অনলাইনে মোটর সাইকেল রেজিস্ট্রেশন করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। বর্তমান সময়ে তরুণদের একটি স্বপ্ন তার নিজস্ব একটি মোটর সাইক থাকবে। আর যত বিপত্তি বাধে বাইক কেনার পর সেটি রেজিস্ট্রেশন করার সময়। আমাদের ভিতরে অনেকেই জানিনা কিভাবে অনলাইনে মটরসাইকেল রেজিস্ট্রেশন করতে হয়। তাই তাদের জন্য আজকের পোস্টটি। এই পোস্টে আমরা অনলাইনে মোটরসাইকেল রেজিস্ট্রেশন করার নিয়ম সম্পর্কে আলোচনা করব।
মোটর সাইকেল রেজিস্ট্রেশন
অনলাইনে মোটর সাইকেল রেজিস্ট্রেশন করার জন্য সর্বপ্রথম আপনার মোবাইল কিংবা কম্পিউটারের ডাটা সংযোগ চালু করে। যেকোন একটি ব্রাউজারে প্রবেশ করুন এবং সার্চবারে Bsp.brta.gov.bd লিখে সার্চ করুন। তাহলে আপনাকে Bsp.brta.gov.bd ওয়েবসাইটে নিয়ে যাবে।
সেখানে একটি পেইজ ওপেন হবে। এখানে প্রথমে আপনাকে একটি বিআরটিএ একাউন্ট তৈরি করতে হবে। এখন একাউন্ট তৈরি করার জন্য ‘নিবন্ধন’ অপশনে ক্লিক করে একটি একাউন্ট তৈরি করে নিন। তারপর ‘প্রবেশ করুন’ অপশনে ক্লিক করে আপনার একাউন্টে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে একাউন্টে লগইন করুন।
এখন একাউন্টে প্রবেশ করলে আপনার সামনে একটি নতুন পেইজ ওপেন হবে এবং বাম পাশে অনেকগুলো অপশন দেখতে পাবেন। যেমন:
- হোম
- ড্রাইভিং লাইসেন্স
- মোটরযান নিবন্ধন
- রাইড শেয়ারিং
- এপয়েন্টমেন্ট
- বিভিন্ন সেবার ফি
- ফি পরিশোধের বিবরণ এবং
- লগ আউট
এখন আপনি উপরে উল্লেখিত অপশন গুলো থেকে ‘বিভিন্ন সেবার ফি’ ধাপে ক্লিক করুন। তাহলে তিনটি অপশন দেখতে পাবেন। যেমন: নিবন্ধিত মোটরযানের বিভিন্ন ফি, মোটরযান নিবন্ধন সংক্রান্ত ফি এবং লাইসেন্স সংক্রান্ত ফি। এখন আপনি ‘মোটরযান নিবন্ধন সংক্রান্ত ফি’ অপশনে ক্লিক করুন।
তাহলে আপনার সামনে একটি ফরম ওপেন হবে। এখন এই ফর্মটি আপনাকে সঠিক তথ্য প্রদান করে পূরণ করতে হবে। যেমন:
- মোটরযানের ধরণ
- মোটরযানের শ্রেণী
- ইঞ্জিন নম্বর/মোটর নম্বর
- চ্যাসিস নম্বর
- বৈদ্যুতিক মোটরযান
- সিসি
- আসন সংখ্যা
- বোঝাই গাড়ির ওজন (কেজি)
- খালি গাড়ির ওজন (কেজি)
- ভাড়ায় চালিত
- নতুন রেজিস্ট্রেশনের জন্য মালিকানা পরিবর্তন
- রোড ট্যাক্স কিস্তি
- হায়ার পারচেস
- উৎপাদন বছর
- এয়ার কন্ডিশনার (এসি)
এখন উপরে উল্লেখিত অপশন গুলোতে আপনি আপনার মোটর যানের তথ্য অনুযায়ী পূরণ করুন। তারপর নিচে ‘মোটরযান মালিকের তথ্য’ অপশন দেখতে পাবেন। সেখানে কয়েকটি অপশন পাবেন। যেমন:
- ব্যক্তি/কোম্পানির নাম
- পিতা/স্বামীর নাম
- ঠিকানা এবং
- মালিকানার ধরন
