HomeTips And Trickঅনলাইনে পল্লী বিদ্যুৎ আবেদন করার নিয়ম ২০২৪

অনলাইনে পল্লী বিদ্যুৎ আবেদন করার নিয়ম ২০২৪

অনলাইনে পল্লী বিদ্যুৎ আবেদন করার নিয়ম, অনলাইনে নতুন পল্লী বিদ্যুৎ আবেদন, পল্লী বিদ্যুৎ আবেদন করতে কি কি ডকুমেন্ট লাগবে, পল্লী বিদ্যুৎ আবেদন করার ওয়েবসাইট ও নতুন পল্লী বিদ্যুৎ আবেদন ফর্ম সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্ট।

 

অনলাইনে পল্লী বিদ্যুৎ আবেদন

অনলাইনে পল্লী বিদ্যুৎ আবেদন করার জন্য সর্বপ্রথম আপনার মোবাইল কিংবা কম্পিউটার ডাটা সংযোগ চালু করুন। তারপর মোবাইল কিংবা কম্পিউটারে থাকা যেকোনো একটি ব্রাউজার ওপেন করুন এবং সার্চ অপশনে rebpbs লিখে সার্চ করুন। এখন সার্চ রেজাল্টে আসা প্রথম ওয়েবসাইটে প্রবেশ করুন। তাহলে আপনার সামনে একটি পেইজ চলে আসবে সেখান থেকে উপরে অনেকগুলো অপশন দেখতে পাবেন। যেমন:

  • হোম
  • আবেদন 
  • শিপ্ল সংযোগের আবেদন 
  • জামানত ও ফি জমা 
  • অভিযোগ দিন
  • ওয়্যারিং পরিদর্শকের তালিকা 
  • লগইন এবং 
  • Privacy policy 

অনলাইনে পল্লী বিদ্যুৎ আবেদন

এখন ‘আবেদন’ অপশন ক্লিক করুন। তাহলে আপনার সামনে পল্লী বিদ্যুৎ আবেদন ফর্ম ওপেন হবে এবং প্রথম অপশন বিদ্যুৎ অফিসের বিবরণ নামে একটি অপশন দেখতে পাবেন। সেখানে দুটি অপশন থাকবে। যেমন: 

  • সমিতির নাম এবং 
  • জোনাল অফিস 

এখন উপরে উল্লেখিত সমিতির নাম এবং জোনাল অফিস সঠিকভাবে পূরণ করুন। তারপর নিচে সংযোগ অপশনে ‘সংযোগের ট্যারিফ’ অপশনটিতে আপনার ‘সংযোগের ট্যারিফ’বসিয়ে দিন। তারপরে নিচে ‘আবেদনকারীর বিবরণ’ অনেকগুলো অপশন দেখতে পাবেন। যেমন:

  • আবেদনকারীর নাম (বাংলায়)
  • পিতার নাম (বাংলায়)
  • মাতার নাম (বাংলায়)
  • স্বামী/স্ত্রীর নাম (বাংলায়)
  • জন্ম তারিখ (ইংরেজিতে)
  • জাতীয় পরিচয় পত্রের নম্বর (ইংরেজিতে) 
  • মোবাইল নম্বর (ইংরেজিতে)
  • ইমেইল (ইংরেজিতে)
  • টিআইএন নম্বর (ইংরেজিতে) (আবেদনের শর্তাবলীর ঙ নং দেখুন)
  • জাতীয়তা 
  • পাসপোর্ট (ইংরেজিতে)
  • ফোন নম্বর (ইংরেজিতে) এবং 
  • লিঙ্গ 

এখন উপরে উল্লেখিত সকল তথ্য সঠিকভাবে পূরণ করুন। তারপরে নিচের স্থায়ী ঠিকানার অপশনে অনেকগুলো অপশন দেখতে পাবেন। যেমন:

  • জেলা 
  • উপজেলা
  • থানা
  • ইউনিয়ন 
  • ডাকঘর
  • পোস্ট কোর্ড (ইংরেজিতে)
  • গ্রাম 
  • মহল্লা/রোড নম্বর (বাংলা) 
  • বাড়ির নাম/হোল্ডিং নম্বর (বাংলা)

এখন উপরে অপশনে উল্লেখিত আপনার ঠিকানা অনুযায়ী সকল তথ্য সঠিকভাবে পূরণ করুন এবং নিচে প্রস্তাবিত বিদ্যুৎ সংযোগ স্থলের বিবরণ অপশন আবারও অনেকগুলো অপশন দেখতে পাবেন। যেমন:

