HomeBlogব্লগ তৈরি করার নিয়ম ২০২৪

ব্লগ তৈরি করার নিয়ম ২০২৪

ব্লগ তৈরি করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। আপনি হয়ত শুনে থাকবেন বর্তমানে অনেকে ব্লগ তৈরি করে সেখানে কনটেন্ট ছেড়ে গুগল অ্যাডসেন্স থেকে প্রতিমাসে হাজার হাজার টাকা ইনকাম করছে। এখন থেকে আপনিও চাইলে নিজে নিজে ব্লগ তৈরি করে অনলাইন থেকে আয় করতে পারবেন। 

 

ব্লগ তৈরি করার নিয়ম

ব্লগ তৈরি করার জন্য সর্বপ্রথম আপনার মোবাইল কিংবা কম্পিউটারের ডাটা সংযোগ চালু করুন। তারপর মোবাইল কিংবা কম্পিউটারে থাকা যেকোন একটি ব্রাউজার ওপেন করুন এবং সার্চবারে ‘Blogger’ লিখে সার্চ করুন। তাঁরপর সার্চ রেজাল্টে আসা ‘Blogger’ ওয়েবসাইটে প্রবেশ করুন। তাহলে আপনার সামনে এমন একটি পেইজ ওপেন হবে। 

ব্লগ তৈরি করার নিয়ম

এখন আপনি ‘Create Your blog’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনার সামনে আপনার ফোনে থাকা সকল gmail শো করবে। এখন আপনি যে জিমেইলটি ব্যবহার করে ব্লগ তৈরি করতে চান সেটি সিলেক্ট করুন। তাহলে আপনাকে ব্লগ তৈরি করার জন্য একাউন্ট ইন্টারফেসে নিয়ে যাওয়া হবে। 

এখন শুরুতে আপনার ব্লগের জন্য একটি টাইটেল নির্বাচন করতে হবে। অর্থাৎ আপনি কি ধরনের ব্লগ তৈরি করতে চাচ্ছেন সেই রিলেটেড একটি টাইটেল ব্যবহার করুন। এখানে আপনি চাইলে আপনার ব্লগের ডোমেন নামটিও ব্যবহার করতে পারেন। ‘Title’ বসানো হয়ে গেলে ‘Next’ অপশন এ ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী অপশনে নিয়ে যাবে। 

সেখানে আপনার ‘Address’ দিতে হবে। অর্থাৎ আপনার ব্লগের নাম বা ডোমেইন নাম দিতে হবে। যেমন: google.com, bongovasha.com, bongodesh24.com ইত্যাদি। ব্লগার যেহেতু একটি ফ্রি ডোমেইন ও হোস্টিং সার্ভিস প্রোভাইডার তাই আপনার ডোমেইনের সাথে ডিপল্টভাবে .blogspot যুক্ত থাকবে। যেমন: bongovasha.blogspot.com। 

আরোও পড়ুন: বাংলাদেশ থেকে পেপাল একাউন্ট খুলুন

একটি কথা মনে রাখবেন। আপনি ডোমেইন এড্রেস বসানোর পর যদি Not available আসে তাহলে চিন্তিত হওয়ার কারণ নেই। Not available আসার কারণ হলো আপনি যে নামটি ব্যবহার করেছেন সেটি ইতিপূর্বে কেউ ব্যবহার করেছে তাই নট এভেইলেবল দেখাচ্ছি। সুতরাং আপনি সেই নাম ব্যবহার না করে অন্য নাম ব্যবহার করতে পারেন তাহলে Available দেখাবে। তাহলে আপনার ‘Address’ টি বসিয়ে ‘Next’ অপশনে ক্লিক করুন।

ব্লগ তৈরি করার নিয়ম

এছাড়া আপনি চাইলে বিভিন্ন ডোমেন প্রোভাইডার থেকে Top Level domain ক্রয় করে আপনার ব্লগে যুক্তে করতে পারবেন। এতে করে খুবদ্রত রেংক করতে পারবেন।

এখন পরবর্তী অপশনে আপনি ‘Confirm Your Display Name’ নামে একটি অপশন দেখতে পাবেন। অর্থাৎ আপনার ওয়েবসাইটের যে ‘Display Name’ থাকবে সেটি এখানে বসিয়ে ‘Finsh’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনার ব্লগ ওয়েব সাইটটি তৈরি হয়ে যাবে। এখন আপনি ‘3 মাইনাস’ অপশনে ক্লিক করে সকল মেনু দেখতে পারবেন।

তাহলে প্রথমেই আপনার ব্লগ সাইটের নাম দেখতে পাবেন এবং তার নিচে ‘New Blog’  নামে একটি অপশন দেখতে পাবেন। সেখানে ক্লিক করে আরোও নতুন ব্লগ সাইট তৈরি করতে পারবেন। একটি জিমেইল একাউন্টের আন্ডারে আপনি ১ হাজার থেকে ও বেশি ব্লগ সাইট তৈরি করতে পারবেন। এখন আপনি চাইলে আপনার ব্লগ সাইটে নতুন পোস্ট আপলোড করতে পারবেন। 

