নিজস্ব প্রতিবেদক ২৭ নভেম্বর ২০২১ , ২:১৫ পিএম প্রিন্ট সংস্করণ
সামরিক স্বৈরাচার বিরোধী গনতান্ত্রিক আন্দোলনের সংগঠক, বিএমএ’র যুগ্ম সচিব ও ঢাকা মেডিকেল কলেজের শিক্ষক শহীদ ডা.শামসুল আলম মিলন এর ৩১ তম শাহদাত বার্ষিকীতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ছাত্র পরিষদ এর বিনম্র শ্রদ্ধা।
১৯৯০ সালের এই দিনে স্বৈরাচার এরশাদবিরোধী গণঅভ্যুত্থানে চিকিৎসক নেতা ডা. শামসুল আলম খান মিলন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন।
ডা. মিলনের রক্তদানের মধ্য দিয়ে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নতুন গতি সঞ্চারিত হয় এবং ছাত্র-গণঅভ্যুত্থানে স্বৈরশাসনের পতন ঘটে। সেই থেকে প্রতি বছর দেশের বিভিন্ন রাজনীতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিনটি শহীদ ডা. মিলন দিবস হিসেবে পালন করে আসছে।
দিবসটি বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি নিয়েছে।