জাতীয়

শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করলো রাইটস এ্যান্ড ক্লেইমস 

  নিজস্ব প্রতিবেদক ১১ জানুয়ারী ২০২১ , ৮:১৮ এএম প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদকঃ
প্রতিবছরের ন্যায় এবারো অসহায় শীতার্ত ও গরীবদের পাশে দাড়ালো রাইটস এ্যান্ড ক্লেইমস সংগঠন। সংগঠনটি থেকে কম্বল বিতরণ করা হয় রাজধানীর কারওয়ান বাজার, শাহবাগ,  রমনা, হাতির‍ঝিল ও বিভিন্ন এলাকায়। এই মহামারীতে যখন সব জায়গাতে করুণ অবস্থা সেখানে এই সংগঠনের সকল কর্মী সারারাত রাস্তায় শুয়ে থাকা অসহায়দের কম্বল বিতরণ করেন।
সংগঠনটির সভাপতি ওমর হাসান বলেন, ” সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে নগরের দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছি। কারণ, তাদের অনেকেরই পর্যাপ্ত শীতের কম্বল নেই। কয়েক দিনের মধ্যে আবারো শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। তাই শীতের কষ্ট লাগবে বলে সংগঠনের  উদ্যোগে শতাধিক কম্বল বিতরণ করেছি। সংগঠনের সকল সদস্য এর অক্লান্ত পরিশ্রমের ফলেই এটি বাস্তবায়িত হয়েছে।
সামনের দিনগুলোতে আরও বিতরণ করা হবে। এভাবে সমাজের সবাইকে দরিদ্রদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।