কি দেখে ল্যাপটপ কিনবেন অথবা কিভাবে আপনার জন্য সেরা ল্যাপটপটি বেছে নিবেন এই সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। আমাদের ভিতরে অনেকে ল্যাপটপ কিনতে চায়। কিন্তু কোন ল্যাপটপটি কিনবেন, কি দেখে ল্যাপটপ কিনবেন, কোন ল্যাপটপটি আপনার জন্য ভালো হবে এসব বিষয়ে অনেকে জানেন না। তাই তাদের জন্য আজকের পোস্টটি।
কি দেখে ল্যাপটপ কিনবেন
আপনার যা ল্যাপটপ কেনার জন্য আগ্রহী এবং নিজের জন্য একটি সেরা ল্যাপটপ কেনার কথা ভাবছেন তারা এই ৫টি বিষয়ে খেয়াল রেখে ল্যাপটপ কিনলে কখনো ঠকবেন না। তাই ধৈর্য সহকারে আমাদের আর্টিকেলটি পড়ুন। তাহলে আপনি বুঝতে পারবেন কি দেখে ল্যাপটপ কিনবেন এবং আপনার জন্য সেরা ল্যাপটপ কিভাবে বেছে নিবেন।
নম্বর ০১: ল্যাপটপ নাকি ডেস্কটপ কোনটি কিনবেন?
আমরা অনেকেই চিন্তা করি ল্যাপটপ কিনব নাকি ডেক্সটপ কিনবো। কোনটি কিনলে ভালো হবে? বা কোনটি আপনার কেনা উচিত। শুরুতে এই বিষয় নিশ্চিত হোন। কারণ দেখা গেছে অনেকে ল্যাপটপ কিনে অনেক বড় বড় কাজ করতে চায় কিন্তু যেগুলো আদৌ ল্যাপটপ দিয়ে করা সম্ভব নয়। যার কারণে পরবর্তীতে সমস্যার সম্মুখীন হতে হয়। তাই শুরুতেই সিদ্ধান্ত নিন আপনি কোনটি কিনবেন।
আরোও পড়ুন: পুরাতন iphone কিনার আগে যা জানা জরুরি।
ল্যাপটপ নাকি ডেক্সটপ? কোনটি আপনার জন্য ভালো হবে। এটি জানার জন্য আপনি ইউটিউব এর সাহায্য নিতে পারেন। ইউটিউবে অসংখ্য টিউটোরিয়াল পেয়ে যাবেন যেগুলো দেখে আপনি একটি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন।
নম্বর ০২: ল্যাপটপ ব্র্যান্ড
ধরুন আপনি একটি ল্যাপটপ কিনতে চাচ্ছেন। তাহলেই যে বিষয়গুলো মাথায় রেখে আপনাকে একটি ল্যাপটপ কিনতে হবে সেগুলো নিম্নে বর্ণনা করা হলো। ল্যাপটপ ক্রয় করার জন্য শুরুতেই আপনাকে একটি ব্র্যান্ড নির্বাচন করতে হবে। মনে রাখবেন একটি ভালো মানের ব্র্যান্ড এটি ভালো মানের ল্যাপটপ আপনাকেই উপহার দিতে পারে। তাই একটি ভাল মানের ল্যাপটপ ব্র্যান্ড নির্বাচন করুন যেমন:
- DELL
- LENOVO
- ASUS
- MSI
- ACER
- HP
এসব ব্র্যান্ডের ল্যাপটপ কেনার সবচেয়ে বড় সুবিধা হল after sales service অর্থাৎ ল্যাপটপ ক্রয় করার পর যদি এতে কোন ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে আপনি এদের থেকে সব সময় ফ্রি সার্ভিস নিতে পারবেন। তবে যারা গেমস খেলার জন্য ল্যাপটপ খুঁজছেন তারা MSI বা ASUS ব্র্যান্ডের ল্যাপটপ নিতে পারেন।
নম্বর ০৩: ল্যাপটপ প্রসেসর
একটি কম্পিউটারের ব্রেইন বা মস্তিষ্ক হল তারপর তাই একটি মানসম্মত প্রসেসর সংযুক্ত ল্যাপটপ কেনা অবশ্যই জরুরি। বাজারের সাধারণত AMD, ryzen ও Intel এর প্রসেসর পাওয়া যায়। কিন্তু কোন ব্র্যান্ডের প্রসেসরটি আপনার জন্য ভালো হবে বা কোন সিরিজের কোন জেনারেশনের প্রসেসর আপনার জন্য ভালো হবে সেটি জানাও জরুরী।
