অনলাইনে অগ্রীম বাসের টিকিট কাটার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আজকের পোস্টে। এখন থেকে আপনাকে আর টিকিট কাটার জন্য দোড়াদৌড়ি করে বাস কাউন্টার যেতে হবে না। এখন থেকে আপনি চাইলে অনলাইনের মাধ্যমে ঘরে বসে আপনার হাতে থাকা স্মার্ট ফোনের মাধ্যমে টিকিট কাটতে পারবেন। আজকের পোস্টে আমরা আলোচনা করব কিভাবে ঘরে বসে অনলাইনে অগ্রীম বাসের টিকিট কাটা যায়।
অনলাইনে অগ্রীম বাসের টিকিট কাটার নিয়ম
অনলাইনে অগ্রীম বাসের টিকিট কাটার জন্য প্রথমে আপনার মোবাইল কিংবা কম্পিউটার ডাটা সংযোগ চালু করুন। তারপর মোবাইল কিংবা কম্পিউটারে থাকা যেকোনো একটি ব্রাউজার ওপেন করুন এবং সার্চ অপশনে Shohoz লিখে সার্চ করুন এবং সার্চ রেজাল্টে আসা প্রথম ওয়েবসাইটে প্রবেশ করুন। তাহলে এরকম একটি ইন্টার পেইজ দেখতে পাবেন।
এখন উপর থেকে 3 dot অপশনে ক্লিক করুন। তাহলে আপনি Bus, Launch, Air, Train, Event নামে অনেক গুলো অপশন দেখতে পাবেন। এখন অনলাইনে অগ্রীম বাসের টিকিট কাটার জন্য Bus অপশনে ক্লিক করুন। তাহলে আপনার সামনে একটি ফ্রম চলে আসবে। যেখান থেকে আপনার রুটের বাস গুলো সন্ধান করতে পারবেন। বাস খুঁজার জন্য নিচের তথ্য গুলো সঠিকভাবে পূরণ করুন। যেমন:
- From
- To
- Date of Journey
- Date of Return (Optional)
From (আপনি কোথায় থেকে বাসে উঠবেন) To (আপনি কোথায় যাবেন) Date of journey (কত তারিখে যাতায়াত করবেন) Date of return (কত তারিখে ফিরে আসবেন অর্থাৎ রিটার্ন ডেট)
উপরের সকল তথ্য সঠিকভাবে পূরণ করে ‘Search Buses’ অপশন ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী অপশনে নিয়ে যাবে। সেখানে আপনার দেওয়া তারিখে যে যে বাস চলাচল করবে সেই সকল বাসের তালিকা চলে আসবে। যেমন: বাসের নাম, ভাড়া এবং সময় দেখতে পাবেন।
- Tungipara Express
- Ena Transport
- Sohag Transport
- Hanif Enterprises
- Saint Martin Hyundai Transport
- Green Line
- Desh travel
- Emad Transport
- Falguni Modhumoti Transport
- Diganta paribahan
- A K Travel
- Dola paribahan
- Emed paribahan ইত্যাদি
এখন আপনি আপনার পছন্দ অনুযায়ী,সময় দেখে বাস সিলেক্ট করুন। তাহলে বাস কয়টা বাজে ছাড়বে এবং টিকিট ভাড়া দেখতে পাবেন। এখন আপনার পছন্দ অনুযায়ী বাস সিলেক্ট করা হয়ে গেলে View Seats অপশনে ক্লিক করুন।
আরোও পড়ুন: পাসপোর্ট ছাড়া ডুয়েল কারেন্সি কার্ড পাওয়ার উপায়
তাহলে কোন কোন সিট খালি রয়েছে সেগুলো দেখতে পাবেন। যেমন সাদা রঙের সিট গুলো খালি রয়েছে এবং কালো রঙের সিট গুলো বুকিং হয়ে গেছে। এখন আপনি সাদা রংয়ের সিট থেকে যেকোনো সিট বুকিং করতে পারবেন। তাহলে আপনি আপনার পছন্দ অনুযায়ী সিট সিলেক্ট করুন। তাহলে আপনার সিটের টোটাল খরচ দেখতে পাবেন।
তারপর নিচে Boarding Point অপশন দেখতে পাবেন। এখানে আপনি যে জায়গা থেকে বাসে উঠবেন (নিকটস্থ্য বাস কাউন্টার) সেটি সিলেক্ট করে Continue অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী অপশনে নিয়ে যাবে। সেখানে Passenger details অপশন দেখতে পাবেন।
সেখানে নিচে দেওয়া সকল তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে। যেমন:
- Name
- Gender
- Mobile number
উপরিক্ত সকল তথ্য ও সঠিক ভাবে পূরণ করুন। এখানে অবশ্যই আপনার Email এড্রেসটি সচল দিবেন। কারন আপনার বাসের টিকিটি Email মাধ্যমে পাঠানো হবে। তারপরে আপনি একটু স্ক্রোল করে নিচে নামলে Fare details দেখতে পাবেন। যেমন:
- Ticket price
- Processing Fee
সেখানে আপনার Ticket price এবং Processing Fee কত টাকা সেটি দেখতে পাবেন। এখন আপনি আবারও স্ক্রোল করে নিচে নামলে Payment details এর নিচে ইন্সুরেন্স অপশন দেখতে পাবেন। সেখানে থেকে যেকোন একটি অপশন সিলেক্ট করুন।
