বিকাশ App এর অসাধারণ কয়েকটি আপডেট সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। বাংলাদেশ সবচেয়ে জনপ্রিয় মোবাইল ব্যাংকিং এর নাম বিকাশ। বর্তমান সময়ে এমন একটি লোক খুঁজে পাওয়া যাবে না যার বিকাশ একাউন্ট নেই। জনপ্রিয় মোবাইল ব্যাংকিং বিকাশ কোম্পানি তাদের অ্যাপ্লিকেশনের ভিতরে বেশ কিছু পরিবর্তন নিয়ে এসেছে। যেমন:
- Subscription
- Coupon
- Global Search
- Savings
- Send money UI update
- Overall UI update ইত্যাদি।
আজকের পোস্টে আমরা বিকাশের নতুন আপডেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। তাহলে চলুন শুরু করা যাক।
বিকাশ App এর অসাধারণ কয়েকটি আপডেট ২০২৪
প্রথমে আমরা বিকাশ অ্যাপসের যে পরিবর্তনের কথা নিয়ে আলোচনা করব সেটি হলো: Subscription। তাহলে আপনি আপনার বিকাশ অ্যাপসে প্রবেশ করুন। তারপর স্ত্রোল করে একটু নিচে নামলে ‘Subscription’ অপশন দেখতে পাবেন। এখন আপনি Subscription অপশনে ক্লিক করে বিকাশের মাধ্যমে নেওয়া যত Subscription রয়েছে। সকল কিছু সাবস্ক্রিপশন থেকে ম্যানেজ করতে পারবেন।
এখন Subscription অপশনে ক্লিক করে আপনার বিকাশ থেকে নেওয়া সাবস্ক্রিপশন গুলো দেখতে পাবেন। এখন আপনি ‘Manage’ অপশনে ক্লিক করে তাদের আপনার বিকাশের লাস্ট পেমেন্ট ডেট, নেক্সট পেমেন্ট ডেট এবং এক্টিভ ইত্যাদি তথ্য দেখতে পাবেন। এছড়াও আপনি ‘Cancel Subscription’ অপশনে ক্লিক করে সাবস্ক্রিপশনটি ক্যান্সেল করতে পারবেন।
তাছাড়াও ‘Payment History’ অপশনে ক্লিক করে আপনার সাবস্ক্রাইপশন দেখতে পারবেন এবং Subscription পেমেন্ট ডেট দেখতে পাবেন। তাছাড়াও বিকাশের মাধ্যমে আপনি যত সাবস্ক্রাইবেশন নিবেন সকল subscription এখানে দেখতে পারবেন।
Coupon
বিকাশ App এর দ্বিতীয় আপডেটি হলো Coupon। বিকাশ App এর অসাধারণ আপডেটি জানতে প্রথমে বিকাশ এপ্লিকেশনে প্রবেশ করুন এবং উপরে লক্ষ্য করলে ‘Bird আইকন’ দেখতে পাবেন সেখানে ক্লিক করুন। তাহলে অনেকগুলো অপশন দেখতে পাবেন। এখন আপনি ‘Coupon’ অপশনে ক্লিক করুন।
তাহলে বিকাশ থেকে আপনাকে যে যে ‘Coupon’ দেওয়া হয়েছে সেগুলো দেখতে পারবেন এবং কুপনের তারিখ ও দেখতে পারবেন। তাছাড়াও বিভিন্ন সময়ে আপনি Coupon গিফট হিসেবে পাবেন এবং সেই ‘কুপন’ গুলো ব্যবহার করে আপনি আপনার মোবাইল রিচার্জ করতে পারবেন এবং নির্দিষ্ট শপিং মলে কেনাকাটা করতে পারবেন।
আরোও পড়ুন: ফেসবুকে স্টাইলিশ নাম যুক্ত করার নিয়ম
এখন আপনার সামনে এমন একটি পেইজ ওপেন হবে এবং সেখানে বলা হয়েছে Aarong, Shwapno, Bata, Apex ইত্যাদি শপ গুলো রয়েছে। এখন সেখানে আপনি যদি ৩০০ টাকার বেশি পেমেন্ট করেন এবং আপনি যদি এই Coupon ব্যবহার করেন। তাহলে আপনি ২৫ টাকা ডিসকাউন্ট পাবেন।
উদাহরণ স্বরূপ, আপনি কেএফসিতে খাবার খেয়েছেন এবং ৩০০ টাকার বেশি বিল হয়েছে। এখন আপনি চাচ্ছেন এই Coupon ব্যবহার করে বিল পরিশোধ করতে। এখন বিল পরিশোধ করার জন্য ‘Use Now’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে সেখানে Merchant Number এবং Qr Code Scan অপশন দেখতে পাবেন।
