বিনোদন

রিলিজ হলো শুভ্র আজাদের নতুন মিউজিক ভিডিও ময়না

  নিজস্ব প্রতিবেদক ১৯ ফেব্রুয়ারী ২০২১ , ১২:০৩ পিএম প্রিন্ট সংস্করণ


বিনোদন ডেস্কঃ মডেলিং ও মিউজিক ভিডিও নিয়ে শুভ্র আজাদের নতুন গান ময়না ৷গানটিতে জুটি বেঁধে মডেলিং করেছেন সবুজ আসরাফ (শুপ্ত) ও শাকিলা পারভিন। গানটি তে একক ভাবে কন্ঠ দিয়েছেন শুভ্র আজাদ তিনি সিরাগঞ্জের রায়গঞ্জ থানার পল্লী এলাকায় শৈশব কাটিয়েছেন শৈসবে গান গাওয়ার উনুপ্রেরনা পেয়েছেন নিজের বড় ভাইয়ের থেকে তখন উনার বড় ভাই গানের সাথে যুক্ত ছিলেন এভাবেই শৈসবের অনুপ্রেনায় একটু একটু করে গানের দিকে অগ্রসর হন তিনি। স্কুল লাইফেও তিনি ভিভিন্ন অনুষ্ঠানে গান পরিবেশন করতেন এভাবে ধিরে ধিরে গানের প্রতি একটা টান নিজের ভেতরে লালন করতে থাকেন। কলেজ লাইফের শুরু থেকেই গানের প্রতি ভালোবাসাকে প্রকাশ্যে নিয়ে আসতে গান শেখা শুরু করেন এভাবে ৫ বছর উস্তাদ প্রদিপ সেন গুপ্ত কাছে গান শিখেছেন তিনি।

আবারও গানের নেশায় গান শিখেন উপমহাদেশের একজন প্রক্ষ্যাত ক্লাসিক্যাল মাস্টার মিহির লালা, জেলা শিল্পকলা একাডেমি, চট্টগ্রাম থেকে।কলেজ জীবন ও গান শিখার নেশায় চট্টগ্রামে কাটিয়েছেন লম্বা সময় পাশাপাশি চত্রগ্রামে ভিভিন্ন স্টেজে গান পরিবেশন করতেন তিনি। ২০১৫ সালে প্রথম এ্যালবাম রিলিজ হয় জি সিরিজের ব্যনারে সেই এ্যালবামকে ঘিরে ভালো ফিডব্যাক পেতে থাকেন তিনি দর্শকদের মনে একটু একটু জায়গা করে নিচ্ছেন সেই সময়ে ভালো সারা পেয়ে ভিভিন্ন টিভির পর্দায় লাইভ পোগ্রামে গান পরিবেশন শুরু করেন তারপর নতুন যাত্রা শুরু হয় বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশে বেতারের সাথে । পেশায় ব্যাংকার হলেও মাঝে মধে নতুন গান নিয়ে আসছেন একের পর এক গানের মিউজিক ভিডিও বানিয়ে চলেছে লম্বা সময় ধরে ৷তারই ধারাবাহিকতায় এবার থাকছে তার নতুন মিউজিক ভিডিও ময়না৷দর্শকদের মাঝে বিনোদন ও মনকাড়া সব মিউজিক ভিডিও বানিয়ে সুনাম ছড়িয়ে চলছে এই প্রতিভাবান কন্ঠ শিল্পি৷

তিনি বলেন আমার ময়না মিউজিক ভিডিওটি দর্শকদের মনে জায়গা পাবে বলে আমি আশা রাখি৷ দর্শকদের উৎসাহ ও ভালোবাসা নিয়ে আমি বিগত লম্বা সময় কাজ করে চলছি৷ দর্শকদের মাঝে বিনোদন দেওয়ার মাধ্যমে তাদের মনে জায়গা করে নিতে চাই৷দর্শকদের ভালোবাসা নিয়ে আমি আগামিতে অনেক দুর এগিয়ে যেতে চাই৷ ময়না গানটির মিউজিক ভিডিওটি আশা করি দর্শকদের মনে জায়গা পাবে, এবং তাদের ভালোবাসায় আমি অনেক দুর যেতে পারবো৷ তাই দর্শকরা এই মিউজিক ভিডিও গানটি সকলে দেখবেন ও পাশে থেকে দোয়া করবে সামনের দিনগুলোতে যেন আরো ভালো কিছু আপনাদের উপহার দিতে পারি৷ গানটি লিখেছেন সালাউদ্দিন সাগর এবং মিউজিক ও সুর করেছেন রেমো বিপ্লব গানটি প্রডিউস করেছেন কাওসার হোসাইন গানটি রিলিজ করা হয়েছে সান প্রোডাকশন হাউজ এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে ১৭ই ফেব্রুয়ারি তারিখে।