- Yes
- No
অনলাইনে অগ্রীম বাসের টিকিট মূল্য পরিশোধ
এখন অনলাইনে অগ্রীম বাসের টিকিট মূল্য পরিশোধ করার জন্য একটু নিচের দিকে স্ক্রোল করুন। তাহলে কিভাবে পেমেন্ট করবেন সেটি দেখতে পাবেন। যেমন:
- বিকাশ
- রকেট
- নগদ ইত্যাদি
এখন আপনি আপনার পছন্দ অনুযায়ী একাউন্ট সিলেক্ট করুন। উদাহরণ স্বরূপ, আপনি বিকাশ সিলেক্ট করলেন। তারপর আপনার মোবাইল নম্বরটি দিয়ে confirm অপশনে ক্লিক করুন। তাহলে আপনার নম্বরে একটি ভেরিফিকেশন কোড অথবা OTP আসবে সেটি বসিয়ে আবার ও confirm অপশনে ক্লিক করুন। তারপর বিকাশ একাউন্টের পিন নম্বর দিয়ে Payment সম্পন্ন করুন।
তাহলে আপনার সামনে বাসের টিকিটি শো করবে এবং আপনার Email এড্রেসে টিকিটি পাঠানো হবে। এখন আপনি যেকোন একটি কম্পিউটার দোকান থেকে টিকিটটি প্রিন্ট করে নিতে পারেন। অথবা কাউন্টারে গিয়ে ফোন থেকে টিকিট দেখালে তারা আপনাকে আরেকটি টিকিট কপি দিয়ে দিবে।
উপরোক্ত নিয়মটি অনুসরণ করে আপনি চাইলে যে কোন ব্রাউজার থেকে অনলাইনে অগ্রীম বাসের টিকিট কাটে নিতে পারবেন। নিম্নে অ্যাপ থেকে অগ্রীম বাসের টিকিট কাটার নিয়ম শেয়ার করা হলো। আপনি চাইলে যেকোন একটি পদ্ধতিতে ঘরে বসে অনলাইনে অগ্রীম বাসের টিকিট কাটতে পারবেন।
অ্যাপ থেকে অগ্রীম বাসের টিকিট কাটার নিয়ম
ওয়েবসাইট ছাড়াও আপনি চাইলে Shohoz অ্যাপ থেকে বাসের টিকিট কাটতে পারবেন। সহজ অ্যাপ থেকে অনলাইনে অগ্রীম বাসের টিকিট কাটার জন্য প্রথমে গুগল প্লেস্টোর থেকে Shohoz অ্যাপটি ইন্সটল করে নিন। অ্যাপটি সম্পূর্ণ ইন্সটল হলে সেটি Open করুন। তাহলে এরকম একটি পেইজ দেখতে পাবেন।
এখন From, To ও Journey Date সিলেক্ট করে SEARCH অপশনে ক্লিক করুন। তাহলে আপনার রুটে যাতায়াত করা বসা গুলোর নাম ও মূল্য সহ বিস্তারিত তালিকা দেখতে পাবেন। এখন পছন্দ অনুযায়ী যেকোন একটি বাস সিলেক্ট করুন। তাহলে সেই বাসের খালি ও বুকিং সিট গুলো দেখতে পাবেন। যেসব সিট বুকিং হয়ে গেছে সেগুলো সবুজ দেখাবে এবং যেগুলো সাদা দেখাবে সেগুলো খালি আছে। এখন আপনার পছন্দ অনুযায়ী যেকোন সিট সিলেক্ট করুন।
সিট সিলেক্ট করার পর Done বাটনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী পেইজে নিয়ে যাবে। সেখানে Passenger details অপশনে আপনার
- Name
- Gender
- Mobile number
- Email address ইত্যাদি
সবগুলো তথ্য সঠিকভাবে পূরণ হয়ে গেলে নিচে থেকে I agree with অপশনে টিকমার্ক দিয়ে Continue Booking অপশনে ক্লিক করুন। তাহলে আপনি Fare Details অর্থাৎ টিকিট মূল্য, প্রসেসিং ফি, পেমেন্ট গেটওয়ে ফি সহ যাবতীয় তথ্য গুলো দেখতে পাবেন। এখন সব দেখে ঠিক মনে হলে আবারও Continue booking অপশনে ক্লিক করুন।
আরোও পড়ুন: অনলাইনে লোন নিন ৫ লাখ টাকা
তাহলে আপনি সমস্ত Ticket Details দেখতে পাবেন। এখন নিচে থেকে Confirm Reservation অপশনে ক্লিক করুন। তাহলে আপনি ‘পেমেন্ট ট্রানজেকশন’ সাবমিট অপশন পেয়ে যাবেন। এখন বিকাশ অ্যাপ থেকে মেনুয়ালি তাদের ইনস্ট্রাকশন অনুযায়ী পেমেন্ট সম্পন্ন করে অ্যাপে সঠিকভাবে বিকাশ ট্রানজেকশন কোড বসিয়ে Verify Bkash payment অপশনে ক্লিক করুন।
তাহলে আপনার টিকিট বুকিং সম্পন্ন হয়ে যাবে এবং আপনার দেওয়া মেইলে টিকিট পেয়ে যাবেন। এখন সেটি ডাউনলোড করে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নিন। অথবা যেদিন রওনা হবেন ঐদিন টিকিট কপিটি ফোন থেকে কাউন্টারে দেখালে তারা আপনাকে আরেকটি টিকিট কপি দিয়ে দিবে। যেটি দিয়ে আপনি ভ্রমণ করতে পারবেন।
আশা করি, আর্টিকেলটি পড়ে আপনি অ্যাপ্লিকেশন অথবা অনলাইন থেকে বাসের অগ্রীম টিকিট বুকিং করতে পারবেন। এরকম আরোও গুরুত্বপূর্ণ কনটেন্ট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।
[…] […]
[…] […]