এখন ‘মোটরযান মালিকের তথ্য’ অনুযায়ী অপশন গুলো পূরণ করুন। এখন ফরমটি পূরণ করা হয়ে গেলে আবারো সকল অপশন গুলো ভালোভাবে চেক করুন। তারপর নিচে থেকে ‘এগিয়ে যান’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। সেখানে আপনার ট্রানজেকশন নম্বর দেখতে পাবেন এবং নিচে আপনাকে মোটর সাইকেল রেজিস্ট্রেশন করার জন্য কত টাকা পেমেন্ট করতে হবে সেটাও দেখতে পারবেন।
এখন পেমেন্ট করার জন্য ‘ফি জমা দিন’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পেমেন্ট করার অপশনে নিয়ে যাবে। সেখান থেকে মোবাইল নম্বর এবং পেমেন্ট মেথড সিলেক্ট করুন। তারপর স্ক্রোল করে নিচে নামলে একটি বক্স দেখতে পাবেন সেখানে ক্লিক করে ‘নিশ্চিত’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনার সামনে এমন একটি পেইজ ওপেন হবে।
এখন আপনার মোবাইল নম্বর এবং পিন নম্বর বসিয়ে ‘Submit’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনার মোবাইল নম্বরে একটি otp কোড অথবা ভেরিফিকেশন কোড যাবে। সেটি বসিয়ে ‘Go’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনার পেমেন্টটি সম্পূর্ণ হবে। এখন পুনরায় আপনি একাউন্টে লগইন করুন। তাহলে Your Payment Is Successful….. Click ‘Here’ To get money Receipt।
এখন আপনি ‘Here’ অপশনে ক্লিক করে আপনার মোটরযানের মানি রিসিটটি নিতে পারবেন। যদি নেট কানেকশন কারণে পেজটি ‘Error’ দেখায় তাহলে মানি রিসিট নেওয়ার জন্য থ্রি লাইনস থেকে ‘ফি পরিশোধের বিবরণ’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনার মানি রিসিসটি চলে আসবে।
মোটরসাইকেল ট্যাক্স টোকেন নবায়ন
আপনার মোটর সাইকেল ট্যাক্স টোকেন মেয়াদ প্রায় শেষ। এমন অবস্থায় আপনি কিভাবে মোটর সাইকেল চালাবেন এবং পুলিশের মামলা থেকে নিজেকে সুরক্ষিত রাখবেন। সেজন্য আপনাকে খুব দ্রুত ট্যাক্স টোকেন নবায়ন করে নিতে হবে। কিন্তু আপনাদের ভিতরে অনেকেই আছেন যারা জানেন না কিভাবে ট্যাক্স টোকেন নবায়ন করতে হয়।
আরোও পড়ুন: ই-নামজারি আবেদন করার নিয়ম
সেজন্য অনেকেই ট্যাক্স টোকেন মেয়াদ শেষ হয়ে গেলে বিআরটিএ অফিসে দৌড়াদৌড়ি করে থাকে। আজকের পোস্টে আমরা আলোচনা করবো Tax Token মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে নবায়ন করার নিয়ম, নবায়ন করার জন্য ব্যাংকে কত টাকা ফি পরিশোধ করতে হবে এবং ট্যাক্স টোকেন মেয়াদ ২/১০ বছর হয়ে গেলে করণীয় কি। তাহলে চলুন শুরু করা যাক। ট্যাক্স টোকেন সাধারণত ২/১০ বছরের মেয়াদী হয়ে থাকে।
২ বছর মেয়াদি ট্যাক্স টোকেন নবায়ন করার নিয়ম
২ বছর মেয়াদি ট্যাক্স টোকেন নবায়ন করার জন্য আপনাকে তেমন কোন কাজ করতে হবে না। শুধুমাত্র আপনার প্রথম ট্যাক্স টোকেনটি ব্যাংকে নিয়ে গেলে এবং ট্যাক্স টোকেন নবায়ন করার ফি ব্যাংকে জমা দিলে তারা আপনাকে একটি নতুন ট্যাক্স টোকেন দিয়ে দিবে। সাধারণত বছর মেয়াদি ট্যাক্স টোকেন নবায়ন করার জন্য আপনাকে নবায়ন ফি ২,৩০০ টাকা জমা করতে হবে এবং সাথে ১,১৫০ টাকা FAF ফ্যান্ড হিসেবে অতিরিক্ত ফি জমা দিতে হবে।
