HomeBlogপুরাতন iphone কেনার আগে যা না জানলে বিপদ ২০২৪ | Apple gadget...

পুরাতন iphone কেনার আগে যা না জানলে বিপদ ২০২৪ | Apple gadget BD

পুরাতন iphone কেনার আগে যা না জানলে বিপদে পড়বেন। আপনাদের ভিতরে অনেকেই আছেন যারা চাচ্ছেন পুরাতন কোন iphone ক্রয় করতে। তাহলে অবশ্যই iphone ক্রয় করার আগে

আপনাকে এই ৪টি বিষয়ের উপর খেয়াল রাখতে হবে। আজকের পোস্টে আমরা পুরাতন iphone ক্রয় করার আগে যে ৪টি বিষয়ের উপর লক্ষ্য করতে হবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।

পুরাতন iphone কেনার আগে যা না জানলে বিপদ 

পুরাতন iphone কেনার আগে অবশ্যই আপনাকে সাতটি বিষয়ের উপর লক্ষ্য করতে হবে। সেগুলো কি কি সেই সম্পর্কে নিম্নে আলোচনা করা হলো:

Number: 1

পুরাতন আইফোন ক্রয় করার আগে অবশ্যই আপনাকে ফোনটি ভেরিফাইড করতে হবে যে ফোনটি অরজিনাল কিনা। তাঁর জন্য সর্বপ্রথম আপনাকে ফোনটিতে ইন্টারনেট কানেকশন সংযুক্ত করতে হবে। তাঁরপর ফোন থেকে ওয়েব ব্রাউজারে প্রবেশ করুন এবং সার্চবারে Apple Checker লিখে সার্চ করুন। এখন সার্চ রেজাল্টে আসা প্রথম ওয়েবসাইটে প্রবেশ করুন। তাহলে আপনার সামনে এমন একটি ইন্টারফেজ ওপেন হবে।

পুরাতন iphone কেনার আগে যা না জানলে বিপদ

এখানে প্রথমেই আপনাকে ফোনের ‘Serial Number’ বসাতে হবে। এখন সিরিয়াল নম্বর কালেকশন করার জন্য আপনার মোবাইল থেকে সেটিংস অপশনে প্রবেশ করুন। তারপর স্ক্রোল করে নিচে নামলে ‘General’ নামে একটি অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করুন। তারপর About অপশনে ক্লিক করুন। তাহলে আপনার ফোনের তথ্য দেখতে পাবেন। যেমন:

  • Name (iphone)
  • Software Version
  • Model Name
  • Model Number এবং
  • Serial Number

এখন আপনি ‘Serial Number’ অপশনে ক্লিক করে ফোনের সিরিয়াল নম্বরটি কপি করুন। অথবা অন্য কোথাও লিখে রাখুন। এখন আপনি আবারো আগের সাইটে প্রবেশ করুন এবং ‘Enter Your Serial Number’ অপশনে আগে থেকে কপি করে রাখা ফোনের সিরিয়াল নম্বরটি বসিয়ে দিন। তারপর নিচে ক্যাপচাটি সঠিকভাবে বসিয়ে ‘Continue’ অপশনে ক্লিক করুন।

আরো পড়ুন: আপনার মোবাইল ফোন হারিয়ে গেলে কি করবেন।

তাহলে আপনার ফোনের তথ্য অর্থাৎ, মডেলটি চলে আসবে এবং নিচে ফোনটির Valid Purchase Date চলে আসবে। অর্থাৎ, আপনার ফোনটি অর্জিনাল। এখন আপনি চাইলে এই পুরাতন iphone টি ক্রয় করতে পারবেন। আর ফোনটি ফেইক হয় তাহলে যখনি আপনি Check Your service and support…. Apple support ওয়েবসাইটের মাধ্যমে চেক করতে যাবেন। তখন আপনি পাবেন না। আর এই ওয়েবসাইটি iphone নিজস্ব একটি ওয়েবসাইট।

Number: 2

এবারে ফোনের মডেল অনুযায়ী ফোনের কন্ডিশনের অবস্থা এবং ফোনের মডেল অনুযায়ী কোন দেশের ফোন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। তাহলে চলুন প্রথমেই ফোনটির মডেল অনুযায়ী ফোনের কন্ডিশনের অবস্থা সম্পর্কে দেখে নেওয়া যাক। এখন ফোনের মডেল দেখার জন্য আবারো সেটিংস অপশনে প্রবেশ করুন। তারপরে স্কোল করলে নিচে ‘General’ নামে একটি অপশন পাবেন সেখানে ক্লিক করুন।

তারপর ‘About’ অপশনে ক্লিক করুন তাহলে আপনার ফোনের মডেল নম্বরটি দেখতে পাবেন। এখন মডেল নম্বর যদি ‘M’ দিয়ে শুরু হয় তাহলে বুঝবেন আপনার ফোনটি ‘Brand New’ অর্থাৎ, অথরাইজ কপি (অফিসিয়াল) ফোন এবং আপনার ফোনের মডেল নম্বর যদি ‘N’ দিয়ে শুরু হয় তাহলে বুঝবেন আপনার ফোনটি ‘Replacement Device’/ অ্যাপেলের রিপ্লেসমেন্ট প্রোডাক্ট। অর্থাৎ, এটি পূর্বে ব্যবহৃত একটি ফোন। যা যে কোন কারণের রিপ্লেস করা হয়েছে।

