মতামত

শুভর কান্না থামাতে পেরে খুশি টিআই বিপ্লব ভৌমিক

  নিজস্ব প্রতিবেদক ১৫ সেপ্টেম্বর ২০২১ , ১১:৫১ পিএম প্রিন্ট সংস্করণ

 

নাজমুল হাসানঃ

হারিয়ে যাওয়া ব্যাগ ও মোবাইল খুজে বের করে দিলেন টিআই বিপ্লব ভৌমিক ।মোবাইল হাতে পেয়ে কান্না থামে শুভ’র।শুভর ফুফু কৃতজ্ঞতায় কেদে ফেলেন,এবং পুলিশের এহেন কাজে ধন্যবাদ জানান।বরিশাল থকে ১৪ সেপ্টেম্বর ঢকায় আসেন শহীদুল ইসলাম শুভ (১৪) এবং তার ফুফু সোনিয়া আক্তার।পোস্তগোলা ব্রীজের ঈগল বক্স এলাকা থেকে সিএনজি যোগে আলীগঞ্জ যায়।সিএনজি থেকে নেমে বাসায় যাওয়ার পরে তাদের খেয়াল হয় ভুলক্রমে একটি ব্যাগ সিএনজিতে রয়েগেছে।ব্যাগটির মধ্যে একটি ভিবো ব্রান্ডের মোবাইল ফোন সেট সহ প্রয়োজনীয় কাপড় চোপড় ছিল।মোবাইল ফোনে চার্জ না থাকায় ফোনটি বন্ধ হয়ে যায়।মোবাইল হারিয়ে শুভর কান্না দেখে ফুফু সোনিয়া আক্তার মোবাইল ফোন ও ব্যাগ খুজতে চলে আসেন পোস্তগোলা ঈগল বক্স এলাকায়।এসময় তাদের সাথে দেখা হয় ডেমড়া ট্রাফিক জোনের টিআই বিপ্লব ভৌমিকের সাথে।তাদের কাছ থেকে এ ঘটনা শুনে ডেমড়া ট্রাফিক জোনের টিআই বিপ্লব ভৌমিক সঙ্গীয় সার্জেন্ট মনির হোসেন ও কনস্টেবল মোকলেসুর রহমান কে নিয়ে তল্লাশী চালান প্রত্যেকটি সিএনজিতে।টিআই বিপ্লব ভৌমিকের দু ঘন্টা অক্লান্ত পরিশ্রম ও চেষ্টায় সফল হয় অভিযান।খুঁজে পাওয়া যায় শুভর হারিয়ে যাওয়া মোবাইল ও ব্যাগ।অবশেষে শুভ ও তার ফুফুর উপস্থিতিতে তুলে দেওয়া হয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ও ব্যাগ।আমরা বাংলাদেশে এমন পুলিশই তো চাই যারা পুলিশি সেবা জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দেয়ার জন্য নিরলসভাবে ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবে।সত্যিকারের দায়িত্বশীল ও নিষ্ঠাবান পুলিশ আইন মেনে যেমন পেশাগত দায়িত্ব পালন করেন তেমনি তাদের অনেকের সততার, নৈতিকতার, মানবিকতার গল্পগুলো মন-মুগ্ধকর।তেমনি একজন মানবিক পুলিশ হলেন পোস্তগোলা ঈগলবক্স এলাকার ট্রাফিক পুলিশ পরিদর্শক টিআই বিপ্লব ভৌমিক।