এখানে আপনাকে FAF ফ্যান্ড হিসেবে মোটর সাইকেল জন্য শুধুমাত্র ১ বার ১,১৫০ টাকা জমা করতে হবে। এখন আপনি চাইলে অনলাইনের মাধ্যমে ট্যাক্স টোকেন নবায়ন ফি পরিশোধ করতে পারবেন এবং পরবর্তীতে ট্যাক্স টোকেনটি পোস্ট অফিসের মাধ্যমে আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে। অনেক ক্ষেত্রে অনলাইনের মাধ্যমে ট্যাক্স টোকেন নবায়ন ফি পরিশোধ করার পরে Tax Token ডাক যোগের মাধ্যমে পেতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়।
সেক্ষেত্রে আপনি চাইলে আপনার নিকটস্থ যে ব্যাংক রয়েছে। সেখানে বিআরটিএ টাকা জমা নেওয়া হয় সেখানে গিয়ে ট্যাক্স টোকেন ফি জমা করতে পারবেন এবং টাকা জমা দেওয়ার সাথে সাথে তারা আপনার নতুন ট্যাক্স টোকেনটি দিয়ে দিবে।
Tax Token মেয়াদ ১০ বছর উত্তীর্ণ হয়ে গেলে করনীয়
আপনি যদি ১০ বছর মেয়াদি ট্যাক্স টোকেন করে থাকেন এবং রেজিস্ট্রেশন করার সময় যদি একবারেই Tax Token ফি এককালীন পরিশোধ করেন। তাহলে আপনি ট্যাক্স টোকেনটি মেয়াদ ১০ বছর পাবেন। এখন দশ বছর উত্তীর্ণ হওয়ার পরেও যদি আপনার গাড়িটি রাস্তায় চলার জন্য উপযোগী হয়। তাহলে আপনি কিভাবে ট্যাক্স টোকেন নবরণ করবেন। এক্ষেত্রে আপনাকে নবায়ন করার জন্য তিনটি ধাপ অনুসরণ করতে হবে। সে সম্পর্কে নিম্নে দেওয়া হলো।
১ম ধাপ: ফি জমা দেওয়া
যদি আপনার ১০ বছর মেয়াদি ট্যাক্স টোকেন উত্তীর্ণ হয়ে যায়। তাহলে পরবর্তীতে আপনার ট্যাক্স টোকেন ফি নবায়ন করার জন্য আপনাকে ব্যাংকে ২৩ টাকা জমা দিতে হবে এবং এই ২৩ টাকার সাথে FAF ফ্যান্ড হিসেবে অতিরিক্ত ১,১৫০ টাকা জমা করতে হবে।
২য় ধাপ: গাড়ি প্রদর্শন করা
আপনি ব্যাংকে ট্যাক্স টোকেন ফি পরিশোধ করার পরে ব্যাংকে টাকা জমা রশিদ এবং সাদা কাগজে একটি দরখাস্ত লিখতে হবে। অর্থাৎ, আপনার মোটর সাইকেলের ট্যাক্স টোকেন মেয়াদ ১০ বছর হয়ে গেছে এবং আপনি পুনরায় সেটি নবায়ন করতে চান এই মর্মে একটি দরখাস্ত লিখে নিতে হবে। একই সাথে একটি নির্দিষ্ট তারিখে আপনার গাড়িটি BRTA কার্যালয় নিয়ে যেতে হবে।
বিআরটিএ কার্যালয় নিয়ে যাওয়ার পর একজন মোটরযান পরিদর্শক আপনার মোটরসাইকেলটি পরিদর্শন করবে। আপনার গাড়ি যদি রাস্তায় চলাচলের জন্য উপযুক্ত হয় তাহলে পরিদর্শক সেটি আরো পাঁচ বছর রাস্তায় চলাচলের জন্য ট্যাক্স টোকেন ফ্রি অনুমোদন করে দেবে।
৩য় ধাপ
Tax Token সংগ্ৰহ করা। আপনাকে নির্দিষ্ট Date বিআরটিএ অফিসে গিয়ে ট্যাক্স টোকেনটি সংগ্রহ করতে হবে। উল্লেখিত ধাপগুলো অনুসরণ করে মোটরসাইকেল রেজিস্ট্রেশন ফি প্রদান ও টেক্সট টোকেন নবায়ন করতে পারবেন।
[…] […]