জাতীয়

সৈয়দপুরে OBAT এর আয়োজনে বিনামূল্যে চক্ষু শিবির।

  নিজস্ব প্রতিবেদক ২৪ অক্টোবর ২০২০ , ১১:১৪ পিএম প্রিন্ট সংস্করণ

বিশেষ প্রতিনিধি,সুলতানঃ

সৈয়দপুরে বিনামূল্যে চক্ষু শিবির

নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার বসির মঞ্জিল(কাজী মঞ্জিল) এ বিনামূল্যে দিনব্যাপী এক চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৪-১০-২০ইং রোজ শনিবার এ চক্ষু শিবির অনুষ্ঠিত হয়।

ওব্যাট ক্যানাডা’র অর্থয়নে DOPS বাস্তবায়নে,ও ওব্যাট থিং ট্যাং এর আয়োজনে এ চক্ষু শিবিরে ৪০০ জন রোগীকে সেবা দেওয়া হয়।

চক্ষু শিবিরে উপস্থিত ছিলেন প্রজেক্ট অফিসার মোঃ ইরফান আজম, ও সিনিয়র মনিটরিং অফিসার তাবাসসুম।
মনিটরিং অফিসার তাবাসসুম জানান আজকের এই দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবিরে আমরা ৪০০ রোগী’কে চিকিৎসা সেবা দিয়েছি।পরে ৫০ জন গুরুতর রোগীকে Community eye Hospital, Rongpur এ বিনামূল্যে অপারেশনের জন্য পাঠিয়েছি।১০০ জন ছানি রোগীদের বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে আমরা আজ ৫০জন রোগী পাঠিয়েছি, পরবর্তীতে আমরা আরও ৫০জন রোগী পাঠাবো। তিনি আরও জানান
এই অসহায় লোকেদের মূখে হাসি ফুটবে ইনশাআল্লাহ চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে আসার পর। এবং এই বিনামূল্যে চক্ষু শিবির এর আগেও আমরা করেছি।