নিজস্ব প্রতিবেদক ১৩ মার্চ ২০২১ , ১১:৫২ পিএম প্রিন্ট সংস্করণ
সালে আহমেদ,ঢাকাঃ
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে অধ্যয়নরত চাঁদপুর জেলার হাইমচর উপজেলার শিক্ষার্থীদের ঐতিহ্যবাহী ছাত্র ও সমাজকল্যাণ মূলক সংগঠন স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি হাইমচরের নতুন কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বুলবুল ইসমাইল,জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ এনামুল হক, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়। নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ সভাপতি, রায়হান আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, সহ সভাপতি, ফারুকুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রুবেল মাহমুদ, তিতুমীর কলেজ, সালে আহমেদ সালে, কবি নজরুল সরকারি কলেজে, শরীফ মাহমুদ, সোহরাওয়ার্দী কলেজ, যুগ্ম সাধারণ সম্পাদক, কামরুল হাসান রনি, ঢাকা বিশ্ববিদ্যালয়, সাংগঠনিক সম্পাদক, মোশাররফ হোসেন নয়ন, তিতুমীর কলেজ, সহ- সাংগঠনিক সম্পাদক, নিশাত নাবিলা, ইডেন মহিলা কলেজ, হালেমা আক্তার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি হাইমচরের বার্ষিক শিক্ষা সফর, সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে সংগঠনের নির্বাহী পরিষদ ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মতামতের ভিত্তিতে আগামী এক বছরের জন্য এই কমিটি গঠন করা হয়। নবগঠিত এই কমিটি অতি দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।
দিনব্যাপী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেপজার সাবেক সদস্য ও স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটির উপদেষ্টা এ জেড এম অাজিজুর রহমান।
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব ড. মোঃ শাহাদাৎ হোসেন। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব মাহবুব উল অালম।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ইব্রাহিম খলিল শামীম এ কমিটি ঘোষনা করেন। দিনব্যাপী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজকর্মী জনাব হাসান অালী
স্টুডেন্ট ওয়েলফেয়ারের নির্বাহী পরিষদের সদস্য জিল্লুর রহমান জুয়েল, মোঃ দেলোয়ার হোসেন রাজীব, সাবেক সাধারণ সম্পাদক মোঃ মহসিন উদ্দিন, প্রতিষ্ঠাতা অর্থ সম্পাদক মোঃ অাতিকুর রহমান, সাবেক সভাপতি জিয়াউর রহমান,সদ্য বিদায়ী সভাপতি সাহেব মোঃ সোহেলমোঃ অানোয়ার হোসেন, তারেক রহমান, এডভোকেট মোঃ অালী প্রমুখ ।
উল্লেখ্য ২০০৮ সাল থেকে স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি হাইমচর, হাইমচরের শিক্ষার্থীদের ও সমাজকল্যাণে কাজ করে আসছে। শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি সহয়তা,হল ও মেস সংক্রান্ত সহায়তা, অসচ্ছল ছাত্রদের আর্থিক সহায়তা, করোনাকালীন ২২৫ টি পরিবারের মাঝে ১ সপ্তাহের করে খাদ্য সামগ্রী বিতরণ, পালস অক্সিমিটার দিয়ে সহায়তা, পি পি ই বিতরণ, বৃক্ষরোপন, ঈদ পুনর্মিলনী, এস এস সি ও এইচ এস সি জিপিএ ৫ সংবর্ধণা, বিশ্ববিদ্যালয়ে সুযোগপ্রাপ্তদের সংবর্ধনা ও অসচ্ছল ছাত্রছাত্রীদের ভর্তিতে আর্থিক সহায়তা,মেধাবী ছাত্র, শিক্ষক ও বিশিষ্ঠ্যজনদের সন্মানে ইফতার, বার্ষিক শিক্ষা সফর,মেঘনার চরের স্কুলগুলোতে বই খাতা কলম ব্যাগ ও অন্যান্য শিক্ষা সামগ্রী প্রদান, কুরবানির গোশত বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্পে সহায়তা,নদীর বাঁধ রক্ষায় পোস্টারিং,হাইমচরের কলেজগুলোতে ছাত্রদের নিয়ে সেমিনার আয়োজন, রক্তদান সহ হাইমচরের মানুষের কল্যাণে ১৩ বছর ধরে কাজ করে আসছে স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি হাইমচর, চাঁদপুর।