কোরিয়া লটারি আবেদন করার নিয়ম, কিভাবে পেমেন্ট করবেন, কি কি ডকুমেন্ট লাগবে এ বিষয়ে বিস্তারিত জানুন আজকের পোস্টে। সম্পূর্ন আর্টিকেলটি পড়ার অনুরোধ রইল।
কোরিয়া লটারি আবেদন করার শর্ত সমূহ
আপনাদের ভিতরে অনেকেই কোরিয়া যেতে চাচ্ছেন। কিন্তু অনেকেই জানেন না কিভাবে অনলাইনের মাধ্যমে কোরিয়া লটারি আবেদন করতে হয়। কারা কারা আবেদন করতে পারবে। কোরিয়া লটারি আবেদনের শর্ত গুলো কি কি। তাই চলুন শুরুতে জেনে নেওয়া যাক কোরিয়া লটারি জন্য আবেদন করতে হলে আপনাকে কি কি শর্ত মানতে হবে। যেমন:
- কোরিয়ান ভাষা দক্ষতা থাকতে হবে।
- শিক্ষাগত যোগ্যতা SSC/ সমমান
- বয়স সীমা সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩৯ বছর।
- পাসপোর্ট এর মেয়াদ কমপক্ষে ৬ মাস থাকতে হবে।
- পাসপোর্ট ও জাতীয় পরিচয় পত্রের তথ্যের সঙ্গে আবেদনকারীর নাম ও জন্ম তারিখ এবং ছবির যাথাযথ মিল থাকতে হবে।
- আচার-আচরণ, পোশাক-পরিচ্ছদ ও কথোপকথনে অবশ্যই মার্জিত স্বাভের হতে হবে।
- 3D(নোংরা, কঠিন এবং ঝুকিপূর্ণ) কাজ করার আগ্রহ থাকতে হবে।
- কালার Blindness বা রং বোঝার সক্ষমতা থাকতে হবে
- খারাপ নেশায় আসক্ত/মাদকাসক্ত/সিফিলিস শনাক্ত ব্যক্তিগণ আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবেন।
- ফৌজদারি মামলা অপরাধের জেলে বা অন্য কোনো শাস্তি প্রাপ্ত ব্যক্তিগণ আবেদনে অযোগ্য বলে বিবেচিত হবেন।
- দক্ষিণ কোরিয়ায় বর্তমানে অবৈধভাবে অবস্থানকারিগণ ব্যক্তিগণ অযোগ্য বলে বিবেচিত হবেন।
- দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আছে এমন ব্যক্তিগণ আবেদন করতে পারবে না।
- সর্বশেষ E-9/E10 ভিসায় কোরিয়াতে ৫ বছরের বেশি অবস্থানকারি ব্যক্তিগণ আবেদনে অযোগ্য বলে বিবেচিত হবেন।
এখন উপরে উল্লেখিত শর্তাবলী আপনার সাথে মিলে কি না অথবা আপনি শর্তগুলো মানতে পারবেন কি না তা ভালোভাবে পড়ে বুঝে নিন।
উপরে উল্লেখিত শর্তাবলী গুলো থেকে আপনি যদি কোনো একটি শর্ত পরিপূর্ণ না করেন তাহলে আপনি আবেদন করবেন না। কারন: বোয়েসেল থেকে বলা হয়েছে, যদি কোন অযোগ্য ব্যক্তি আবেদন করে এবং পরবর্তীতে যদি সেটি প্রমাণিত হয়। তাহলে তার বিরুদ্ধে আইনানক ব্যবস্থা নিতে পারে বোয়েসেল।
কোরিয়া লটারি আবেদন করতে রেজিস্ট্রেশন ফি আপনাকে ৫০০ টাকা বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে হবে। আজকের পোস্টে আমরা আলোচনা করব কিভাবে হাতে থাকা স্মার্ট ফোনটি ব্যবহার করে অনলাইনের মাধ্যমে কোরিয়া লটারির জন্য আবেদন করতে হয়।
অনলাইনে কোরিয়া লটারি আবেদন পেমেন্ট সম্পন্ন করুন
কোরিয়া লটারি আবেদন করার জন্য সর্বপ্রথম আপনাকে পেমেন্ট করতে হবে। সেজন্য আপনার মোবাইল অথবা কম্পিউটারে থাকা Google Play Store অ্যাপ প্রবেশ করুন। তারপর search অপশনে ‘Bkash’ লিখে সার্চ করুন। এখন সার্চ রেজাল্ট আশা Bkash অ্যাপটি Install করুন। তারপর অ্যাপটি সম্পূর্ন Install হওয়ার পরে রেজিস্ট্রেন করুন। তারপর বিকাশ অ্যাপলিকেশনের ভিতরে প্রবেশ করুন তাহলে আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে। যেমন:
- সেন্ড মানি
- মোবাইল রিচার্জ
- ক্যাশ আউট
- পেমেন্ট
- অ্যাড মানি
- পে বিল
- সেভিংস
- লোন
- রিকুয়েস্ট মানি
- বিকাশ টু ব্যাংক
- এডুকেশন ফি
- মাইক্রোফাইন্যাস্ন
- রেমিটেন্স
- বিনিময় এবং
- বাংলা QR
এখন আপনি ‘এডুকেশন ফি’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনার সামনে আবার ও অনেকগুলো অপশন চলে আসবে। সেখান থেকে ‘BOESL ট্রেনিং’অপশন ক্লিক করুন। তারপর ‘পাসপোর্ট নম্বর দিন’ ঘরে আপনার পাসপোর্ট নম্বরটি সঠিকভাবে বসিয়ে ‘পে করতে এগিয়ে যান’ লেখাটিতে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী অপশনে নিয়ে যাবে।
