জাতীয়

শাহরাস্তিতে স্বপ্নযাত্রা ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় মানুষের মাঝে কম্বল বিতরন

  নিজস্ব প্রতিবেদক ১ ফেব্রুয়ারী ২০২১ , ৮:৪৬ এএম প্রিন্ট সংস্করণ

 

শাহরাস্তি প্রতিনিধিঃ

চাঁদপুর জেলা শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের আলীপুর গ্রামে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন স্বপ্নযাত্রা ফাউন্ডেশন এর সদস্যরা। ২৯ই জানুয়ারি দিনব্যাপী এই কম্বল বিতরণ করা হয়।

স্বপ্নযাত্রা ফাউন্ডেশন এর সভাপতি স্বাধীন ইব্রাহীম খলিল ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান আল সাইমন এর উপস্থিতিতে উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, মানুষ মানুষের জন্য তাই আসুন আমরা সবাই মিলে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াই। সমাজের মানুষের সুখ দুঃখের সাথী হয়ে এক সাথে সমাজ উন্নয়নের জন্য কাজ করি।

এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি মো মিরন হাসান, সাংগঠনিক সম্পাদক মোঃ শাকিল আহমেদ, কোষাধ্যক্ষ মাইন উদ্দিন, তথ্য প্রযুক্তি সম্পাদক মাজারুল ইসলাম লিমন, সদস্য মোঃ হারেস আহমেদ, মোঃ শামীম হোসেন, মোঃ তানজির আলম বাবু, মোঃঅন্তু প্রমুখ।

সংগঠনটি প্রবাসীদের জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করেন। প্রবাসীদের আর্থিক সহযোগিতা ও পরামর্শ দিয়ে এই রকম সামাজিক কর্মকান্ড সম্পাদন করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি স্বাধীন ইব্রাহিম খলিল।