নিজস্ব প্রতিবেদক ২৪ অগাস্ট ২০২০ , ১:৫৪ পিএম প্রিন্ট সংস্করণ
শিরোপা ছিনিয়ে নিয়েছে জার্মানরা। এ ব্যথা যেন শরীরে ছড়িয়ে পড়েছে সাপের বিষের মতো। খেলা শুরুর আগেই প্যারিসে প্রিয় ক্লাবের স্টেডিয়ামের সামনে শিরোপা জেতার স্বপ্ন নিয়ে জড়ো হতে শুরু করে হাজার হাজার পিএসজি ফ্যান। লিসবনে মাঠে না থাকার আক্ষেপ যেন এভাবেই মেটাতে চেয়েছিলেন তারা। ভিড় এতো বেশি যে নিয়োগ করা হয়েছিল প্রায় ৩০০০ পুলিশ। যেমন শঙ্কা, তেমন কাজ। হেরে বসে গেল শহরের ছেলেরা। আর নিজেদের ভারাক্রান্ত মনকে সামলাতে পারলো না সমর্থকগোষ্ঠী। শুরু হয়ে যায় দাঙ্গা। যেখানে পুলিশকে বাধ্য হয়ে করতে হয় লাঠি চার্জ।