নিজস্ব প্রতিবেদক ৪ মে ২০২১ , ১:৩৬ পিএম প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক:
চলমান মহামারী করোনার মধ্যে লকডাউন চলাকালীন সময়ে কর্মহীন, দুঃস্থ ও সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মাঝে পবিত্র রমজান উপলক্ষে সেহরীতে খাবার বিতরণ করেছেন কবি নজরুল সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ফারুক হোসাইন।
ফারুক জানান,খাবার নিয়ে রাত দু’টায় বের হই বিতরণ করতে। পথের পাশের ঘুমন্ত মানুষকে ডেকে জিজ্ঞাসা করি, সেহরি খাবেন? কেউ মাথা তোলেন, কেউ মশারির ফাঁক গলিয়ে হাত বের করেন। আমরা তাদের মাঝে সেহরি বিতরণ করি।নিজের সাধ্যমতো মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেছি।
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নির্দেশনায় পুরো রমজান মাসব্যাপী কলেজ ক্যাম্পাস ও এর আশপাশের এলাকায় সেহেরীতে খাবার বিতরণ করা হবে বলে জানান তিনি।