নিজস্ব প্রতিবেদক ২৬ এপ্রিল ২০২১ , ৮:১২ পিএম প্রিন্ট সংস্করণ
মোঃ মোয়াশেল ভূঁইয়া
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় দরিদ্র শ্রমজীবী পাঁচ শতাধিক মানুষের মাঝে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, সাবানসহ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (২৬ এপ্রিল) বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর নির্দেশে রূপগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে এসব বিতরণ করা হয়।
শীতলক্ষ্যা নদীর রূপগঞ্জ-মুড়াপাড়া খেয়াঘাটে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এমএ মোমেন। সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভুঁইয়া, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ, ঢাকা দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কেএম আবু হানিফ হৃদয়, দৈনিক সংবাদচর্চা পত্রিকার সম্পাদক ও প্রকাশক আব্দুল্লাহ খান মুন্না, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মকবুল হোসেন, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি শফিকুল আলম ভুইয়া মামুন, কবি ও সাহিত্যিক আলম হোসেন, রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান তারেক, মাসুদ ভুঁইয়া, রাসেল মাহমুদ, রোবেল মাহমুদ এমদাদুল হক দুলাল শাহেল মাহমুদ প্রমুখ। পরে কর্মহীনদের মাঝে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, সাবান ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।