apply অপশন ক্লিক করুন। তাহলে আপনার সামনে আবার ও একটি নতুন ফ্রম চলে আসবে। সেখানে আপনাকে সিলেক্ট করতে হবে কি জন্য আপনি পুলিশ ক্লিয়ারেন্স জন্য আবেদন করতে চাচ্ছেন। সেখানে আপনি দুটি অপশন দেখতে পাবেন। যেমন:

  • Go abroad
  • Other 

পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করার কারণ

উদাহরণ স্বরূপ, আপনি Go abroad অপশন ক্লিক করুন। তারপর নিচে Country of Travel অপশন সিলেক্ট করুন। এখানে আপনি যে দেশে যেতে চাচ্ছেন সেটি সিলেক্ট করুন। তারপর পরবর্তী অপশনে আপনাকে Personal Information দিতে হবে। যেমন: 

  • Passport Number
  • Issuing Country 
  • Issue Date
  • Issue place
  • Expire date
  • Mobile Number
  • Email Address
  • NID
  • Full Name
  • Father’s/ Husband name 
  • Relation
  • Mother’s Name
  • Date of Birth
  • Salutation
  • জাতীয় পরিচয়পত্রের স্ক্যান কপি
  • পাসপোর্ট স্ক্যান কপি ও
  • ১ কপি ছবি Photo size (Maximum 150 kb)

উপরিক্ত সকল তথ্য সঠিকভাবে পূরণ করা হয়ে গেলে Save & Next অপশন ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী অপশনে নিয়ে যাবে সেখানে 3 টি Address দিতে হবে। প্রথমে Emergency contact address (পাসপোর্ট অনুযায়ী) যেমন: 

  • জেলা 
  • থানা
  • পোস্ট অফিস
  • পোস্ট কোড
  • গ্রাম/মৌজা
  • রোড
  • হোল্ডিং নম্বর 

 

স্থায়ী কনটাক্ট এড্রেস (পাসপোর্ট অনুযায়ী)

  • জেলা 
  • থানা
  • পোস্ট অফিস
  • পোস্ট কোড
  • গ্রাম/মৌজা
  • রোড
  • হোল্ডিং নম্বর 

 

পুলিশ ক্লিয়ারেন্স আবেদন বর্তমান ঠিকানা 

  • জেলা 
  • থানা
  • পোস্ট অফিস
  • পোস্ট কোড
  • গ্রাম/মৌজা
  • রোড
  • হোল্ডিং নম্বর 

উপরের সকল তথ্য সঠিকভাবে পূরণ করে একটু নিচে গেলে Delivery type দেখতে পাবেন। সেখান থেকে দুই ধরনের ডেলিভারি ধরন নির্বাচন করতে পারবেন। একটি হচ্ছে জেলা ভিত্তিক SP অফিস অপরটি থানা। এখন যেকোন একটি বেছে নিয়ে নিচে থেকে Save and Continue বাটনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাওয়া হবে। 

 

পুলিশ ক্লিয়ারেন্স ডকুমেন্ট সংযুক্তিকরণ 

এ পর্যায়ে আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করার জন্য কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সংযুক্ত করতে হবে সেগুলো হলো:

  • পাসপোর্ট (আবশ্যক)
  • জাতীয় পরিচয় পত্র
  • জন্ম নিবন্ধন সনদ
  • ওয়ার্ড কাউন্সিলর সার্টিফিকেট এবং
  • আনুষাঙ্গিক ডকুমেন্ট

ডকুমেন্টগুলো আপলোড করার জন্য ডকুমেন্ট এর সাথে থাকা Add বাটনে ক্লিক করে আপনার ডিভাইস থেকে এক এক করে আপলোড করে দিন। সবগুলো আপলোড হওয়ার পর Save & continue বাটনে ক্লিক করুন। তাহলে পরবর্তী ধাপে চলে আসবেন এবং সেখানে আরোও একবার আপনার দেওয়া সকল তথ্য প্রদর্শিত হবে। 

সবগুলো তথ্য ভালোভাবে যাচাই করে নিন। যদি কোন ভুল থাকে Back এ গিয়ে ঠিক করে আসুন। আর যদি সব ঠিক থাকে তাহলে Final submit বক্সটিতে টিক চিহ্ন দিয়ে confirm অপশন ক্লিক করুন। তাহলে আপনাকে পেমেন্ট অপশনে চলে আসবেন।