এখন আপনি ‘Tap To Scan Qr Code’ অপশনে ক্লিক করে আপনার Coupon কোডটি স্ক্যান করুন। তাহলে আপনার টোটাল এমাউন্টের পাশে এই Coupon এড হয়ে যাবে এবং যত টাকা ডিসকাউন্ট থাকবে সেটিও এড হয়ে যাবে। তাছাড়াও Coupon অপশনটি আপনি বিকাশের রিচার্জে অপশন থেকে ব্যবহার করতে পারবেন।
এখন আপনি আবারো বিকাশের হোম পেইজ প্রবেশ করুন। তাহলে ‘Mobile Recharge’ নামে একটি অপশন দেখতে পাবেন। সেখানে ক্লিক করুন। তারপর ‘Mobile Recharge’ থেকে যেকোনো একটি নম্বর সিলেক্ট করুন। তাহলে নিচে Coupon/Promo Code অপশনে দেখতে পাবেন।
এখন আপনি চাইলে ‘Coupon/Promo Code’ অপশনে ক্লিক করে আপনার ‘Coupon’টি এড করে মোবাইলে রিচার্জ করতে পারবেন। তাছাড়াও আপনি পেমেন্ট অপশন থেকে ইন্ডিভিজুয়ালি আলাদাভাবে ‘Coupon’ সিলেক্ট করে পেমেন্ট করতে পারবেন।
বিকাশ App আপডেট Global Search
বিকাশ App এর অসাধারণ আরেকটি আপডেট হলো Global search। আপনাদের ভিতরে অনেকেই আছেন যারা মোবাইল ব্যাংকিং সার্ভিস ব্যবহার করেন। কিন্তু জানেন না বিকাশ থেকে কোন কোন আউটলেটে কোন কোন জায়গাতে ডিসকাউন্ট দিয়ে থাকে। এখন আপনি যদি বিকাশ এপ্লিকেশনে প্রবেশ করেন। তাহলে নিচে ‘Sarah’ অপশন দেখতে পাবেন যার নাম ‘Global Search’। এখন আপনি ‘Sarah’ অপশনে ক্লিক করুন।
তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে সেখানে উপরে একটি সার্চ অপশন দেখতে পাবেন। উদাহরণস্বরূপ, আপনি সার্চ অপশনে ‘Cach Back’ লিখে সার্চ করলেন। তাহলে বিকাশ থেকে যে ক্যাশব্যাক রয়েছে সেগুলো অফার চলে আসবে। তাছাড়াও আপনি যদি সার্চ অপশনে ‘Electricity’ লিখে সার্চ করেন। তাহলে ইলেকট্রিসিটির ক্যাশব্যাক অফার গুলো চলে আসবে।
তাছাড়াও ‘Global Search’ অপশনে আসলে আপনি ‘Voice Sarah’ অপশন পাবেন। এখন ভয়েস সার্চ অপশনে ক্লিক করলে বেশ কিছু পারমিশন চাইবে। তাহলে পারমিশন গুলো দিয়ে ভয়েস দিয়ে গ্লোবাল সার্চ অপশনটি ব্যবহার করতে পারবেন।
Savings
এখন থেকে আপনি চাইলে বিকাশে দুইভাবে ‘Savings’ করতে পারবেন। যেমন:
- সাপ্তাহিক Savings এবং
- মাসিক Savings
আপনি সর্বনিম্ন ২৫০ নিয়ে সাপ্তাহিক Savings শুরু করতে পারবেন এবং সর্বনিম্ন ১,০০০ টাকা নিয়ে মাসিক Savings শুরু করতে পারবেন। বিকাশ এপ্লিকেশনে সেভিংস কিছু পরিবর্তন নিয়ে এসেছে। তাহলে পরিবর্তন গুলো দেখার জন্য বিকাশ অ্যাপসে প্রবেশ করুন। তাহলে অনেকগুলো অপশন দেখতে পাবেন। এখন আপনি ‘সেভিংস’ অপশনে ক্লিক করুন।
তাহলে ‘নতুন সেভিংস খুলুন’ নামে একটি অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করুন। তাহলে দুটি অপশন দেখতে পাবেন। যেমন:
- ডিপিএস (মুনাফা ভিত্তিক) এবং
- ইসলামিক ডিপিএস (শরিয়াহ্ ভিত্তিক)
এখন আপনি আপনার পছন্দ অনুযায়ী অপশনটি সিলেক্ট করুন। উদাহরণস্বরূপ, আপনি ডিপিএস (মুনাফা ভিত্তিক) অপশনটি সিলেক্ট করলেন। তাহলে দুটি অপশন দেখতে পাবেন। যেমন:
- সাপ্তাহিক এবং
- মাসিক
এখন আপনি ‘ডিপিএস এর ধরন’ অপশন দেখতে পাবেন। সেখানে ‘ডিপিএস এর ধরনটি সিলেক্ট করুন। তাহলে নিচে মেয়াদ চলে আসবে। এখন আপনি কত মাসের জন্য সাপ্তাহিক সেভিংস করবেন সেটি সিলেক্ট করুন। সাপ্তাহিক সেভিংসে আপনি দুটি ক্যাটাগরি পাবেন। যেমন:
