লাইফস্টাইল

শুভ জন্মদিন ছোট্ট সোনামনি নিখাঁদ

  নিজস্ব প্রতিবেদক ১৫ নভেম্বর ২০২০ , ৭:৫৮ পিএম প্রিন্ট সংস্করণ

 

ছোট্ট সোনামনি নিখাঁদ এর শুভ জন্মদিনে আমাদের পুর্বাঞ্চল সাংবাদিক ইউনিটির পক্ষ থেকে তোমাকে অনেক ভালোবাসা এবং প্রচুর শুভেচ্ছা জানাচ্ছি।মহান রব্বুলআলামীন সৃষ্টিকর্তা তোমার মঙ্গল করুক।আশা করি তোমার এই শুভ দিনটি কেকের মতো মিষ্টি হবে।এই বছরের তোমার সমস্ত চাহিদা যেন আল্লাহ পূরণ করে এবং তোমার সব স্বপ্ন সত্যি হোক। হ্যাপি বার্থ ডে টু নিখাঁদ।
আশা করি আজকের এই দিনে তোমার জীবনে অনেক হাসি এবং খুশিতে ভরে উঠুক, আমাদের প্রিয় বন্ধু আশা করি আজকের এই দিনে তোমার জীবনে অনেক হাসি এবং খুশিতে ভরে উঠুক, আমার প্রিয় বন্ধু নিখাঁদ। একটি অসাধারণ দিনের জন্য তোমাকে অনেক শুভেচ্ছা জানালাম।শুভ জন্মদিন। শুভ জন্মদিন! আশা করি আজকের এই বিশেষ দিনে প্রত্যেকটি মুহূর্ত যেন আনন্দ এবং খুশি দিয়ে ভরে ওঠে। প্রাণের অস্তিত্ব রক্ষার জন্য সূর্য যতটা মূল্যবান, আমাদের বেঁচে থাকার জন্য খাবার যতটা মূল্যবান তুমি আমাদেরর কাছে তার থেকেও লক্ষ কোটি গুণ মূল্যবান কারণ তুমি আমাদের দেশের আগামীদিনের ভবিষ্যত ।আবারো শুভ জন্মদিন।তোমার জন্মদিন অনেক ভালো কাটুক নিখাঁদ।এবারের জন্মদিন প্রতিবারের ন্যায় অনেক সুন্দর ভাবে পালন কর। শুভ জন্মদিন।তোমার বাবা মায়ের মুখ উজ্জল কর ।জাতির প্রত্যাশা পুরন কর,দোয়া করি ভালোএকজন মানুষ হয়ে পৃথিবীকে অবাক করে দাও প্রিয় ছোট্ট বন্ধু নিখাঁদ।বাবা মায়ের আদর্শের সন্তান হয়ে পৃথিবীতে শত বছর বেচে থাক। আমীন

 

 

 

লেখকঃ

নাজমুল হাসান

লেখক ও সাংবাদিক