  • জেলা 
  • উপজেলা 
  • থানা 
  • ইউনিয়ন 
  • ডাকঘর (বাংলায়)
  • পাড়া/রোড নম্বর (বাংলায়)
  • বাড়ির নাম/ফোল্ডিং নম্বর (বাংলায়)
  • মৌজা (বাংলায়)
  • দাগ নম্বর (ইংরেজিতে)
  • খতিয়ান নম্বর (ইংরেজিতে
  • জমির মালিকানার ধরন এবং 
  • জমির আইনগত মালিক (বাংলা) 

আরোও পড়ুন: অনলাইনে মৌজা ম্যাপ আবেদন করার নিয়ম।

উপরে উল্লেখিত অপশন গুলোতে সঠিক তথ্য প্রদান করুন। তারপর নিচে জিওগ্রাফিক তথ্য দেখতে পারবেন এবং তার নিচে অনেকগুলো অপশন দেখতে পাবেন। যেমন:

  • নিকটবর্তী সার্ভিস পোল হইতে দূরত্ব (ইংরেজিতে) এবং হিসাব নম্বর (ইংরেজিতে)
  • একই ট্রাস্নফরমারের আওতায় পার্শ্ববর্তী গ্রাহকের মিটার (ইংরেজিতে) এবং পোল নম্বর (ইংরেজিতে)

অনলাইনে পল্লী বিদ্যুৎ ফরম পূরণ

তারপর নিচে ‘কানেকশন এর বিবরণ’ অপশনে আবেদনের প্রকৃতি বসিয়ে দিন। পরবর্তী ‘লোড’ অপশনে অনেক গুলো অপশন দেখতে পাবেন। যেমন:

  • আইটেমের নাম 
  • আইটেমের সংখ্যা (ইংরেজিতে) 
  • লোড/আইটেম (ওয়াট, ইংরেজিতে) এবং 
  • মোট লোড (ওয়াট, ইংরেজিতে) 

তারপর ‘চাহিদাকৃত লোড’ অপশন দেখতে পাবেন সেখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। যেমন:

  • মোট লোড (কিঃওঃ)
  • ফেইজ
  • ভোল্ট

এখন উপরে উল্লেখিত সকল তথ্য সঠিকভাবে পূরণ করুন এবং নিচে পরবর্তী ‘ছবি,জাতীয় পরিচয় পত্র এবং খারিজ আপলোড করুন’ অপশন আপনাকে ছবি আপলোড করতে হবে। যেমন:

  • ছবি সর্বোচ্চ সাইজ (৩০০×৩০০) ১৫০ কিলোবাইট
  • জাতীয় পরিচয় পত্র সর্বোচ্চ সাইজ (৬০০×৪৭৫) ৩০০ কিলোবাইট এবং 
  • খারিজ সর্বোচ্চ সাইজ ৭০০ কিলোবাইট এবং নিজ জমির মালিক না হলে উত্তরাধীকার সনদ আপলোড করুন। একাধিক ডকুমেন্ট থাকলে PDF ফাইল আপলোড করুন।

অনলাইনে পল্লী বিদ্যুৎ আবেদন করার নিয়ম

উপরে উল্লিখিত অপশন গুলো আপনি আপনার/উত্তরাধীকার ছবি, জাতীয় পরিচয় পত্র এবং খারিজ ছবি আপলোড করুন। এখন আপনি যদি সঠিকভাবে ছবির সাইজ না করতে পারেন তাহলে অনলাইনের মাধ্যমে আপনার ছবির সাইজ ঠিক করে নিন। এখন ছবি আপলোড করার পরে নিচে একটি নোটিশ দেখতে পাবেন। ‘আমি পল্লী বিদ্যুৎ সমিতির সাথে একমত’ নোটিশটির আগে থাকা বক্সে টিকমার্ক করে দিন। তারপর নিচে একটি ক্যাপচা দেখতে পাবেন। সেখানে সঠিকভাবে ক্যাপচাটি পূরণ করে ‘সংরক্ষণ করুন’ অপশনে ক্লিক করুন। 

তাহলে আপনার আবেদনটি সাবমিট হয়ে যাবে এবং আপনার সামনে একটি পপআপা আসবে সেখানে আপনার সেই পপআপা ট্যাকিং নম্বর এবং ট্র্যাকিং আইডি দেওয়া থাকবে। তাছাড়া আপনার মোবাইল ফোনে একটি নোটিফিকেশন/ এসএমএস চলে যাবে। সেখানে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।

আশা করি, আর্টিকেলটি পড়ে আপনি বুঝতে পেরেছেন কিভাবে অনলাইনে পল্লী বিদ্যুৎ আবেদন করবেন। এরকম আরোও গুরুত্বপূর্ণ কনটেন্ট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular posts

My favorites