নিজস্ব প্রতিবেদকঃ
ভয়াল বিভীষিকাময় ২১ আগস্ট বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা কে হত্যার উদ্দেশ্যে নারকীয় গ্রেনেড হামলা করা হয়।
২১ আগস্ট বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহত নেতা কর্মীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।
২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের খুনিদের বিচারের দাবীতে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ছাত্র ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটি।এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ছাত্র ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধার সন্তান,মোঃ আব্দুর রশিদ মন্ডল রানা।
এসময় উপস্থিত বক্তারা বলেন,১৫ই আগস্ট বাঙালী জাতির জন্য একটি কলংকিত অধ্যায়। একটি স্বাধীনতা বিরোধী চক্র ৭৫ এর ১৫ই আগষ্টে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করে জাতিকে কলংকিত ও শোকাবহ করে তুলেছে। সে শোককে শক্তিতে রুপান্তরিত করে এবং বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়নের লক্ষে বঙ্গবন্ধু কণ্যা জননেত্রী শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে দেশকে একটি উন্নয়নশীল দেশ হিসেবে বিশ্বের দরবারে তুলে ধরেছেন। তিনি আরও বলেন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের সর্বক্ষেত্রেই উন্নয়ন সাধিত হয়। আর স্বাধীনতা বিরোধী শক্তি সে উন্নয়নকে বাধাগ্রস্থ করার জন্য সর্বদা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে কোন ষড়যন্ত্রের মোকাবেলা করে বঙ্গন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনে আমরা সকলে একত্রিত হয়ে কাজ করবো।