HomeTips And Trickআলি এক্সপ্রেস থেকে কেনাকাটার নিয়ম ২০২৪

আলি এক্সপ্রেস থেকে কেনাকাটার নিয়ম ২০২৪

আলি এক্সপ্রেস থেকে কেনাকাটার নিয়ম, আলি এক্সপ্রেস থেকে পণ্য কিনব কিভাবে, Aliexpress bd অর্ডার করার নিয়ম সহ বিস্তারিত জানতে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ার অনুরোধ রইল। আমাদের ভিতরে অনেকেই আছেন যারা বাংলাদেশ থেকে আলিবাবা, আলি এক্সপ্রেস থেকে বিভিন্ন প্রকারের পণ্য কিনতে চাই। 

কিন্তু আমাদের কাছে সঠিক পেমেন্ট মেথড না থাকার কারণে বা আলি এক্সপ্রেস থেকে কেনাকাটার নিয়ম না জানার কারণে আমরা আলিবাবা, আলি এক্সপ্রেস থেকে সঠিকভাবে পেমেন্ট করতে পারিনা যার কারণে পণ্য অর্ডার করতে পারি না। আজকের পোস্টটি আমরা আলোচনা করব কিভাবে ‘রিডট পে’ কার্ডটি ব্যবহার করে আপনি আলিবাবা আলি এক্সপ্রেস থেকে বিভিন্ন ধরনের পণ্য অর্ডার করতে পারেন। 

আলি এক্সপ্রেস থেকে কেনাকাটার নিয়ম

আলি এক্সপ্রেস থেকে কেনাকাটার জন্য প্রথমেই আপনি ‘রিডট পে’ অ্যাপ্লিকেশনের ভিতরে প্রবেশ করুন। ‘রিডট পে’ এমন একটি অ্যাপ্লিকেশন যে অ্যাপ্লিকেশন মাধ্যমে আপনি আপনার জাতীয় পরিচয় পত্র ব্যবহার করে ডুয়েল কারেন্সির ভার্চুয়াল কার্ড নিতে পারবেন। আর এই ভার্চুয়াল কার্ড ব্যবহার করে আপনি ইন্টারন্যাশনাল যেকোনো ওয়েবসাইট থেকে কেনাকাটা করতে পারবেন। যেমন: আলি বাবা, আলি এক্সপ্রেস, অ্যামাজন, থিমফরেস্ট ইত্যাদি।  

এছাড়াও এই কার্ডটি আপনি বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন। এখন সর্বপ্রথম গুগল প্লে স্টোর থেকে ‘Redotpay’ application টি ইন্সটল করে নিন। তারপর রিডট পে অ্যাপ্লিকেশনের ভিতরে প্রবেশ করুন এবং রেজিস্ট্রেশন/সইনআপ অপশন থেকে একটি একাউন্টট তৈরি করে নিন। Redotpay একাউন্ট করার প্রক্রিয়া দেখুন এখানে ক্লিক করে। অ্যাপে রেজিস্ট্রেশনের পর আপনার তথ্য দিয়ে লগইন করুন। তাহলে উপরে আপনার বর্তমান ব্যালেন্স স্ট্যাটাস দেখতে পারবেন। এখন আপনি এই টাকা ব্যবহার করে আলী এক্সপ্রেস থেকে বিভিন্ন পণ্য অর্ডার করতে পারবেন। 

আলি এক্সপ্রেস থেকে কেনাকাটার নিয়ম ২০২৪

এখন নিচে ফুটারে তিনটি অপশন দেখতে পাবেন। যেমন: 

  • Wallet 
  • Card 
  • Account

এখন আপনি ‘card’ অপশন ক্লিক করুন। তাহলে আপনার কার্ডটি চলে আসবে এবং কার্ডের লাস্ট ৪ (চার) ডিজিট সংখ্যা দেখতে পাবেন। তারপর নিচে Transactions অপশন আপনি কার্ডটি ব্যবহার করে যে সকল পন্য কেনাকাটা করছেন সকল তথ্য দেখতে পারবেন। 

 

