জাতীয়

হাইমচরে স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি কর্তৃক ফ্রী অক্সিজেন সেবা উদ্বোধন

  নিজস্ব প্রতিবেদক ১ অগাস্ট ২০২১ , ৯:২৬ পিএম প্রিন্ট সংস্করণ

বিশেষ প্রতিনিধিঃ

মানবতার সেবায় স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি হাইমচর এর উদ্যোগে করোনা আক্রান্ত রোগীদের জন্য ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন করা হয়েছে।

১ আগষ্ট রোববার বিকেল ৫ টায় স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি আয়োজনে হাইমচর প্রেসক্লাবে অনুষ্ঠিত ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন অনুষ্ঠানে হাইমচর প্রেসক্লাবে সভাপতি মোঃ খুরশিদ আলম শিকদার এর সভাপতিত্বে ও স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি হাইমচর সভাপতি বুলবুল ইসমাইল এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোসাইটির প্রধান উপদেষ্টা বেপজা’র সাবেক সদস্য, ইকোনমিক জোন এক্সপার্ট
এজেডএম আজিজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্মসচিব মাহবুবুল আলম, হাইমচর সরকারী মহাবিদ্যালয় অধ্যক্ষ মানোয়ার হোসেন মোল্লা, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক আঃ মান্নান শিকদার, স্টুডেন্ড ওয়েলফেয়ার সোসাইটি প্রতিষ্ঠাতা সভাপতি ইব্রাহীম খলিল শামীম , স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি নির্বাহী সদস্য মোঃ জিল্লুর রহমান জুয়েল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উপসহকারী মেডিকেল অফিসার মোঃ সোহরাব হোসেন প্রমূখ।

উদ্ভোধনী অনুষ্ঠানে স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি হাইমচর অসহায় করোনা রোগীদের অক্সিজেন সেবা প্রদানের জন্য ১০ টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে পাশে দাড়িয়েছেন। করোনায় আক্রান্তদের বিনামুল্যে স্বেচ্ছাসেবক মাধ্যমে অক্সিজেন সেবা প্রদান করা হবে, সবায় অতিথি বৃন্দ স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি কর্তৃক মানবতার সেবা মূলক কার্যক্রমের প্রশংসা করে যে কোন প্রয়োজনে সামাজিক কাজে তাদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি হাইমচর সাধারন সম্পাদক এনামূল হকসহ সংগঠনের নেতৃবৃন্দ।