নিজস্ব প্রতিবেদক ১৩ ডিসেম্বর ২০২০ , ৯:৪৮ পিএম প্রিন্ট সংস্করণ
ত্রিশাল প্রতিনিধি।
আসন্ন পৌরনির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের ত্রিশালে পৌর নির্বাচনের সম্ভাব্য নিজ নিজ প্রার্থীরা তাদের দলীয় নেতাকর্মী নিয়ে গণসংযোগ ও মতবিনিময় সভা অব্যাহত রেখেছেন।
জনমত সৃষ্টির জন্য থেমে নেই প্রচারণা।এদিকে ত্রিশাল পৌর সভার দুইবারের নির্বাচিত জনপ্রিয় মেয়র গণসংযোগ শুরু করেছেন।
রবিবার (১৩) ডিসেম্বর সন্ধ্যায় ত্রিশাল পৌরবাজারে পুরাতন ছাগলহাটায় এক মতবিনিময় করে। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ত্রিশাল পৌর সভার বর্তমান মেয়র এ বি এম আনিছুজ্জামান আনিছ। এছাড়াও উক্ত মতবিনিময় সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বক্তব্য রাখেন।
মতবিনিময় সভা শেষে মেয়র এবিএম আনিছুজ্জামান
তার সমর্থকদের নিয়ে ত্রিশাল বাজারে গণসংযোগ করেন।গণসংযোগে বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।