জাতীয়

১৭ মার্চ নারায়ণগঞ্জে মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত

  নিজস্ব প্রতিবেদক ১৬ মার্চ ২০২১ , ১১:৪৫ পিএম প্রিন্ট সংস্করণ

 

মোঃ মোয়াশেল ভূঁইয়া

আগামীকাল ১৭ মার্চ নারায়ণগঞ্জ শহরের সকল বিপনীবিতানসহ মার্কেটগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জেলা দোকান মালিক সমিতি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা দোকান মালিক সমিতির সভাপতি মো. শাহ্জাহান।

তিনি বলেন, কেন্দ্রীয়ভাবে আগেই মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আজ মঙ্গলবার (১৬ মার্চ) জেলা পর্যায়ের কমিটির লোকজন বৈঠক করে একই সিদ্ধান্ত নিয়েছি। নারায়ণগঞ্জের সকল বিপনীবিতানসহ মার্কেটগুলো বন্ধ থাকবে আগামী ১৭ মার্চ। তবে বৈঠকে কেউ কেউ দ্বিমত পোষণ করেছেন বলে জানালেন দোকান মালিক সমিতির এই নেতা।

মো. শাহ্জাহান বলেন, বন্ধের দিনগুলোতে বেচাকেনা ভালো হয়। সাধারণত ছুটির দিনগুলোতে দোকানপাট খোলা রাখতে চান ব্যবসায়ীরা। তবে যেহেতু কেন্দ্রীয়ভাবে জাতির জনকের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সে অনুযায়ী আমরাও সকল মার্কেট কমিটিকে জানিয়ে দিয়েছি। তবে কেউ দোকানপাট খোলা রাখতে চাইলে সেক্ষেত্রে কিছু করার নেই।