জাতীয়

সেহরির সময় হলেই খাবারের ব্যাগ হাতে যুব অধিকার পরিষদ।

  নিজস্ব প্রতিবেদক ২৯ এপ্রিল ২০২১ , ৯:৫৫ পিএম প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদকঃ

সেহরির সময় হলেই খাবারের ব্যাগ হাতে বেড়িয়ে পড়েন যুব অধিকার পরিষদ ঢাকা মহানগির নেতৃবৃন্দ। প্রথম রমজান হতেই খাবারের ব্যাগ নিয়ে ঘুরে বেড়ান নগরীর বিভিন্ন প্রান্তে। দেখা যায়, হাতির ঝিল, পল্টন, মতিঝিল, রমনা, নিউ মার্কেট, ধানমন্ডি এলাকায় খাবারের ব্যাগ নিয়ে রোজদারদের খুজে বেড়ান নগরীর নেতৃবৃন্দ।

এ বিষয়ে খাবার আয়োজনের সমন্বয়কারীদের মাঝে আবু বকর জানান, আমরা মুরগীর মাংস দিয়ে খিচুরী পাক করে, প্যাকেটে করে বিতরণ করছি। প্রতিদিনই আয়োজন করায়, যে সকল এলাকায় বিতরণ করি, সে সকল এলাকায় অসহায় যারা রোজা রাখবে তারা অপেক্ষায় থাকে।

এ বিষয়ে সিনিয়র যুগ্ম আহবায়ক, মোঃ তারেক রহমান বলেন, আমাদের অতটা সামর্থ নাই, যে সকলের জন্য খাবার আয়োজন করতে পারব, সাধ্য অনুযায়ী কিছুটা করে আসছে আমাদের মহানগরীর নেতৃবৃন্দ। আমি দেখেছি, মাংসের পরিমানও বেশি দেয়া সম্ভব হয় না। কিন্তু আমরা খাবার বিতরণ অব্যাহত রাখার চেষ্টা করছি। ইফতারের সময় অনেকেই আয়োজন করে, সেহরীতে এটা তেমন দেখা যায় না। তাই সেহরীকে গুরুত্ব দিচ্ছি আমরা।

উল্লেখ্য, বাংলাদেশ যুব অধিকার পরিষদ, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ ও নারী অধিকার পরিষদ সংগঠন ৬ টি ভ্রাতৃপ্রতিম সংগঠন যার সমন্বয় করছেন ডাকসুর ভিপি নুরুলহক নুর। সাম্প্রতিক সংগঠনগুলোর ৫৫ জন নেতা কর্মী জেলে আছেন ভারতীয় আগ্রাসন ও মোদীর সফর বিরোধী কর্মসূচীকে কেন্দ্র করে।