বাড়ির আশেপাশে থাকা Wifi Password জানার উপায়

সম্মানিত পাঠকবৃন্দ,  আমাদের সকলের কাছেই ওয়াইফাই নামক কথাটি সুপরিচিত। ওয়াইফাই ব্যবহার করার ফলে আলাদাভাবে  সিমের মধ্যে কোন ইন্টারনেট প্যাকেজ লোড দেয়ার প্রয়োজন পড়ে না। এছাড়াও ওয়াইফাই ব্যবহার করে আনলিমিটেড ইন্টারনেট ব্রাউজিং করা সম্ভব। এজন্য প্রায় অনেকের কাছেই ওয়াইফাই ব্যবহার করার ইচ্ছা। বাড়ির আশেপাশে থাকা Wifi Password জানার জন্য অনেকেই অনেক ভাবে চেষ্টা করে থাকেন। এজন্য গুগলে সার্চ করেন বাড়ির আশেপাশে থাকা Wifi Password  দেখে।  আপনার নিশ্চয়ই আপনার বাড়ির পাশের ওয়াইফের পাসওয়ার্ড জানার আগ্রহ এজন্যই এই পোস্টটি এতটা গুরুত্ব সহকারে পড়ছেন। চলুন তাহলে জেনে নেওয়া যাক কিভাবে আপনি আপনার বাড়ির আশেপাশে থাকা Wifi Password জানতে পারবেন।

বাড়ির আশেপাশে থাকা Wifi Password জানার উপায়

বাড়ির আশেপাশে থাকা Wifi Password বের করতে হলে নিজের দেওয়া নির্দেশনা অনুসরণ করতে পারেন। ওয়াইফাই এর মালিক যদি আপনার ফোনে পাসওয়ার্ড বসিয়ে রাখে তাহলে আপনি সেই পাসওয়ার্ড কিভাবে জানতে পারবেন এবং সেটি চেঞ্জ করতে পারবেন সে সম্পর্কেও নিজে আলোচনা করব।  এই মুহূর্তে চলুন জেনে নেওয়া যাক প্রাথমিকভাবে বাড়ির আশেপাশে থাকা Wifi Password জানার উপায় কি। 

১। আপনার পাশের বাড়ির যে কারো ওয়াইফাই আপনি ব্যবহার করতে ইচ্ছুক হলে আপনি সেই পাসওয়ার্ডের মালিকের সাথে কথা বলুন।  আপনার সাথে ভালো সম্পর্ক থাকলে তিনি আপনাকে সহজে পাসওয়ার্ড দিয়ে দিতে পারেন। ভাগ্য ভালো হলে ওয়াইফের মালিক আপনাকে পাসওয়ার্ড দিয়ে ওয়াইফাই ব্যবহার করার অনুমতি দিবে। এছাড়া আপনি যদি কোন অসৎ উপায়ে বাড়ির আশেপাশে থাকা Wifi Password  জানার চেষ্টা করেন তাহলে যেটা হবে,  দীর্ঘ সময় ধরে চেষ্টা করার পর হয়তোবা আপনি wi-fi এর পাসওয়ার্ড পেয়ে গেলেন। কিন্তু রাউটারের মালিক এক নিমিষে ওয়াইফাই এর পাসওয়ার্ড পরিবর্তন করবে, আপনার চেষ্টা ব্যর্থ।  তখন মাথায় হাত দেওয়া ছাড়া আপনার কিছুই করার থাকবে না আর। 

২। একবার ওয়াইফের পাসওয়ার্ড পেয়ে গেলে আপনি চাইলে অন্য কে ও পাসওয়ার্ড দিতে পারবেন। কিংবা আপনার অন্য মোবাইলেও কানেক্ট করে ব্যবহার করতে পারবেন। বর্তমান সময়ে আধুনিক মোবাইল ফোন গুলোতে কানেক্টেড থাকা wi-fi নেটওয়ার্কের পাসওয়ার্ড খুব সহজেই QR কোড স্ক্যানের মাধ্যমে বের করে নেওয়া যায়। 