আলি এক্সপ্রেস থেকে পণ্য অর্ডার নিয়ম

এখন আলি এক্সপ্রেস থেকে পণ্য অর্ডার করার জন্য সর্বপ্রথম আপনি Google play store থেকে আলি এক্সপ্রেস অ্যাপ্লিকেশনটি ইন্সটল করে নিন। তারপর অ্যাপের ভিতরে প্রবেশ করুন। আলী এক্সপ্রেস থেকে কেনাকাটা করতে গেলে সর্বপ্রথম আপনাকে আপনার পরিচয় অথবা সকল তথ্য সঠিকভাবে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তাই শুরুতে একাউন্ট তৈরি করে নিন এবং আপনার সকল তথ্য দিয়ে প্রোফাইল কম্পিল্ট করে নিন। তারপর আপনার পছন্দের পণ্যটি খুঁজে বের করুন এবং ভিতরে প্রবেশ করুন। 

আলি এক্সপ্রেস থেকে কেনাকাটার নিয়ম ২০২৪

তাহলে পণ্যটির সকল তথ্য চলে আসবে। এখন নিচে ‘Buy now’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনি প্রোডাক্ট ডিটেলস গুলো দেখতে পাবেন। এখন আপনার পণ্যের কালার, কোয়ালিটি ও দাম সবকিছু যদি দেখে শুনে ক্রয় করতে চাইলে নিকে ‘Continue’ বাটনে ক্লিক করুন।

 

তাহলে আপনাকে পরবর্তীতে নিয়ে যাবে। সেখানে ‘পেমেন্ট মেথড’ অপশন দেখতে পাবেন সেটিতে ক্লিক করুন। তাহলে বিভিন্ন প্রকারের পেমেন্ট মেথড অপশন চলে আসবে। আপনার কার্ডগুলো চলে আসবে। তাছাড়া আপনি যদি নতুন কার্ড এড করতে চান তাহলে ‘Add a new card’ অপশন ক্লিক করে কার্ড এড করে নিতে পারবেন। এখন আপনি যদি ‘রিডট পে’ কার্ড ব্যবহার করে পন্য অডার করতে চান তাহলে সেটি এড করে নিন। যেমন: Add a new card এ ক্লিক করার পর আপনার সমানে কত গুলো অপশন শোকরবো

  • Card number 
  • Cardholder name 
  • MM/YY (Expect date)
  • CVV

এখন আপনি ‘রিডট পে’ কার্ডটি ব্যবহার করে উপরের সকল তথ্য সঠিকভাবে পূরণ করুন এবং Save & Confirm অপশন ক্লিক করুন। তাহলে আপনার কার্ডটি এড হয়ে যাবে। এখন আপনি ‘রেডট পে’ কার্ডটি সিলেক্ট করে Confirm অপশন ক্লিক করুন। তাহলে কিছুটা সময় লোড নিবে এবং পেমেন্টটি সম্পন্ন হয়ে যাবে। তারপর নিচে ‘Pay now’ অপশন ক্লিক করুন। তাহলে দেখবেন আবারো লোড নেবে এবং কিছুক্ষণের ভিতরে ‘পেমেন্ট প্রসেসিং’চলে আসবে এবং দেখতে পাবেন Almost done! just a moment, please লেখা চলে আসছে। তাহলে পেমেন্টি সম্পন্ন হয়ে যাবে। 

আলি এক্সপ্রেস থেকে কেনাকাটার নিয়ম ২০২৪

তারপর আপনার মোবাইল ‘রেডট পে’ অ্যাপ্লিকেশন থেকে একটি নোটিফিকেশন চলে আসবে। সেখানে আপনার কার্ডের নম্বরটি দেওয়া থাকবে এবং আপনার পেমেন্ট সম্পূর্ণ হয়েছে সেটি লেখা থাকবে। এখন আপনি আবার ও ‘রেডট পে’ অ্যাপ্লিকেশন প্রবেশ করুন এবং ব্যালেন্স অপশনে দেখতে পাবেন আপনার ব্যালেন্স থেকে টাকা কেটে নিয়েছে। তারপরে নিচে ‘Card’ অপশনে ক্লিক করলে আপনার অর্ডারটি ‘Pending’ চলে আসবে এবং কিছুক্ষণ অপেক্ষা করলে আপনার অর্ডারটি কমপ্লিট হয়ে যাবে।

আশা করি, আর্টিকেলটি পড়ে আপনি আলি এক্সপ্রেস থেকে কেনাকাটা সহ যাবতীয় কাজ করতে পারবেন। এরকম আরোও গুরুত্বপূর্ণ কনটেন্ট পেতে চোখ রাখুন Kothabarta24 ওয়েবসাইটে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular posts

My favorites