জাতীয়

হাইমচরে মানবতার ছোঁয়া সামাজিক সংগঠন এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকী সম্পন্ন

  নিজস্ব প্রতিবেদক ৭ ফেব্রুয়ারী ২০২১ , ৬:১৮ পিএম প্রিন্ট সংস্করণ

শরীফ মোঃ মাছুম বিল্লাহ

হাইমচরে মানবতার কল্যাণে নিয়োজিত অরাজনৈতিক সেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘মানবতার ছোঁয়া সামাজিক সংগঠন’ এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কাটার মাধ্যমে সম্পন্ন হয়েছে।

৬ ফেব্রুয়ারি ২০২১ শনিবার বিকেলে উপজেলার বাজাপ্তী রমণী মোহন উচ্চ বিদ্যালয় মাঠে মানবতার ছোঁয়া সামাজিক সংগঠন এর আয়োজনে এ প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়। এতে সংগঠনে উপদেষ্টা এম এ মান্নান এর সভাপতিত্বে ও শরীফ মোঃ মাছুম বিল্লাহ’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হাইমচর উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি ও ৩নং আলগী দক্ষিণ ইউনিয়ন সাবেক ইউপি চেয়ারম্যান এম এ বাশার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর প্রেসক্লাব সভাপতি মোঃ খুরশিদ আলম শিকদার, হাইমচর থানা এ এস আই প্রাণকৃষ্ণ, সৈকত মজুমদার প্রমুখ।

অতিথিবৃন্দ বক্তব্যে বলেন মানবতার ছোঁয়া সামাজিক সংগঠন একটি অরাজনৈতিক সেচ্ছাসেবী সামাজিক সংগঠন। করোনা কালীন সময়ে উপজেলার বিভিন্ন স্থানে জনসচেতনতামূলক প্রচারনায় লিফলেট ও মাস্ক বিতরণ সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে। কর্মহীন অসহায় পরিবার সহ বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা পৌঁছে দিয়েছে। এই ধারাবাহিকতা রক্ষায় আমাদের সার্বিক সহযোগিতা থাকলে এ সংগঠনের নেতৃবৃন্দ অনুপ্রাণিত হবে।

পরিশেষে সামাজিক কার্যক্রমে বিশেষ অবদান রাখায় উপজেলার ৮টি সেচ্ছাসেবী সামাজিক সংগঠনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। আদর্শ সমাজ কল্যাণ পরিষদ, মেঘনা একতা যুব সমাজ কল্যাণ সংস্থা, নবীন সমাজ কল্যাণ পরিষদ, ইনসাফ সমাজ কল্যাণ পরিষদ, লিল্লাহিয়াত ব্লাড ডোনেশন চাঁদপুর, উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ, ডেলের বাজার সমাজ কল্যাণ সংঘ।

এসময় উপস্থিত ছিলেন হাইমচর প্রেসক্লাবের প্রচার সম্পাদক ও ঠিকানা টিভির যুগ্ম সম্পাদক হাসান আল মামুন, ঠিকানা টিভির বার্তা সম্পাদক মোঃ সবুজ হোসাইন, মানবতার ছোঁয়া সামাজিক সংগঠন এর সভাপতি মোঃ সোলায়মান মিয়া, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সহ সংগঠনের শীর্ষস্থানীয় দায়িত্বশীল নেতৃবৃন্দ।