জাতীয়

শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে যাত্রীদের ভোগান্তি

  নিজস্ব প্রতিবেদক ৩০ জুলাই ২০২০ , ৪:০১ পিএম প্রিন্ট সংস্করণ

দক্ষিণবঙ্গের ২১ জেলার মুল প্রবেশদ্বার মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ঘাটের ৩ নম্বর ফেরিঘাট পদ্মার ভাঙনে বিলীন হয়ে যাওয়ায় ঈদে ঘরে ফেরা যাত্রিদের চরম ভোগান্তিতে পরতে হচ্ছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) শিমুলিয়া ঘাটে গিয়ে দেখা গেছে, বুধবার সকাল থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত শিমুলিয়ায় ৩ নম্বর রো-রো ফেরি ঘাটের পদ্মা নদীর পাড়ে বালু ভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা চলছে। এর আগেই নদীতে বিলীন হয়ে গেছে ৩ নম্বর ঘাটের সামনের রাস্তা, বিআইডব্লিউটিএ’র একটি আধা পাকা স্থাপনা ও একটি মসজিদ। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর সারে ১২টা থেকে ভাঙন শুরু হয়।

ঈদে ঘরমুখো যাত্রীরা শিমুলিয়া ঘাটে এসে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। পদ্মায় তীব্র স্রোতের কারণে ১৬ টি ফেরির মধ্যে ১০টি ফেরি চলাচল করছে। এছাড়া ফেরি পারাপারে ৩ থেকে ৪ ঘন্টা সময় বেশি লাগছে। শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে ৫টি কেটাইপ, ৩টা রো-রো ও দুইটি মিডিয়ামসহ দশটি ফেরি চলাচল করছে।
বাকি ছয়টি ফেরি চালানো সম্ভব হচ্ছে না।