নিজস্ব প্রতিবেদক ৩ অক্টোবর ২০২০ , ১২:১৮ পিএম প্রিন্ট সংস্করণ
প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্বাস্থ্যের অবনতি হওয়ায় ট্রাম্পকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গেল বৃহস্পতিবার (২ অক্টোবর) করোনা পরীক্ষায় পজিটিভ শনাক্ত হওয়ার ২৪ ঘণ্টার মাথায় হাসপাতালে ভর্তি হতে হলো মার্কিন প্রেসিডেন্টকে। এর আগে হোয়াইট হাউজের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ওয়াশিংটনের সেনা হাসপাতাল ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিক্যাল সেন্টারে ভর্তি করা হচ্ছে ট্রাম্পকে।
হাসপাতালে যাওয়ার জন্য আগে থেকেই হোয়াইট হাউসের লনে অপেক্ষমান প্রেসিডেন্সিয়াল হেলিকপ্টার মেরিন ওয়ানে নিজেই হেঁটে হেলিকপ্টারে ওঠেন ট্রাম্প। তবে বরাবর মাস্কবিরোধী হলেও এ দিন মাস্ক পরেই হেলিকপ্টারে ওঠেন ট্রাম্প। হেলিকপ্টারে ওঠার আগে সাংবাদিকদের উদ্দেশ্যে হাত নাড়েন তিনি। এসময় তিনি কোন কথা বলেননি। তবে হাসপাতালে যাওয়ার আগে এক ভিডিওতে তাকে সমর্থন দেয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানান ডোনাল্ড ট্রাম্প।