অনলাইনে মৌজা ম্যাপ আবেদন করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। সাধারণত জমি-জমা সংক্রান্ত বিভিন্ন কাজে আমাদের প্রয়োজন হয় মৌজা ম্যাপ। কিন্তু আমাদের অনেকের কাছে এই মৌজা ম্যাপ না থাকার কারণে বার বার ভূমি অফিসে কিংবা দালালদের সাহায্য নিতে হয়।
কিন্তু এখন আপনি চাইলে অনলাইনের মাধ্যমে দেশে কিংবা বিদেশ থেকে মৌজা ম্যাপ ডাগ যোগাযোগের মাধ্যমে নিতে পারবেন। আজকের পোস্টে আমরা আলোচনা করব। কিভাবে অনলাইনে মাধ্যমে দেশে কিংবা বিদেশ থেকে অনলাইনের মাধ্যমে মৌজা ম্যাপ আবেদন করবেন। এবং মৌজা ম্যাপ খুঁজে বের করবেন অথবা কিভাবে মৌজা ম্যাপ ডাক যোগাযোগের মাধ্যমে গ্রহণ করবেন।
অনলাইনে মৌজা ম্যাপ আবেদন
অনলাইনে মৌজা ম্যাপ আবেদন করার জন্য প্রথমে আপনার মোবাইল কিংবা কম্পিউটার ডাটা সংযুক্ত চালু করুন। তারপর মোবাইল কিংবা কম্পিউটারে থাকা যেকোন একটি ব্রাউজার ওপেন করুন এবং সার্চ অপশনে land gov bd লিখে সার্চ করুন। এখন সার্চ রেজাল্ট আসা প্রথম ওয়েবসাইটে প্রবেশ করুন। তাহলে আপনি এরকম একটি ইন্টারপেইজ দেখতে পাবেন। যেখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। যেমন:
- ই-নামজারি
- ভূমি উন্নয়ন কর
- স্মার্ট ভূমি রেকর্ড ও ম্যাপ
- স্মার্ট ভূমি নকশা
- মর্টগেজ তথ্য যাচাই এবং
- স্মার্ট ভূমি পিডিয়া
এখন আপনি ‘স্মার্ট ভূমি রেকর্ড ও ম্যাপ’ অপশন ক্লিক করুন। তারপর একটু স্ক্রোল করে নিচে নামলে আরোও কতগুলো অপশন দেখতে পাবেন। যেমন:
- নির্দেশিকা
- সার্ভে খতিয়ান
- নামজারি খতিয়ান
- মৌজা ম্যাপ এবং
- আবেদনের অবস্থা
এখন ‘মৌজা ম্যাপ’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনার সামনে একটি ফর্ম ওপেন হবে। সেখান আপনার তথ্য দিতে হবে।
ব্যক্তিগত তথ্য প্রদান করা
এখন আপনাকে নিজের সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিতে হবে। যেমন:
- বিভাগ
- জেলা
- উপজেলা
- সার্ভে টাইপ ও
- মৌজা
উপরের উল্লিখিত সকল তথ্য সঠিকভাবে পূরণ করুন। তাহলে আপনার সামনে স্বয়ংক্রিয়ভাবে সিট নং অপশনে Available সিট গুলো শো করবে। কারো কারো ক্ষেত্রে ১/২ সিট দেখাতে পারে। এখন আপনি শুরুতে ১ নং সিটে ডাবল ক্লিক করুন। তাহলে সিট টি ওপেন হয়ে যাবে। এখন আপনাকে এই সিটটি আবেদনের মাধ্যমে ডাগ যোগাযোগের নিতে পারবেন।
আরোও পড়ুনঃ মৌজা ম্যাপ ডাউনলোড করার উপায়
সেজন্য আপনি ‘আবেদন করুন’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনার সামনে একটি ফর্ম চলে আসবে। সেখান আপনার ব্যক্তিগত তথ্য দিয়ে ফর্মটি সঠিকভাবে পূরণ করতে হবে। যেমন:
- জাতীয় পরিচয় পত্র নং
- নাম (ইংরেজি) জাতীয় পরিচয় পত্র অনুযায়ী
- জন্ম তারিখ
- মোবাইল নম্বর এবং
- ক্যাপচা
এখন উপরিক্ত সকল তথ্য সঠিকভাবে আপনার জাতীয় পরিচয় অনুযায়ী বসিয়ে ‘যাচাই করুন’ অপশন ক্লিক করুন। তাহলে আপনার জাতীয় পরিচয় পত্র যাচাই সফল হয়ে যাবে। এখন নিচে দুটি অপশন দেখতে পাবেন। যেমন:
