নিজস্ব প্রতিবেদক ৯ জুলাই ২০২০ , ১১:৩৯ পিএম প্রিন্ট সংস্করণ
কোভিড-১৯ কারণে পশুর হাটের স্বাস্থ্যবিধি ও প্রয়োজনীয় নির্দেশনার একটি সম্ভাব্য নির্দেশনা প্রস্তুত করেছে। সেখানে পর্যবেক্ষণ শেষে এই নির্দেশনা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে জনসাধারণকে জানানো হবে।
স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বলেছিলেন, স্বাস্থ্যবিধি মেনে কোররবানির পশুর হাট করার নির্দেশনা আমরা দিয়েছি। তবে তার মানে এই নয় যে যেখানে সেখানে গরুর হাট বসানোর অনুমতি দেওয়া হবে। অবশ্যই স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে এই গরুর হাটগুলো বসানো হবে।
প্রস্তাবনা অনুযায়ী হাট কমিটির জন্য যেসব নির্দেশনা থাকতে পারে, হাট বসানোর জন্য পর্যাপ্ত খোলা জায়গা নির্বাচন করতে হবে। বদ্ধ জায়গায় হাট বসানো যাবে না। পরিষ্কার পানি সরবরাহ ও হাত ধোয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে তরল সাবান ও সাধারণ সাবানের ব্যবস্থা রাখতে হবে। নিরাপদ বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করতে হবে।