জাতীয়

লামচরী আদর্শ সমাজ কল্যাণ পরিষদ এর ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  নিজস্ব প্রতিবেদক ২৫ সেপ্টেম্বর ২০২০ , ১১:৫৮ পিএম প্রিন্ট সংস্করণ

 

শরীফ মোঃ মাছুম বিল্লাহ, হাইমচর

ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও জমকালো মনোমুগ্ধকর আয়োজনে হাইমচরে আদর্শ সমাজ কল্যাণ পরিষদ এর ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় আদর্শ সমাজ কল্যাণ পরিষদ এর আয়োজনে লামচরী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ প্রতিষ্ঠা বার্ষিকীতে সংগঠনের উপদেষ্টা ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভব চেয়ারম্যান প্রার্থী ইসমাইল হোসেন আখন এর সভাপতিত্বে এবং সংগঠনের সহ-সভাপতি মাসুদ আলম এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী। তিনি বলেন- হাইমচরে অসংখ্য সামাজিক সংগঠন রয়েছে। প্রতিটি সংগঠন-ই সমাজ সমাজ ও মানুষের কল্যাণে কাজ করে। যেকোনো দুর্যোগ ও মহামারীতে অসহায়, কর্মহীন, দিনমজুর, গরীব, দুঃখী মানুষের পাশে দাঁড়ায়।

তিনি আরও বলেন- আদর্শ সমাজ কল্যান পরিষদ দীর্ঘ দিন জনগণের কল্যাণে কাজ করছে। বন্যায় প্লাবিত অঞ্চলে মানুষের দোরগোড়ায় খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছে। সামাজিক কার্যক্রম এগিয়ে নিতে যেকোনো প্রকারের সহায়তায় আমার অংশগ্রহণ থাকবে- ইনশাআল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর থানা অফিসার ইনচার্জ মোঃ জহিরুল ইসলাম খান, হাসপাতাল জামে মসজিদের খতীব মাওলানা জুলফিকার হাসান মুরাদ, হাইমচর প্রেসক্লাব সাধারণ সম্পাদক আব্দুর রহমান রিয়াদ প্রমুখ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাজাপ্তী রমণী মোহন উচ্চ বিদ্যালয় সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী গাজী, সমাজ সেবক আলহাজ্ব আহমদ আলী গাজী, ৯নং ওয়ার্ড ইউপি সদস্য আবুল হোসেন মেম্বার ও আদর্শ সমাজ কল্যাণ পরিষদ এর দায়িত্বশীল সহ বিভিন্ন সামাজিক সংগঠনের শীর্ষস্থানীয় দায়িত্বশীল নেতৃবৃন্দ।