জাতীয়

সংবাদপত্র হলো সমাজের দর্পনঃ এস এম মোরশেদ

  নিজস্ব প্রতিবেদক ১৪ অক্টোবর ২০২১ , ৭:৫৬ পিএম প্রিন্ট সংস্করণ

 

নিজস্ব প্রতিবেদকঃ

উন্নয়ন সমৃদ্বির প্রতিদিন শ্লোগান সামনে রেখে জাতীয় দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। শুক্রবার (০৮ অক্টোবর )সন্ধ্যায় ডেমরার বামৈল বাজারে এ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ পত্রিকার ডেমরা প্রতিনিধি সালে অাহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাপ্তাহিক অপরাধ বিচিত্রার সম্পাদক ও এফবিজেও চেয়ারম্যান জনাব এস এম মোরশেদ । অনুষ্ঠানে উদ্ধোধক হিসেবে উপস্থিত ছিলেন ডেমরা থানা অাওয়ামী লীগের সভাপতি এ্যাড রফিকুল ইসলাম খান মাসুদ,প্রধান অালোচক হিসেবে ছিলেন, ডেমরা থানা অাওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লা সজল।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অামুলিয়া মডেল টাউনের চেয়ারম্যান ও ৭০ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী অাতিকুর রহমান অাতিক, বিজনেস বাংলাদেশের মফস্বল ইনচার্জ জনাব ইমরান মাসুদ ও সারুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য জনাব নাসির উদ্দীন।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,বিবিএস একাডেমির অধ্যক্ষ অাঃহান্নান হীরা,৬৬ নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মঈনউদ্দীন সোহেল,নবদিগন্ত ফাউন্ডেশনের চেয়ারম্যান নুরুজ্জামান খান খোকন,৬৬ নং ওয়ার্ড অা,লীগ নেতা মোশাররফ হোসেন,৬৮ নং ওয়ার্ডের অা,লীগ নেতা তারিকুল ইসলাম শাহীন, ৬৬ নং অা,লীগ নেতা হাজী মাহবুব ফয়সাল প্রমূখ।

অামন্ত্রিত সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন,ডেমরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জনাব নজরুল ইসলাম বাবু, দৈনিক যুগান্তরের খোরশেদ অালম শিকদার,চ্যানেল অাইয়ের এডমিন শওকত লিংকন, গনজাগরণের নাজমুল হাসান, বাংলাদেশ প্রতিদিনের শাহীন অাহমেদ,বাংলাদেশ সমাচারের মুশফিকুর রহমান ,দেশ অামার পত্রিকার মামুনুর রহমান খোকন,বিজনেস বাংলাদেশর নুরে অালম ও নতুন সময়ের মেহেদী হাসান।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন, ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিহাদ হাসান অতুল,ডেমরা থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, নবদিগন্ত ফাউন্ডেশনের সভাপতি নুর মোহাম্মদ রনি,সঞ্চালনায় ছিলেন সারুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ঈদুল খান শামীম, ৬৬ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক অাল রায়হান তালুকদার, ৬৬ নং ওয়ার্ড যুবলীগ নেতা রাসেল হোসেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, সংবাদপত্র হলো সমাজের দর্পন। আজকের বিজনেস বাংলাদেশ পত্রিকাটি ৫ বছরে পদার্পণ করায় পত্রিকা সংশ্লিস্ট সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। পূর্বের ন্যায় সামনের দিকে পত্রিকাটি বস্তুনিস্ট ও নিরপেক্ষ সংবাদ প্রকাশ করবে এই আশা রাখছি। আলোচনা সভা শেষে কেক কেটে বিজনেস বাংলাদেশ পত্রিকার ৫ম বর্ষে পদার্পণ উদযাপন করা হয়।