পুলিশ ক্লিয়ারেন্স আবেদন

পুলিশ ক্লিয়ারেন্স পেমেন্ট পরিশোধ করার নিয়ম

এখন আপনাকে পেমেন্ট করতে হবে। তারজন্য 1. Number অপশন থেকে Click অপশন ক্লিক করুন। তাহলে আপনার সামনে নতুন একটি পেইজ আসবে। সেখানে Sonali Payment Gateway চলে আসবে। আপনার পছন্দের গেটওয়ে সিলেক্ট করুন। যেমন: Sonali Bank, Cards ও Mobile Banking। আপনি আপনি যদি বিকাশ, রকেট, নগদ বা উপায় এ পেমেন্ট করতে চান তাহলে Mobile banking সিলেক্ট করুন। তাহলে আপনি অপশন গুলো পেয়ে যাবেন। 

আরোও পড়ুন: অনলাইনে বাস অগ্রিম বাস টিকিট কাটার নিয়ম

এখন আপনার পছন্দ অনুযায়ী একটি Getway বেছে নিন। উদাহরণ স্বরূপ, আপনি বিকাশ সিলেক্ট করলেন। তাহলে এখন আপনার বিকাশ একাউন্ট নম্বর দিয়ে Confirm অপশন ক্লিক করুন। আপনার নম্বর একটি ভেরিফিকেশন কোড যাবে। সেটি বসিয়ে আবার ও Confirm অপশন ক্লিক করুন। তাহলে আপনাকে ৫০৫ টাকা পেমেন্ট করতে হবে সেটি দেখাবে। এখন আপনার বিকাশ পিন দিয়ে কনফর্ম করলে পেমেন্ট সম্পন্ন হয়ে যাবে।

পুলিশ ক্লিয়ারেন্স আবেদন পত্র ডাউনলোড

পেমেন্ট করার সাথে সাথে আপনার সামনে একটি পেইজ চলে আসবে। সেখানে Download voucher অপশন দেখতে পাবেন সেটিতে ক্লিক করুন। চালান কপিটি ডাউনলোড করে নিন।

চালান কপিটি যদি সরাসরি ডাউনলোড না হয় তাহলে আপনার Challan No কপি করে উপর থেকে Achallan search অপশনে ক্লিক করে Search অপশনে Challan No পেস্ট করে সার্চ করুন। তাহলে আপনার চালান কপি চলে আসবে। সেখান থেকে চালান কপিটি উডাউনলোড করে নিন। 

পুলিশ ক্লিয়ারেন্স Challan copy download

এ পর্যায়ে আপনাকে চালান কপি আপলোড করতে হবে। চালান কপি আপলোড করার জন্য একবার Back এ ফিরে আসুন। তারপর ৩ নম্বর অপশন থেকে Click অপশনে ক্লিক করুন। তাহলে আপনার সামনে একটি পেইজ চলে আসবে সেখান অনেক গুলো অপশন দেখতে পাবেন। যেমন:

  • Bank Name
  • District
  • Branch
  • Challan Date
  • Challan no
  • Payee

সকল তথ্য সঠিকভাবে পূরণ করা হয়ে গেলে Choose file এ ক্লিক করে আপনার Challan কপি আপলোড করে Submit অপশন ক্লিক করুন। তাহলে দেখতে পাবেন আপনার সকল ডকুমেন্ট সাবমিট হয়ে গেছে। 

পুলিশ ক্লিয়ারেন্স ডকুমেন্ট আপলোড

এখন আপনি finish অপশনে ক্লিক করুন। তাহলে আপনার আবেদনটি সাবমিট হয়ে যাবে। নিচে আপনার আবেদন রেফারেন্স নম্বর, পাসপোর্ট নম্বর এবং মোবাইল নাম্বার ইত্যাদি সকল ডকুমেন্ট দেখতে পাবেন। এবং current status অপশন দেখতে পাবেন। আপনার বর্তমান status কি রয়েছে এবং আপনার সকল ডকুমেন্ট রেডি হয়ে গেলে delivery date অপশন চলে আসবে। 

পুলিশ ক্লিয়ারেন্স স্টাটার্স চেক

এছাড়াও যদি কোন সমস্যা হয় এবং কোন Action নেওয়া লাগে তাহলে Action অপশনে সেটি দেখতে পাবেন। এখন আপনার আবেদনটি সম্পূর্ণ তৈরি হয়ে গেলে আপনাকে SMS এর মাধম্যে ডেলিভারি আপডেট জানিয়ে দেওয়া হবে। সেই ডেটে গিয়ে আপনার থানা থেকে আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটি সংগ্রহ করতে পারবেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment