জাতীয়

শাহরাস্তিতে খিলা জাগ্রত তরুণ সংঘের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

  নিজস্ব প্রতিবেদক ১ ফেব্রুয়ারী ২০২১ , ৭:০০ পিএম প্রিন্ট সংস্করণ

 

রাফিউ হাসানঃ

দরিদ্র অসহায় শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে সামাজিক সংগঠন খিলা জাগ্রত তরুন সংঘ। করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে সংগঠনের সদস্যরা চাঁদপুরের শাহরাস্তি উপজেলার শীতার্তদের মধ্যে এই শীতবস্ত্র পৌঁছে দেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব ডাঃ মোঃ আব্দুর রাজ্জাক, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তুহিন খান, আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ উল্যা, মোঃআলম, নুরুলজাম্মান,আব্দুর আলী, আব্দুল মালেক, আব্দুল লতিফ সহ অনেকে।

অনুষ্ঠানে উপস্থাপনা করেন ইমাম হোসেন মজুমদার, সভাপতিত্ব করেন মোঃ মনির হোসেন বাচ্চু।

যেকোনো প্রয়োজনে সহযোগিতা ও ভালোবাসা নিয়ে সব সময় খিলাবাসীর পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের সদস্যরা।

উল্লেখ্য যে, বিভিন্ন সময়ে শীতবস্ত্র বিতরণ, বিনা মূল্যে চিকিৎসাসেবা, বৃক্ষরোপণ, গরিব মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিয়েছে সংগঠনটি।