অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্ট। আপনাদের মধ্যে যারা পবিত্র ঈদুল আজহার ছুটিতে বাড়িতে যাওয়ার চিন্তা ভাবনা করেছেন বা বনভোজনের পরিকল্পনা করছেন। তারা চাইলে অনলাইনের মাধ্যমে অগ্ৰিম ট্রেনের টিকিট কেটে নিতে পারবেন। আজকের পোস্টে আমরা দেখতে কিভাবে হাতে থাকা স্মার্ট ফোনটি ব্যবহার করে অনলাইনে অগ্ৰিম ট্রেনের টিকিট কাটবেন।
অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম
অনলাইনে ট্রেনের টিকিট কাটার জন্য সর্বপ্রথম আপনার মোবাইলের ডাটা সংযোগটি চালু করুন। তারপর মোবাইলে থাকা গুগল প্লেস্টোর অ্যাপটি ওপেন করুন এবং সার্চবারে ‘Rail Sheba’ লিখে সার্চ করুন। এখন সার্চ রেজাল্টে আসা প্রথম অ্যাপটি ইন্সটল করুন। অ্যাপটি সম্পূর্ণভাবে install হওয়ার পর অ্যাপটি Open করুন। তাহলে দুটি অপশন দেখতে পাবেন। যেমন:
- Login
- Registration
আরেও পড়ুন: অনলাইনে অগ্রমি বাসের টিকিট কাটার নিয়ম
এখন আপনি নতুন একাউন্ট তৈরি করার জন্য Registration অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী অপশনে নিয়ে যাবে। সেখানেই আপনার এনআইডি কার্ড অনুযায়ী সকল তথ্য পূরণ করতে হবে। যেমন:
- Mobile number
- NID number
- Date of birth
এখন উপরের অপশন গুলো সঠিকভাবে পূরণ করুন তারপর নিচ থেকে ‘I am not a robot’ অপশনে টিক চিহ্ন দিয়ে ‘Verify’ অপশনটিতে ক্লিক করুন। তাহলে ‘Verify’ হয়ে যাবে এবং সকল তথ্য দেখতে পাবেন।
তারপর নিচে Password অপশন দেখতে পাবেন। সেখানে একটি Password দিয়ে দিন। যাতে করে পরবর্তীতে লগইন করতে পারেন। তারপরে নিচে তিনটি অপশন দেখতে পাবেন। যেমন:
- Postal code
- Address
উপরে উল্লেখিত অপশন গুলো সঠিকভাবে বসিয়ে ‘Registration’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনার মোবাইল নম্বরের একটি ভেরিফিকেশন কোড অথবা OTP যাবে সেটি বসিয়ে verify অপশনে ক্লিক করুন। তাহলে আপনার একাউন্টি verify হয়ে যাবে এবং আপনার সামনে একটি পেইজ ওপেন হবে।
সেখান থেকে ‘I agree’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনার সামনে নতুন একটি পেইজ ওপেন হবে এবং সেখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। যেমন:
- Select station (From)
- Select station (To)
- Select class
- Select date
উপরের অপশন গুলোতে আপনি যে দিনের টিকিট কাটতে চাচ্ছেন। সেটি অনুযায়ী সঠিকভাবে পূরণ করুন এবং ‘Search trains’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনি আপনার সিলেক্টেড রুটের মধ্যে কোন কোন ট্রেন কখন বা কয়টা বাজে যাতায়াত করে তা দেখতে পাবেন। এখন আপনি যেই চেয়ার কোচে টিকিট কাটতে চান সেটির নিচে থাকা Book now অপশনে ক্লিক করুন। তাহলে আপনি ট্রেনের সিট গুলো দেখতে পাবেন। এখানে দুই ধরনের সিট দেখতে পাবেন।
- Yellow এবং
- White
হলুদ কালার যেই সিট গুলো সেগুলো ইতিমধ্যে বুকিং হয়ে গেছে এবং যেগুলো সাদা সেগুলো এখনো খালি আছে। এখন আপনি চাইলে সেগুলো থেকে আপনার পছন্দের সিটটি সিলেক্ট করতে পারবেন। আপনি চাইলে এক সাথে একাধিক সিট সিলেক্ট করতে পারবেন। আপনি আপনার পছন্দ অনুযায়ী সিট সিলেক্ট করুন তারপর ‘continue purchase’ অপশনে ক্লিক করুন।
এখন পরবর্তী অপশনে আপনার নাম দেখতে পাবেন এবং নিচে adult অপশন দেখতে পাবেন। সেখানে আপনি যার জন্য সিট কাটাচ্ছে সেটি সিলেক্ট করুন। যেমন:
- Adult
- Child
এখন নিচে আপনার ইমেইল এবং ফোন নম্বর দেখতে পাবেন। তারপর নিচে থেকে proceed অপশনে সিলেক্ট করুন। তাহলে আপনার টিকিট দেখতে পাবেন এবং কত টাকা খরচ হবে সেটি দেখতে পাবেন। এখন পেমেন্ট করার জন্য নিচে অনেকগুলো পেমেন্ট গেটওয়ে দেখতে পাবেন। যেমন:
- বিকাশ
- রকেট
- নগদ
- উপায়
- Ekpay
- Visa ইত্যাদি
এখন আপনি আপনার পছন্দ অনুযায়ী পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করুন। উদাহরণস্বরূপ, আপনি বিকাশ সিলেক্ট করলেন। এখন আপনার বিকাশ একাউন্টের নম্বরটি বসিয়ে confirm অপশনে ক্লিক করুন। তাহলে আপনার নম্বরে একটি ভেরিফিকেশন কোড অথবা ওটিপি পেয়ে যাবে সেটি বসিয়ে confirm অপশনে ক্লিক করুন। তাহলে আপনার পেমেন্টটি সম্পন্ন হবে।
এখন আপনি ‘View tickets’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনার ট্রেনের টিকিটটি শো করবে। এখন টিকিটটি ডাউনলোড করার জন্য নিচে ডাউনলোড নামে একটি অপশন দেখতে পাবেন। সেটাতে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন।