জাতীয়

শেখ মনির ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে ডিএসসিসির ৫৯ নম্বর ওয়ার্ডে দোয়া ও ত্রান বিতরণ

  নিজস্ব প্রতিবেদক ৫ ডিসেম্বর ২০২০ , ৮:৪৬ এএম প্রিন্ট সংস্করণ

 

খোরশেদ আলম শিকদার, স্টাফ রিপোর্টার ঃ

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুজিব বাহিনীর অধিনায়ক ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আকাশ কুমার ভৌমিকের উদ্যোগে দোয়া ও আলোচনাসভা অনুষ্ঠিত। পরে ৩৭০জন দুঃস্থ্য ও অসহায় মহিলাদের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করেন।

কাউন্সিলর আকাশ কুমার ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিএসসিসির ৫৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কদমতলী থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাজী নুর হোসেন, বিশেষ অতিথি ছিলেন ৫৮, ৫৯ ও ৬০ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর সাহিদা বেগম, কদমতলী থানা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক হাজী মোঃ ফজলুল হক ফজু,

ঢাকা মহানগর দক্ষিন যুবলীগের সহ-সম্পাদক সোহাগ শাহরিয়ার এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কদমতলী তানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাজী আমিনুর রহমান তারা,কদমতলী তানা আওয়ামী লেিগর প্রচার ও প্রকাশনা সম্পাদক মাসুদুর রহমান,৫৯নম্বর ওয়ার্ড আওয়ামীলীগ নেতা আব্দুস সোবহান,মোঃ ইউনুছ শেখ, কদমতলী থানা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিন ছাত্রলীূগের সহ-সভাপতি রেজাউল কবির মুন, কদমতলী থানা স্বেচ্চাসেবকলীগের সভাপতি মামুনুর রশিদ মামুন, কদমতলী থানা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক জিহাদ হোসেন প্রমুখ।

কাউন্সিলর আকাশ কুমার ভৌমিক বলেন, শেখ ফজলুল হক মনি কেবল রাজনীতি নয়, সাহিত্য এবং সাংবাদিকতায়ও অবদান রাখেন। তাঁর ‘অবাঞ্ছিতা’ উপন্যাস পাঠক সমাদৃত। দৈনিক বাংলার বাণী, ইংরেজি দৈনিক বাংলাদেশ টাইমস ও বিনোদন ম্যাগাজিন ‘সিনেমা’র সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি। জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে পরিচালিত মহান মুক্তিযুদ্ধে শেখ মনি গুরুত্বপূর্ণ অবদান রাখেন। মুক্তিযুদ্ধ চলাকালে তিনি মুজিব বাহিনীর অধিনায়ক ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে হাজী নুর হোসেন বলেন, শেখ ফজলুল হক মনি ১৯৩৯ সালে ৪ ডিসেম্বর টুঙ্গিপাড়ায় ঐতিহাসিক শেখ পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম শেখ নূরুল হক বঙ্গবন্ধুর ভগ্নিপতি। মা শেখ আছিয়া বেগম বঙ্গবন্ধুর বড় বোন। বঙ্গবন্ধুর নির্দেশে শেখ মনি ১৯৭২ সালে বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে বাংলাদেশের প্রথম যুব সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠার মাধ্যমে এ দেশে যুব রাজনীতির সূচনা করেন। শেখ ফজলুল হক মনি ব্যক্তি জীবনে ২ পুত্র সন্তানের জনক ছিলেন। ১৯৭৫ সালে ১৫ আগস্ট বঙ্গবন্ধুর সাথে শেখ ফজলুল হক মনি ও তার স্ত্রী বেগম আরজু মণি শাহাদত বরণ করেন।
তিনি আরও বলেন, ৫৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আকাশ কুমার ভৌমিক ওয়ার্ডকে তিলোত্তমা করে সাজিয়েছে। আমরা চাই তার এ অবদান কদমতলী থানার প্রতিটি জনগণের মাঝে বিস্তার করতে।