নিজস্ব প্রতিবেদক ১৮ নভেম্বর ২০২১ , ১:৪৭ পিএম প্রিন্ট সংস্করণ
ডেস্কঃ
শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া না নেওয়ায় ঢাকা কলেজের সামনের সড়কে বাস চলাচল বন্ধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এ সময় যাত্রীদের নামিয়ে কয়েকটি বাস গলিতে আটকে রাখে তারা।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকাল ১০টার দিকে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
বিক্ষোভরত শিক্ষার্থীরা জানান, শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া নেওয়ার নির্দেশনা থাকলেও তা নেওয়া হচ্ছে না।