জাতীয়

৪ উপ-নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু আজ

  নিজস্ব প্রতিবেদক ১০ সেপ্টেম্বর ২০২০ , ২:৪২ পিএম প্রিন্ট সংস্করণ

ঢাকা-৫, ঢাকা-১৮, নওগাঁ-৬ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশীদের কাছে আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ফরম বিক্রি শুরু করবে বিএনপি। গেল রোববার (৬ সেপ্টেম্বর) দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছিল।

১০ ও ১১ সেপ্টেম্বর নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে। সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই ফরম পাওয়া যাবে। প্রার্থীদের সাক্ষাৎকার হবে ১২ সেপ্টেম্বর বিকাল ৫টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে। হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে ঢাকা-৫ আসন ও ইসরাফিল আলমের মৃত্যুতে নওগাঁ-৬ আসন শূন্য হয়েছে। এই দুটি আসনের ইভিএমে ভোট গ্রহণ হবে ১৭ অক্টোবর। মোহাম্মদ নাসিমের মৃত্যুতে শূন্য হওয়া সিরাজগঞ্জ-১ আসন এবং সাহারা খাতুনের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা-১৮ আসনেও সামনে উপ-নির্বাচনে ভোট গ্রহণ হবে।