ল্যাপটপ বা কম্পিউটার থেকে ওয়াইফাই পাসওয়ার্ড জানার উপায়

আপনার ল্যাপটপ কিংবা কম্পিউটারে সেট করা ওয়াইফাই এর পাসওয়ার্ড বের করার নিয়ম দেখে নিন। প্রথমত আপনার ডেক্সটপের ‘রান’ কমান্ডে যেতে হবে। রান কমান্ডে যাওয়ার জন্য (Windows key+R) একসাথে চেপে ধরতে হবে। রাম কমান্ড চালু হওয়ার পর কমান্ডে ncpa.cpl এবং ‘Ok’ তে ক্লিক করতে হবে। অতঃপর আপনার ডেক্সটপে যতগুলো ওয়াইফাই নেটওয়ার্ক কানেক্ট করা আছে সেগুলো লিস্ট আকারে দেখতে পাবেন। 

আপনাকে সিলেক্ট করে দিতে হবে আপনি কোন ওয়াইফাই এর পাসওয়ার্ড বের করতে চান, সেই wifi এর উপরে ডাবল ক্লিক করুন। আপনার কম্পিউটারের স্ক্রিনে একটি নতুন ইন্টারফেস আসবে।  সেখান থেকে ‘ ওয়ারলেস প্রোপার্টিস’  লেখা অপশনটির উপর ক্লিক করুন।  এবার নতুন আরেক টেন্স আসবে সেখান থেকে খুঁজে বের করুন ‘ সিকিউরিটি’ অপশন  এবং ক্লিক করুন।  এখন আপনার সামনে একটি পেজ ওপেন হবে যেখানে আপনি Wifi Password পেয়ে যাবেন। 

অন্যের ওয়াইফাই পাসওয়ার্ড জানার উপায়- কিভাবে বাড়ির আশেপাশে থাকা Wifi Password বের করবো

মোবাইল ফোন ব্যবহার করে কিভাবে ওয়াইফাই পাসওয়ার্ড বের করা যায় সেটি জানতে পারবেন এই অংশে।  আপনার মোবাইল থেকে ওয়াইফাই অপশনে চলে যান। এবার নিজেই নেটওয়ার্ক বা ওয়াইফাই নেটওয়ার্ক এ কানেক্ট রয়েছেন সেটির উপর ট্যাব করুন। স্ক্রিনের মধ্যে ‘মডিফাই নেটওয়ার্ক’ নামে কোন অপশন দেখতে পেলে সেখানে ক্লিক করুন। এরপরে ‘ শো এডভান্স’  অপশন পেয়ে যাবেন, সো এডভান্স অপশনে প্রবেশ করুন।  তারপর সেখানে গিয়ে ‘ডিএইচসিপি’ তে ক্লিক করুন এবং ‘স্ট্যাটিক’ করে দিন। 

আপনার সামনে একটি নতুন ইন্টারফেস ওপেন হবে, সেখানে ‘গেটওয়ে’ নামে একটি অপশন দেখতে পারবেন। অপশনটি নিয়েছে আইপি অ্যাড্রেস এর মত একটি নাম্বার দেখা যাবে নাম্বারটি কপি করে রাখুন অথবা কোথাও লিখে রাখুন পরবর্তীতে প্রয়োজন হবে। এবার আপনার মোবাইলের যেকোনো একটি ব্রাউজার ওপেন করুন এবং ‘গেটওয়ে’  নাম্বারটি লিখুন অথবা পেস্ট করুন।  এবার আপনার সামনে ইউজারনেম এবং পাসওয়ার্ড চাইবে।  ইউজারনেম অপশনে ছোট হাতের ইংরেজি অক্ষর দিয়ে ‘admin’ লিখুন। একইভাবে পাসওয়ার্ড অপশনেও ‘admin’ লিখুন। এবার আপনার সামনে নতুন একটি ইন্টারফেস আসবে এখানে আপনি ওয়াইফাই এর সমস্ত ডিটেলস পেয়ে যাবেন এবং পাশাপাশি ওয়াইফাই এর পাসওয়ার্ড পেয়ে যাবেন। এই নিয়মটি ব্যবহার করে আপনি আপনার বাড়ির আশেপাশে থাকা Wifi Password  বের করতে পারবেন।  তবে ওয়াইফাই এর মালিক যদি ডিফল্ট ইউজারনেম এবং পাসওয়ার্ড পরিবর্তন করে দেয় তাহলে এই নিয়মটি কাজ করবে না।

Leave a Comment

%d