নিজস্ব প্রতিবেদক ১৫ অক্টোবর ২০২০ , ১২:৪৩ এএম প্রিন্ট সংস্করণ
সর্তকীকরন বিজ্ঞপ্তি
এতদ্বারা সকলেন অবগতির জন্য জানানো যাচ্ছে যে,জনাব মোঃহাবিব উল্লাহ,পিতা-মৃত আব্দুল খালেক,সাং-মাতুয়াইল ভক্তবাড়ী ,ডাকঘর-মাতুয়াইল কেরানীপাড়া,থানা-যাত্রাবাড়ী,জেলা-ঢাকা বসতবাড়ী রিয়েল এসেস্ট লিঃ কোম্পানীতে ২০১২ থেকে ২০১৬ ইং পর্যন্ত ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে নিয়োজিত থাকা অবস্থায় ১,৩০,০০,০০০(এক কোটি ত্রিশ লক্ষ)-টাকা আতœগোপন করেন।
অতঃপর দ্বিতীয় মেয়াদে জুলাই ২০১৮ পূনর্ঃ আতœপ্রকাশ করত অনুনয় বিনয় ইত্যাদির মাধ্যমে কোম্পানীর নির্মান কাজের তদারকী ,বকেয়া টাকা সংগ্রহ ও ফ্লাট হস্তান্তরের লক্ষ্যে গঠিত যৌথ কমিটির আহবায়ক হিসেবে ৬ নভেম্বর ২০১৮ ইং পর্যন্ত ও ৬ নভেম্বর ২০১৮ হইতে ২৭ জুলাই ২০২০ পর্যন্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালনকালীন বিভিন্ন উৎস-গ্রাহক,বিনিয়োগকারী ওবিভিন্ন ব্যক্তিবর্গ হইতে বিপুল পরিমান অর্থ প্রায় ৭,০০,০০,০০০/-সাত কোটি টাকা সংগ্রহ ও উত্তোলন করেন।কিন্তু বার বার তাগিদ সত্তে¦ ও তিনি উক্ত টাকার কোনো হিসাব দিচ্ছেন না।
এমতাবস্থায় গত ২৭-০৭-২০২০ ইং তারিখ বোর্ড মিটিং এ হাবিব উল্লাহ কে ব্যবস্থাপনা পরিচালক থেকে অব্যাহতি দেয়া হয় এবং নতুন পরিচালক হিসেবে জনাব টিপু সুলতান কে নিয়োগ দেয়া হয় ।
এমতাবস্থায় ,বসতবাড়ী সংক্রান্ত আর্থিক লেনদেন ও কার্যক্রমে হাবিব উল্লাহর সাথে সকল প্রকার কর্মকান্ড হইতে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।অন্যথায় ইহার দায়ভার বসতবাড়ীর কোম্পানির কর্তৃপক্ষ বহন করিবেন না।
বিনীত নিবেদক,
মোঃটিপু সুলতান
ব্যবস্থাপনা পরিচালক,
বসতবাড়ী রিয়েল এসেস্ট লিঃ