জাতীয়

সিদ্ধিরগঞ্জে এক্সিম ব্যাংকের আউটলেট উদ্বোধন

  নিজস্ব প্রতিবেদক ২৪ অগাস্ট ২০২১ , ১০:১০ পিএম প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদকঃ

সিদ্ধিরগঞ্জে এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিঃ এর মুক্তিনগর এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখার উদ্বোধন করা হয়েছে। এক্সিম ব্যাংকের শিমরাইল শাখার অধীনে ইসলামী শরীয়া ভিত্তিক এ শাখাটি নাসিক ৩নং ওয়ার্ডস্থ বটতলা এলাকায় সোমবার (২৩ আগস্ট) সকাল ১১টায় উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মশিউর রহমান পিপিএম-বার।সাজু ডেভেলাপারের ম্যানেজিং ডাইরেক্টর উক্ত আউটলেট শাখার সত্তাধিকারী শাহাজান সাজুর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ´িম ব্যাংক শিমরাইল শাখার ব্যবস্থাপক মোঃ আখতারুজ্জামান, সেকেন্ড অফিসার মোঃ আমিরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মিয়া মোঃ নুরুদ্দিন, আব্দুল হাই মেম্বার, ৩নং ওয়ার্ড পঞ্চায়েত কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা হাজী মোঃ আবু জাফর টিপু, সহ-সভাপতি হাজী মোঃ জিয়াউল হক, সিদ্ধিরগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক আব্দুর রহিম পিপিএম প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে ওসি মোঃ মশিউর রহমান বলেন, সারাদেশে এক্সিম ব্যাংক সুনামের সাথে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূূর্ণ ভূমিকা পালন করছে। বটতলা এলাকায় নতুন এ আউটলেটের নিরাপত্তায় প্রশাসনের নজরদারি থাকবে। যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে ব্যংকিং সেবা পেতে পারে।সভাপতির বক্তব্যে শাহজাহান সাজু বলেন, আমাদের এই এলাকায় কয়েক লাখ লোকের বসবাস। তাই এই এলাকায় ব্যাংকের কোন শাখা না থাকায় এলাকাবাসীর অনুরোধে এক্সিম ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখার উদ্ভোধন করা হয়েছে। এতে এলাকার কয়েক লাখ লোক উপকৃত হবে। আমরা সার্বিক ভাবে সকলের সহযোগিতা করার কামনা করছি।