ব্লগ তৈরি করার নিয়ম

তাহলে নতুন পোস্ট তৈরি করার জন্য ‘New post’ অপশনে ক্লিক করে আপনার কন্টেন্ট লিখে ‘publish’ অপশনে ক্লিক করে  ‘Confirm’ অপশনে করলে আপনার পোস্টেটি আপলোড হয়ে যাবে। তাছাড়াও ‘Post’ অপশনে ক্লিক করে আপনার সাইটের টোটাল পোস্ট দেখতে পারবেন এবং আপনার পোষ্টের ‘View’ ইত্যাদি দেখতে পারবেন।

তারপর ‘stats’ অপশনে ক্লিক করে আপনার ওয়েবসাইটের ভিজিটর সকল তথ্য দেখতে পাবেন। কোন পোস্টে কত ভিজিটর, কোন দেশ থেকে ভিজিটর আসছে ইত্যাদি সকল তথ্য দেখতে পাবেন। তারপর ‘Comments’ অপশন থেকে কোন ভিজিটর যদি আপনার কোন পোস্টে কমেন্ট করে সেটিও দেখতে পারবেন। 

এখন ‘Earning’ অপশনে ক্লিক করলে ‘Create AdSense Account’ অপশন দেখতে পাবেন। এখানে আপনাকে একটি ‘AdSense Account’ অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং এখানে যুক্ত করতে হবে। এই ‘Earning’ প্যানেল থেকে আপনি ‘AdSense Account’ মাধ্যমে টাকা উপার্জন করতে পারবেন। তারপর ‘Pages’ অপশনে ক্লিক করে আপনার ব্লগ সাইটের পেইজ দেখতে পারবেন। ব্লগ সাইটের ‘Pages’ অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

তারপর পরবর্তী অপশন অর্থাৎ, ‘Layout’ অপশনে ক্লিক করে আপনার ওয়েবসাইট কাস্টমাইজ বা এসইও করতে পারবেন। এখানে ‘Layout’ অপশনের মাধ্যমে আপনি থিম আপলোড, পেইজ সেট আপ ইত্যাদি সকল কাজ করতে পারবেন। তারপর ‘Theme’ অপশনে ক্লিক করে এখান থেকে ফ্রি ‘থিম’ আপনার সাইটে এড করতে পারবেন। তাছাড়াও থিম টিকে ‘Customize’ করতে পারবেন এবং Backup’ নিতে পারবেন ও নতুন ‘Theme’ এড করতে পারবেন।

তারপর ‘Setting’ অপশন থেকে আপনার ওয়েবসাইটে সকল ‘Setting’ কাজ করতে পারবেন এবং ‘View blog’ অপশন অর্থাৎ, আপনি যে ওয়েবসাইট তৈরি করেছেন সেই ওয়েবসাইট হোম পেইজ দেখতে পারবেন।

প্রপেশনালী ব্লগ তৈরি করার নিয়ম

এখন প্রফেশনালি ব্লগিং শুরু করার জন্য ব্লগে কনটেন্ট ছাড়া পূর্বে একটি সুন্দর থিম আপলোড করুন, ব্লগটি এসইও করুন এবং আপনার ডোমেন নামে একটি লোগো ও ফেভিকন তৈরি করুন। তারপর থিম সেটআপ করে সেগুলো সঠিকভাবে আপলোড করে দিন। এই সকল কাজ আপনি YouTube এ ভিডিও দেখে করতে পারবেন। 

আপনি যদি আপনার ব্লগ সাইটকে ইনকামের উপযুক্ত করতে চান তাহলে আপনাকে বেশ কিছু কাজ করতে হবে। যেগুলো  নিম্নে তুলে ধরা হলো:

  • ব্লগে একটি সুন্দর থিম আপলোড করা
  • একটি লোগো যুক্ত করা
  • ব্লগ কাস্টমাইজ বা এসইও করা
  • ব্লগে About us, Contact us, Privacy Policy ও Terms and condition পেজ যুক্ত করা
  • নিয়মিত ইউনিক কনটেন্ট লেখা
  • AI, ট্যান্সলেট, রিরাইট আর্টিকেল ছাড়া থেকে বিরত থাকা। 
  • অ্যাডসেন্স পলিসি বাইল্যুশন কনটেন্ট পরিহার করা। 
  • কপিরাইট ফ্রি ইমেজ তৈরি ও কনটেন্ট লেখা।

আপনি যদি উপরোক্ত কয়টি বিষয় মাথায় রেখে কাজ করতে পারেন। তাহলে আপনি খুব সহজে একটি ব্লগ সেট তৈরি করেন সেখান থেকে ইনকাম করতে পারবেন। 

আশা করি, আজকের আর্টিকেলটি পড়ে আপনি বুঝতে পেরেছেন কিভাবে একটি ব্লগ তৈরি করা যায় এবং সেটিতে কাজ করা যায়। এরকম গুরুত্বপূর্ণ কন্টেন্ট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular posts

My favorites