জাতীয়

হাইমচরে নবাগত অফিসার ইনচার্জকে ফুলের শুভেচ্ছা জানান ইসলামি আন্দোলনের নেতৃবৃন্দ

  নিজস্ব প্রতিবেদক ৩০ ডিসেম্বর ২০২০ , ৮:৪৪ পিএম প্রিন্ট সংস্করণ

 

শরীফ মোঃ মাছুম বিল্লাহ

হাইমচর থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান মোল্লাকে ফুলের শুভেচ্ছা জানান ইসলামি আন্দোলন বাংলাদেশ হাইমচর শাখার নেতৃবৃন্দ।

গতকাল ৩০ ডিসেম্বর বুধবার সন্ধ্যা ৭ টায় হাইমচর থানা অফিসার ইনচার্জকে এ ফুলের শুভেচ্ছা দেওয়া হয়। এসময় ইসলামি আন্দোলন বাংলাদেশ হাইমচর শাখার সাবেক সভাপতি ডা. মাওলানা মোঃ ছফিউল্লাহ বলেন- দ্বীন কায়েমে রাসূল সাঃ এর সুন্নাহ মোতাবেক, সাহাবায়ে কেরামের অনুসৃত পথে হাটি হাটি পা পা করে এগিয়ে যাচ্ছে ইসলামি আন্দোলন বাংলাদেশ। সততার সাথে নির্ভীক পথচলা ও রাসূল সাঃ এর আদর্শের পূর্ণ অনুশীলন একমাত্র ইসলামি আন্দোলনের দ্বারাই সম্ভব হয়। তাই দেশের প্রতিটি সেক্টরে ইসলামের অনুশীলন ঘটাতে চাই সকলের সার্বিক সহযোগিতা।

এসময় উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ হাইমচর উপজেলা শাখার উপদেষ্টা আলহাজ্ব মাওলানা মোঃ আমিনুল ইসলাম, মোঃ রুহুল আমীন, মোঃ নূরুল ইসলাম হাওলাদার, নাজমুল হোসেন মেলকার, রিয়াদ হাওলাদার, মোঃ ইয়াসিন হোসেন,