খেলাধুলা

হাইমচরে MBPL টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

  নিজস্ব প্রতিবেদক ৯ জানুয়ারী ২০২১ , ১২:২৬ এএম প্রিন্ট সংস্করণ

 

শরীফ মোঃ মাছুম বিল্লাহ

‘খেলাধুলা বিনোদন, মাদকমুক্ত সমাজ গঠন’ এ প্রতিপাদ্য বিষয় সামনে রেখে হাইমচরে জমকালো আয়োজনে ‘মিজি বাড়ি প্রিমিয়ার লীগ’ (MBPL) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়েছে ইয়াসিন একাদশ ও সৈয়দ একাদশ নামে দুটি শক্তিশালী দল। টস জিতে সৈয়দ একাদশ প্রথমে মাঠে নেমে ১০ ওভারে ৯৫ রান নিয়ে চ্যাম্পিয়ন হয় এবং ২৪ ইঞ্চি টিভি অতিথিদের হাত থেকে গ্রহণ করে।

গতকাল ৮ জানুয়ারি ২০২১ বিকেলে উপজেলার উত্তর আলগী মিজি বাড়ি সংলগ্ন মাঠে অনুষ্ঠিত এ ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং আলগী উত্তর ইউনিয়ন ৬নং ওয়ার্ড ইউপি সদস্য নাজির আহমেদ বেগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক বাচ্চু মিয়া কবিরাজ, রুবেল ভূইয়া, শাহ আলম মিয়াজি, কালু ভূইয়া, মাইনুল ভূইয়া, রিয়াদ পাটওয়ারী, রাসেল চৌকিদার, কাওসার মিয়াজি প্রমুখ।

খেলায় মেন আম্পায়ার রাসেল ও লেগ আম্পায়ার রুবেল হোসেন এর পরিচালনায় ইয়াসিন একাদশ অংশ নেয় মোঃ ইয়াসিন, অপি, সোহেল, রাফি, জসিম, এমরান, সুমন, জাহিদ, মাসুম, বাপ্পি ও অতিরিক্ত মাহিম। সৈয়দ একাদশে অংশ নেয় সৈয়দ আহমদ, জয়দুল, শাহেদ হোসেন, নাঈম, সজিব, আকাশ, ফয়সাল, ইমান, সুমন ও রাজু।

প্রধান অতিথির বক্তব্যে নাজির আহমেদ বেগ বলেন- খেলাধুলা একটি চমৎকার বিনোদন। যার মাধ্যমে বাল্য বিবাহ, ইভটিজিং, জঙ্গীবাদ ও মাদকমুক্ত সমাজ গঠন করা সম্ভব। যুবসমাজকে যত বেশি খেলাধুলায় উদ্বুদ্ধ করা যাবে, তত বেশী অন্যায় ও অপকর্ম থেকে তাদেরকে বিরত রাখা সম্ভব হবে।