- ৬ মাস এবং
- ১২ মাস।
তাহলে আপনি আপনার পছন্দ অনুযায়ী মাস সিলেক্ট করুন।তারপর নিচে ‘জমার পরিমাণ’ অপশন দেখতে পাবেন। সেখানে আপনি আপনার পছন্দ অনুযায়ী টাকা জমার পরিমান সিলেক্ট করুন। এখানে আপনি সর্বনিম্ন ২৫০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৫,০০০ টাকা পর্যন্ত সাপ্তাহিক বিকাশের মাধ্যমে সেভিংস করতে পারবেন।
একইভাবে আপনি যদি মাসিক সিলেক্ট করেন তাহলে চারটি ক্যাটাগরি দেখতে পাবেন। যেমন:
- এক বছর
- দুই বছর
- তিন বছর এবং
- চার বছর
তাহলে ‘ডিপিএস এর ধরন’ অপশনে আপনি আপনার পছন্দ অনুযায়ী ‘ডিপিএস এর ধরনটি সিলেক্ট করুন এবং পরিমাণ অপশনে আপনার পছন্দ অনুযায়ী টাকা সিলেক্ট করুন। এখানে আপনি সর্বনিম্ন ১ হাজার টাকা থেকে ১০,০০০ হাজার টাকা পর্যন্ত সেভিং করতে পারবেন।
তারপর নিচে থেকে ‘এগিয়ে যান’ অপশনে ক্লিক করুন এবং পরবর্তী অপশনে আপনার প্রতিষ্ঠান সিলেক্ট করুন। তারপর নামিনি বাছাই করে আপনি সাপ্তাহিক ডিপিএস খুলতে পারবেন।
Send money
বিকাশ App এর আরেকটি অসাধারণ আপডেট Send money। বর্তমানে বিকাশ অ্যাপ্লিকেশনে অনেকটাই পরিবর্তন এসেছে বিশেষ করে ইউআই সেকশনে। আপনি যদি বিকাশের হোম পেইজে প্রবেশ করেন তাহলে সেখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। এখন আপনি ‘Send Money’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে তিনটি অপশন দেখতে পাবেন। যেমন:
- Priyo Number
- Auto Pay এবং
- Group Send Money
এখানে সবগুলো অপশন আলাদা আলাদা চলে আসছে এবং উপরে সার্চের অপশনটিও চলে আসছে। উদাহরণস্বরূপ, আপনি আপনার পছন্দ অনুযায়ী যেকোনো একটি নম্বর সিলেক্ট করেন। তাহলে দেখবেন এমাউন্টের অপশনটিতে ও পরিবর্তন আনা হয়েছে। তাছাড়াও নিচে গিফটের অপশন গুলো দেখতে পাবেন।
এখন আপনি যদি বিকাশ অ্যাপ্লিকেশনের হোম পেইজে প্রবেশ করেন। তাহলে নিচে ‘My Bkash’ নামে একটা অপশন দেখতে পাবেন। সেখান থেকে Edit অপশনে ক্লিক করে বিকাশের মেনু গুলো কাস্টমাইজ করতে পারবেন। যেমন: Auto pay, Gp my, Number ইত্যাদি।
তাছাড়াও আপনি বিকাশ এপ্লিকেশনে হোম পেইজ থেকে ‘Cash Out’ অপশনে প্রবেশ করেন। তাহলে কন্টাকের যে অ্যাওয়াটার গুলো রয়েছে সেগুলো পরিবর্তন হয়েছে। আপনি যদি মাই বিকাশ থেকে ‘My Offers’ অপশনে প্রবেশ করেন। তাহলে সেখানে কিছু পরিবর্তন দেখতে পাবেন। বিশেষ করে ইউআই সেকশনে। এখানে আপনি ‘Bank to Bkash’ থেকে লেনদেন ২০টাকা ক্যাশব্যাক পাবেন।
আপনি যদি আপনার ব্যাংক একাউন্ট থেকে ২৪০ টাকা বিকাশে নিয়ে আসেন। তাহলে এখান থেকে ২০ টাকা আপনি ক্যাশব্যাক পাবেন। এখন ‘Get Offer’ অপশনে ক্লিক করলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে ‘Bank to Bkash’ অপশন দেখতে পাবেন। এখন এখান থেকে সরাসরি ‘Bank to Bkash’ অপশনে ক্লিক করে আপনার ব্যাংক একাউন্ট থেকে আপনার বিকাশে টাকা আনতে পারবেন এবং আপনি ২০ টাকা ক্যাশব্যাক পাবেন।
আশা করি, বিকাশ অ্যাপ এর এই আপডেটগুলো আপনাদের ভালো লাগবে। এরকম আরোও গুরুত্বপূর্ণ কনটেন্ট পেতে চোখটা এখন আমাদের ওয়েবসাইট।