- ইমেইল এবং
- ঠিকানা
উপরে ইমেইল এবং ঠিকানা সঠিকভাবে পূরণ করুন। তারপর নিচে ‘আবেদন ধরন’ নামে একটি অপশন দেখতে পাবেন। সেখানে সেবা প্রদানের কপি অপশন ক্লিক করে ডাগ যোগাযোগ সিলেক্ট করুন এবং ‘সেবা প্রদানের স্থান’ এখন আপনি যদি মৌজা ম্যাপ দেশের ভিতরে নিতে চান তাহলে ‘দেশের অভ্যন্তরে সিলেক্ট’ করুন। আর দেশের বাহিরে নিতে চাইলে ‘দেশের বাহিরে’ সিলেক্ট করুন। এখন আপনার মৌজা ম্যাপটি নিতে কত টাকা খরচ হবে এবং তারিখ দেখতে পাবেন। যেমন:
- সম্ভাব্য প্রদানের তারিখ
- ম্যাপ ফি ৫২০ টাকা
- পোস্ট ফি ১১০ টাকা
- মোট ফি ৬৩০ টাকা
অনলাইনে মৌজা ম্যাপ আবেদন ফি পরিশোধ
আপনাকে মৌজা ম্যাপ নেওয়ার জন্য মোট ৬৩০ টাকা পেমেন্ট করতে হবে। এখন পেমেন্ট কারার জন্য নিচে থাকা যেকোন একটি পেমেন্ট মেথডে টাকা পাঠিয়ে দন
- বিকাশ
- রকেট
- নগদ উপায় এবং
- ekpay ইত্যাদি
এখন আপনি আপনার পছন্দ অনুযায়ী পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করুন। উদাহরণ স্বরূপ, আপনি ekpay সিলেক্ট করলেন। তারপর নিচে ক্যাপচা সঠিকভাবে পূরণ করে পরবর্তী ধাপ ( ফি পরিশোধ) অপশন ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী অপশনে নিয়ে যাবে। সেখানে পেমেন্ট গেটওয়ে ওপেন হয়ে যাবে। এখন আপনি ‘কার্ড’ অপশন সিলেক্ট করুন। তারপর পরবর্তী অপশনে ‘Visa’ সিলেক্ট করুন। তাহলে নিচে pay নামে একটি অপশন দেখতে পাবেন। এখন পরবর্তী অপশনে আপনার ‘visa card’ নম্বর এবং তথ্য দিয়ে ‘ok’ অপশন ক্লিক করুন।
তাহলে আপনার পার্সোনাল তথ্য ভেরিফিকেশন হবে এবং আপনার মোবাইল নম্বরে একটি ভেরিফিকেশন কোড বা OTP যাবে সেটি বসিয়ে ‘Submit’ অপশন ক্লিক করুন। তাহলে আপনার পেমেন্টটি successful হয়ে যাবে এবং একটি ফর্ম চলে আসবে সেখানে আপনার মৌজা ম্যাপটি চলে আসবে। সেখানে আপনি আপনার বিস্তারিত তথ্য দেখতে পারবেন। এখন আপনি প্রিন্ট অপশন ক্লিক করে আপনার মৌজা ম্যাপটি PDF আকারে সংরক্ষণ করুন।
আপনি চাইলে বিকাশ, রকেট, নগদ যেকোন একটি পদ্ধতিতে পেমেন্ট করতে পারবেন এবং অনলাইনে মৌজা ম্যাপ আবেদন করে সেটি সংগ্রহ করতে পারবেন। এই পদ্ধতিটি অনুসরণ করে আপনি চাইলে অনলাইনে মৌজা ম্যাপ সবগুলো সিট এর জন্য আবেদন করতে পারবেন।
আবেদনের পর নির্দিষ্ট তারিখের মধ্যে ডাক যোগাযোগ কর্মী এসে আপনাকে মৌজা ম্যাপ গুলো দিয়ে যাবে। আপনি যদি দেশের বাহিরে থেকে অনলাইনে মৌজা ম্যাপ আবেদন করে থাকেন। তাহলে নির্দিষ্ট তারিখে ডাকযোগে আপনার ঠিকানায় সেটি পাঠিয়ে দেওয়া হবে।
আশা করি, আর্টিকেলটি পড়ে অনলাইনে মৌজা ম্যাপ আবেদন করে নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। এরকম আরো গুরুত্বপূর্ণ পোস্ট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে ধন্যবাদ!
[…] আরোও পড়ুন: অনলাইনে মৌজা ম্যাপ আবেদন করার নিয়ম। […]
[…] আরোও পড়ুন: অনলাইনে মৌজা ম্যাপ আবেদন করার নিয়ম। […]