কিন্তু আপনার ফোনটির মডেল নম্বর যদি ‘F’ দিয়ে শুরু হয়। তাহলে বুঝবেন আপনার ফোনটি একটি Refurbished Device ফোন। অথাৎ, ফোনটিতে আগে থেকে কোন সমস্যা ছিল। যেমন: ক্যামেরা, ডিসপ্লে, ব্যাক প্যানেল ইত্যাদি সমস্যা হতে পারে। যার কারণে অ্যাপল সার্ভিস সেন্টার থেকে সেটি ঠিক করে আবার কাস্টমারকে পাঠানো হয়েছে। (এটিকে আপনি ওয়ারেন্টি সিস্টেমও বলতে পারেন)।

অবশ্যই পুরানো iphone ক্রয় করার আগে উপরে উল্লেখিত তিনটি বিষয় খেয়াল রাখবেন। আর ফোনটি কোন দেশের সেটি জানার জন্য আপনার ফোনের ‘Model Number’ শেষের তিন অক্ষরে ফোনটির দেশের নাম সংক্ষেপে দেখতে পাবেন। উদাহরণ স্বরূপ, LL/A অর্থাৎ, ফোনের আমেরিকা প্রোডাক্ট। তাছাড়াও ফোনের মডেল নম্বরটির শেষে যদি J/A লেখা থাকতো। তাহলে বুঝবেন ফোনটি জাপানের ফোন। এখানে আপনি পুরানো iphone ক্রয় করার আগে ফোনটির মডেল এবং ফোনটির দেশের নাম দেখতে পারবেন।

Number: 3

পুরনো iphone ক্রয় করার আগে অবশ্যই আপনাকে কম্পিউটার থেকে চেক করতে হবে। কম্পিউটারের সাহায্যে ফোনটি চেক করার জন্য কম্পিউটার থেকে যেকোনো একটি ওয়েবসাইটে প্রবেশ করুন এবং সার্চবারে ‘3u Tools’ লিখে সার্চ করুন। তারপরে সার্চ রেজাল্টে আসা প্রথম ওয়েবসাইটে প্রবেশ করুন। তাহলে আপনার সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে। এখন আপনি ‘Download’ অপশনে ক্লিক করে সফটওয়্যারটি আপনার কম্পিউটারে ডাউনলোড করে নেন।

পুরাতন iphone কেনার আগে যা না জানলে বিপদ

এখন সফটওয়্যারটি আপনার কম্পিউটারে ডাউনলোড হওয়ার পরে সফটওয়্যার প্রবেশ করুন। এখন আপনি আপনার iphone কানেক্ট করুন। তাহলে আপনার ফোনের টোটাল ইনফরমেশন গুলো আপনার সামনে চলে আসবে।সেখান থেকে আপনি আপনার iphone তথ্য গুলো দেখে ক্রয় করতে পারবেন।

Number: 4

Iphone ক্রয় করার আগে অবশ্যই আপনাকে আরোও একটি বিষয় খেয়াল করতে হবে সেটি হলো আইফোনের ফোনের ডিসপ্লে। তাছাড়া আপনার Iphone যদি ডিসপ্লে পরিবর্তন করা হয় তাহলে আপনি দুটি সমস্যার সম্মুখীন হবেন। যেমন:

  1. ফেইস আইটি এবং
  2. ট্রু টন

ট্রু টনটি হলো: আপনি যদি ফোনের ডিসপ্লে থেকে নিচে সোয়াইপ করেন। তাহলে উপরে থেকে ব্রাইটনেস আইকন দেখতে পাবেন। এখন আপনি ব্রাইটনেস আইকনে ট্যাপ করে ধরে রাখলে ‘Turn Tone On/Turn Tone Off’ আইকন চলে আসবে। এখন আপনার Iphone ডিসপ্লে আগে থেকে পরিবর্তন করা থাকে তাহলে ‘Turn Tone On/Turn Tone Off’ অপশন আসবেনা।

পুরাতন iphone কেনার আগে যা না জানলে বিপদ

তাছাড়াও আপনি Iphone সেটিং অপশনে প্রবেশ করবেন। তারপরে স্কোল করে নিচে নামলে Face I’d & Passcode নামে একটি অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করুন। তাহলে আপনার আইফোনের ফেস আইডিটি থাকবে না। অবশ্যই আপনাকে iphone ক্রয় করার আগে এই দুইটি বিষয় লক্ষ্য রাখতে হবে। আগে থেকে যদি আপনার ফোনে ডিসপ্লে চেঞ্জ করা থাকে তাহলে এই দুইটি অপশন আসবে না।

তাছাড়াও আপনি যখন আইফোন ক্রয় করবেন। তখন চেষ্টা করবেন আইফোনের ব্যাটারি 85% উপরে থাকার। কারন তার নিচে গেলে সাধারণত আপনাকে ২/৩ মাস মধ্যে ব্যাটারি পরিবর্তন করতে হবে। সেজন্য চেষ্টা করবেন ব্যাটারি 85% উপরে দেখে নিতে। এই ফোনটির যত ব্যাটারি পার্সেন্টেজ কমবে তত ব্যাটারি ব্যাকআপ কম পাবেন। এছাড়াও চার্জ হতে দীর্ঘক্ষণ সময় নিয়ে থাকে। তাই ৮৫% এর উপরে ব্যাটারি পার্সেন্টেজ থাকা ভালো।

শেষ কথা: ফোনটি ক্রয় করার পূর্বে অবশ্যই সেটি ভালো করে চেক করে নেন। ফোনের ডিসপ্লে, সাউন্ড, ব্যাটারি পার্সেন্টেজ, ক্যামেরা কোয়ালিটি, স্পিকার ইত্যাদি দেখে আপনার ফোনটি ক্রয় করুন।

আশা করি, আর্টিকেলটি পড়ে আপনি পুরনো আইফোন কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরী সে সম্পর্কে অবগত হয়েছেন। এরকম আরো গুরুত্বপূর্ণ কন্টেন্ট পেতে আমাদের সাথে থাকুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular posts

My favorites