জাতীয়

শ্রীপুর পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি কর্তৃক সাংবাদিক নির্যাতন

  নিজস্ব প্রতিবেদক ৭ নভেম্বর ২০২১ , ১:৩২ এএম প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদকঃ

গাজীপুরের শ্রীপুর পৌর আওয়ামী লীগের সহসভাপতি খায়রুল ইসলাম কর্তৃক সাংবাদিক নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যামে ভাইরাল হয়। ভাইরাল হওয়া ভিডিও তে দেখা যায় পকেটমার সন্দেহে খায়রুল চৌধুরী এক ব্যক্তিকে মারধর করতে দেখা যায়। এসময় স্থানীয় সংবাদকর্মী মোজাহিদ মারধরের ভিডিওটি ধারন করতে থাকেন। আওয়ামীলীগ নেতা কর্তৃক মারধরের ভিডিও সাংবাদিক ধারন করায় তাহার ওপরে ছাড়াও হয়ে সাংবাদিক মোজাহিদকে পকেটমার আখ্যা দিয়ে মারধর করতে থাকেন।

নির্যাতিত সাংবাদিক মোজাহিদ গণমাধ্যমকে জানান, সমবায় দিবস উপলক্ষে শ্রীপুর উপজেলা প্রাঙ্গণে সংবাদ সংগ্রহ করতে গেলে পকেটমার সন্দেহে এক ব্যক্তি কে পৌর আওয়ামীলীগের সহসভাপতি একজনকে মারধর করতে দেখে আমি ভিডিও করি। এসব আমি কেন ভিডিও করছি তাই আমার ওপরে খায়রুল ইসলাম সহ কয়েকজন মিলে হামলা চালায়।

এ বিষয়ে পৌর আওয়ামীলীগের সহসভাপতি খায়রুল ইসলাম বলেন।আমি চোরকে মেরেছি, সাংবাদিক কে নয়। সাংবাদিক পরিচয় দেওয়ার পরে কেন মেরেছেন । চোরকে মারার ভিডিও কেন সাংবাদিক ধারন করবে ? তাই চড়-থাপ্পড় দিয়েছি।

এ বিষয়ে শ্রীপুর থানার ওসি তদন্ত মাহফুজ ইমতিয়াজ বলেন, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।