কারণ আপনার কাজের উপরে নির্ভর করে আপনাকে একটি প্রসেসর নির্বাচন করতে হবে। আমাদের ভিতরে অনেকেই ল্যাপটপ দিয়ে গেমিং করতে চান, আবার অনেকেই ভিডিও এডিটিং এর জন্য ল্যাপটপ নিতে চান। কেউ শুধুমাত্র সাধারণ ব্যবহারের জন্য ল্যাপটপ ক্রয় করতে চান। কিন্তু এক্ষেত্রে কোন প্রসেসরটি আপনার জন্য ভালো হবে সেটি যেন জরুরী। তাই ল্যাপটপ ক্রয় করার পূর্বে আপনার কাজের উপর নির্ভর করে একটি প্রসেসর বেছে নেন।
নম্বর ০৪: ল্যাপটপ RAM
আপনার কম্পিউটার এর পারফরম্যান্স কেমন হবে সেটি অনেকটাই এর র্যাম এর উপরে নির্ভর করে থাকে। আপনি যদি ল্যাপটপ এর বেসিক ফিচারগুলো ব্যবহারের জন্য একটি ল্যাপটপ নিতে চান যেমন: এমএস অফিস চালানো, নেট ব্রাউজিং করা, মুভি দেখা, ভিডিও কলে কথা বা চ্যাট করা ইত্যাদি তাহলে ৮ জিবি RAM সম্পন্ন একটি ল্যাপটপ ক্রয় করতে পারেন।
আবার আপনি যদি ভিডিও এডিটিং, গেমিং, গ্রাফিক্স ডিজাইন সহ ভারি কোন কাজ করতে চান তাহলে আপনাকে কমপক্ষে ১৬ জিবি+ RAM সম্পন্ন একটি ল্যাপটপ পছন্দ করতে হবে। বিভিন্ন ধরনের র্যাম রয়েছে যেমন:
- DDR 3
- DDR 4
- DDR 5
আপনি চেষ্টা করবেন লেটেস্ট রেম সম্পন্ন যে ল্যাপটপগুলো রয়েছে সেগুলো পছন্দ করার যেমন: DDR 5 অথবা DDR 4। র্যাম সাধারণত 2600 MHZ, 3200 MHZ, 6,000 MHZ, 6,400 MHZ রয়েছে। তাই ল্যাপটপ পছন্দ করার সময় যদি একটি ভালো মানের মেগাহার্স সম্পন্ন ল্যাপটপ ক্রয় করতে পারেন তাহলে ভালো পারফরম্যান্স পাবেন। কিন্তু যারা আলাদা করে রেম ইউজ করতে চান। তারা অবশ্যই ল্যাপটপ ক্রয় করার সময় র্যাম এর জন্য আলাদা স্লট আছে কিনা সেটি দেখে নিন।
নম্বর ০৫: ল্যাপটপ স্টোরেজ
ল্যাপটপের স্পেস বা পারফরম্যান্স অনেকটাই এর স্টোরেজের এর উপরে নির্ভর করে থাকে। বর্তমান সময়ে অধিকাংশ ল্যাপটপে SSD storage ব্যবহার করা হয়। তাই আপনার স্টোরেজটি দেখে নিন। যদি আপনার পছন্দ করা ল্যাপটপে eMMC 5.1 স্টোরেজ ব্যবহার করা হয়েছে তাহলে সেটি না নেওয়াই ভালো। কারণ বর্তমান সময়ের বেসিক ল্যাপটপ গুলোতে eMMC 5.2 এসএসডি স্টোরেজ দেখতে পাওয়া যায়।
স্টোরেজের ভিতরে দুটি ধরণ রয়েছে। একটি হচ্ছে STAT এবং অপরটি NVME/PCIE স্টোরেজ। আপনি যদি ভালো পারফরমেন্স পেতে চান এবং ভারী কাজগুলো করতে চান তাহলে আপনাকে NVME/PCIE স্টোরেজ সম্পন্ন ল্যাপটপটি বেছে নিতে হবে। স্টোরেজ এর মধ্যে
- 128 GB
- 256 GB
- 512 GB ও
- 1TB
বেশি স্টোরেজ রয়েছে। এখন আপনি কোনটি পছন্দ করবেন। আপনি যদি ১২৮ জিবি স্টোরেজ নিয়ে কাজ করতে চান তাহলে মারাত্মক ভুল করবেন। কারণ ভালো পারফরমেন্সের জন্য এটি কোন কাজের নয়। ক্ষেত্রে আপনি ৫১২ জিবির+ অধিক স্টোরেজ বেছে নিতে পারেন। তাহলে ল্যাপটপ ব্যবহার করে ভালো পারফরমেন্স পাবেন।
আশা করি,, আর্টিকেলটি পড়ে আপনি খুব সহজে বুঝতে পেরেছেন কি দেখে ল্যাপটপ কিনবেন বা ল্যাপটপের কোন কোন দিকগুলো মাথায় রেখে একটি ল্যাপটপ পছন্দ করা জরুরী। এরকম আরো গুরুত্বপূর্ণ কনটেন্ট পেতে কথাবার্তা২৪ ওয়েবসাইটের সাথেই থাকুন ধন্যবাদ।