সেখানে আপনি দেখতে পাবেন আপনাকে কত টাকা পেমেন্ট করতে হবে। এখানে বুয়েসেল থেকে বলা হয়েছে আপনাকে আবেদন করার জন্য ৫০০ টাকা সাথে ভ্যাট ফি পেমেন্ট করতে হবে। এখন ‘পরবর্তী ধাপে যেতে ট্যাপ করুন’ অপশনে ক্লিক করে আপনার বিকাশ একাউন্টের পিন নম্বর দিয়ে পেমেন্ট সম্পন্ন করুন। এখন পেমেন্ট সম্পূর্ণ হলে আপনাকে একটি ট্রানজেকশন আইডি দেওয়া হবে যেটি আপনাকে সংরক্ষণ করে রাখতে হবে।
অনলাইনে কোরিয়া লটারি আবেদন প্রক্রিয়া
এখন যেভাবে কোরিয়া লটারি আবেদন করবেন। ট্রানজেকশন আইডিটি নেওয়া পরে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো: যেকোনো একটি ব্রাউজার ওপেন করুন এবং সার্চ অপশন eps.boesl.gov.bd লিখে সার্চ করুন। তারপরে সার্চ অপশন আসা eps.boesl.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করুন। তাহলে আপনার সামনে একটি পেইজ ওপেন হবে। সেখান থেকে সর্বপ্রথম ‘Ok’ অপশন ক্লিক করুন। এখন কয়েটি ধাপে আপনাকে আবেদন সম্পন্ন করতে হবে।
আবেদনের প্রথম ধাপ:
এখন Stap-1 আপনার পাসপোর্ট নম্বরটি দিতে হবে। তারপর নিচে ‘Payment solution provide’ অপশন ক্লিক করে Bkash সিলেক্ট করুন। এখন নিচে Transaction ID অপশন আপনি যে ট্রানজেকশন নম্বরটি সংরক্ষণ করে রেখেছেন সেটি বসিয়ে দিন এবং নিচে ক্যাপচা অপশন উপরে ছবিতে ওয়ার্ড রয়েছে সেটি বসিয়ে ক্যাপচাটি পূরণ করে ‘submit’ বাটনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী অপশন নিয়ে যাবে সেখানে আবার ও Ok অপশন ক্লিক করুন।
আবেদনের দ্বিতৃয় ধাপ:
এখন Stap-2 অপশন একটি ফরম দেখতে পাবেন। সেটি আপনার পাসপোর্ট অনুযায়ী পূরণ করতে হবে। যেমন:
- Passport No
- Name(as in passport)
- Gender
- Date of birth
- NID/ Birth Registration
- Mother’s Name
- Mother’s NID
- Father’s Name
- Father’s NID
- Passport issue Date
- Passport Expiry date
- Passed SSC/Equivalent
- Completed SSC/Diploma under Technical Edu-Board
- Passport scanned copy upload
- Passport size photo upload
- Division,District and Upazila
- Industry category
- Industry sub category
- Stayed in Korea
এখন উপরে সকল তথ্য সঠিকভাবে পূরণ করুন। অবশ্যই আপনি ফর্মটি কয়েকবার যাচাই করুন। যেন কোন তথ্য ভুল না থাকে। যদি আপনার দেওয়া তথ্য ভুল থাকে তাহলে আপনার আবেদনটি বাতিল করা হবে। এজন্য সঠিকভাবে পূরণ করতে হবে। এখন সকল তথ্য সঠিক থাকলে ‘Submit’ অপশনে ক্লিক করুন।
তাহলে আপনার সামনে ‘Application Submit’ অপশন চলে আসবে। সেখানে আপনার Submission ID দেখতে পাবেন। সেটি সংরক্ষণ করতে হবে। এজন্য নিচে ‘Download Receipt’ অপশন ক্লিক করে Receipt টি ডাউনলোড করে নিন। তাহলে আপনার কোরিয়া লটারি আবেদনটি কমপ্লিট হয়ে যাবে।
এবারে এই receipt কপি আপনি ভালোভাবে রেখে দেন। তারপরের স্টেপ হল লটারি অনুষ্ঠিত হবে। আর আপনি লটারি ভেতরে যদি নির্বাচিত হন। তাহলে নির্বাচিত হওয়ার পরে আপনাকে একটি এমাউন্ট দিয়ে চূড়ান্ত রেজিস্ট্রেশন করতে হবে। তারপরে আপনি আপনার এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এবং পরবর্তীতে পরীক্ষা দিবেন।
আশা করি, বুঝাতে পেরেছি কিভাবে কোরিয়া লটারি আবেদন করবেন। কিভাবে পেমেন্ট করবেন এবং কি কি ডকুমেন্ট লাগবে। এরকম আরোও গুরুত্বপূর্ণ কনটেন্ট পেতে চোখ রাখুন কথাবার্তা ২৪ ওয়েবসাইটে। ধন্যবাদ!