জাতীয়

সরকারকে তোয়াক্কা না করে শান্তিবাগে ৫ম তলা ভবনে অবৈধ গ্যাস সংযোগ,তিতাসের গড়িমসি

  নিজস্ব প্রতিবেদক ১৭ অগাস্ট ২০২০ , ১:৫৮ পিএম প্রিন্ট সংস্করণ

স্টাফ রির্পোটারঃ

সরকারের নিয়মনীতি তোয়াক্কা না করে রাজধানীর ডেমরা থানাধীন ডগাইর শান্তিবাগে ৯৭/৬ পঞ্চম তলা ভবনে দীর্ঘ কয়েক বছর ধরে ব্যবহার করে আসছে অবৈধ গ্যাস। ঐ ভবনের আশেপাশের কয়েক বাড়ির মালিকরা জানায় বাড়ির মালিক আঃ রব সে স্থানীয় এক গ্যাস সংযোগ মিস্ত্রি দ্বারা মাটির নিজ দিয়ে গ্যাস এর লাইনটি নিয়া থাকেন। তার পাঁচ তলা ভবনের ৮টি ফ্ল্যাটেই ব্যবহার হচ্ছে অবৈধ গ্যাস। সরকার বছরে হাজার হাজার টাকা রাজস্ব হারাচ্ছে। উক্ত ব্যাক্তি আরও বলেন আমরা নতুন গ্যাস সংযোগ নেয়ার জন্য অনেক দৌড়ঝাপ করেছি এবং অর্থ ব্যয় করেছি তবুও নতুন কোন গ্যাস সংযোগ পাইনি কিন্তু আঃ রব সরকারকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে গোপনে অবৈধ গ্যাস সংযোগ দিয়ে গ্যাস ব্যবহার করছে দেদারছে কিছুদিন আগে সালাউদ্দিন আহম্মেদ স্কুলের প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম এর বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে তিতাস গ্যাসের কর্মকর্তারা ঐ সময়ে মোটা অংকের টাকা ঘুষ দিয়ে আঃ রব এর বাড়ির গ্যাস সংযোগটি রক্ষা করেন। সুত্র মতে আরও জানা গেছে আঃ রব এর বাড়ির পাশে সাবেক ব্যাংকে কর্মকর্তা সিদ্দিকুর রহমান এর তৃতীয় তলা ভবনের ৬টি ফ্ল্যাটে র্দীঘ কয়েক বছর ধরে ব্যবহার করা হচ্ছে অবৈধ গ্যাস। অনিয়ম ও দুর্নীতি থেকে রক্ষা পাওয়ার জন্য শান্তিবাগ মহল্লা উন্নয়ন কমিটির সদস্য পদ নেয় আঃ রব মোটা অংকের টাকা দিয়ে। স্থানীয়রা আরও বলেন আঃ রব তার ভবনের নিজতলায় দীর্ঘ দিন ধরে মজুত রাখছেন অবৈধ এসিড এবং ইসপ্রিট যে কোন মূর্হুতে ঘটতে পারে দুর্ঘটনা প্রায় গভির রাতে ভ্যান চালক সোহেল এর মাধ্যমে ইসপ্রিট ও এসিড এনে বাসায় মজুত করে রাখে। এ বিষয়ে আব্দুল রব এর মোবাইলে একাধিক বার ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেনি এবং কথা বলা সম্ভব হয়নি। পুনরায় তদন্ত অব্যহিত রইল।
এ বিষয়ে তিতাস গ্যাসের এক উদ্দর্তন কর্মকর্তার সাথে ফোনে কথা বল্লে তিনি জানান দুই দিন পরে ঈদ তাই আমাদের অনেকেই ছুটিতে গেছেন অন্যাথায় আমরা সরেজমিনে তদন্ত সাপেক্ষে অবৈধ গ্যাস সংযোগ করা জেড় দেখিয়ে ঈদের পরে অফিস খোলার পর অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেয়া হবে অবৈধ তিতাস গ্যাস ব্যবহারকারীদের বিরুদ্ধে।