নিজস্ব প্রতিবেদক ১৯ ফেব্রুয়ারী ২০২১ , ১২:২৭ এএম প্রিন্ট সংস্করণ
মোঃ মোয়াশেল ভূইয়া:
নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে থানা প্রাঙ্গণে এই ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম। এ সময় থানায় নবনির্মিত পুলিশ ব্যারাক ‘মেঘনা ভবন’ এর উদ্বোধন করেন পুলিশ সুপার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) মাহিন ফরাজী। স্থানীয় কমিউনিটি পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ওপেন হাউজ ডে তে উপস্থিত ছিলেন।